Primary Tet Result 2017 Published – অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হলো, রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

Primary Tet Result 2017 Published Check and get the results

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ টেট 2017 এর ফলাফল (Primary Tet Result 2017 Published)। রেজাল্ট কিভাবে দেখবেন, কত জন পরীক্ষারথি ছিলো, ক্ত জন পাস করলো, সমস্ত নিয়ে রইলো বিস্তারিত বিবরন।

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো প্রাইমারী টেট পরীক্ষার ফলাফল (Primary Tet Result 2017 Published)। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২লক্ষ ৪৫হাজার ৩৪৪জন যার মধ্যে পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।

আজ অবশেষে প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক অর্থাৎ টেট পরীক্ষার রেজাল্ট (Primary Tet Result 2017 Published)। এই বিষয়ে আজকে এক সাংবাদিক বৈঠক ডেকেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়। ২০২১ এর পূজোর আগে প্রকাস হওয়ার কথা থাকলেও আজই প্রাথমিকের টেটের ফল ঘোষণা হলো। যার মধ্যে পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।

এদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্য জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আইনি জটিলতা মুক্ত এবং ত্রুটিমুক্ত সর্বজন গৃহীত একটি স্বচ্ছ রেজাল্ট বার করতে। তার জন্য আমরা একটু সময় নিয়ে প্রথমে ড্রাফট বার করেছি। মতামত গ্রহণ করেছি। বিশেষজ্ঞের মতামত নিয়েছি। তারপর আমরা চূড়ান্ত ফল তৈরি করে প্রকাশ করেছি।” (Primary Tet Result 2017 Published)

সংবাদ সুত্রে জানা গেছে, এবছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত হয় ২লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জনের। তবে মোট পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১৮৯৫১৪ জন। এবং অনুপস্থিত ছিলেন৫৫৮১৮ জন। তার মধ্যে পাশ করেছেন ৯৮৯৬জন। (Primary Tet Result 2017 Published)

আর পড়ুন, আরেকটি লিস্ট প্রকাশিত হতে পারে

পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য গতবছরে পুজোর আগে TET (WB Teacher Eligibility Test Result) পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানালেও তা কোনো কারণে প্রকাশ করা সম্ভব হয়নি। পরীক্ষাটি হয় গতবছর জানুয়ারি মাসে। রেজাল্টের অপেক্ষায় ছিলেন রাজ্যের লক্ষ পরীক্ষার্থী। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কোনো মন্তব্য করা হয়নি। (Primary Tet Result 2017 Published)

প্রসঙ্গত ২০১৭ সালের প্রাইমারী টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলেও পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৩১ জানুয়ারী। পরীক্ষা নেওয়ার পর প্রায় এক বছর অতিবাহিত হয়েছে।  রেজাল্টের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বাধ্য হয় অসহায় চাকরি প্রার্থীরা। অবশেষে এবার রেজাল্ট প্রকাশিত হলো। (Primary Tet Result 2017 Published)

কিভাবে রেজাল্ট দেখবেন?

রেজাল্ট দেখতে হলে নিচের দুইটি লিঙ্কের মধ্যে যেকোনো এক্টিতে ক্লিক করে নিজের ৯ অঙ্কের টেট রোল নাম্বার এবং জন্মতারিখ (DOB) দিয়ে লগইন করে টেট পরীক্ষার ফল দেখুন। (Primary Tet Result 2017 Published)

i  www.wbbpe.org

 ii.  https://wbbprimaryeducation.org

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment