রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে আরেকটি ভালো খবর (Primary TET)। প্রাথমিক পদপ্রার্থীদের জন্য আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary TET result)। গত ২৪ নভেম্বর ২০১৪ নন ইঙ্কলুডেড প্রার্থীদের একটি লিস্ট প্রকাশিত হয় এবং তাদের কাউন্সেলিং তারিখ ও জানিয়ে দেয়া হয়। আর এবার আরেকটি লিস্ট প্রকাশিত হল, আজকের বিজ্ঞপ্তিতে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা আছে, গত ২৪ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে ২০১৪ সালের টেট পরীক্ষার (Primary TET) সফল এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে বিশেষ শ্রেণীর প্রার্থীদের আগামী ২৯ নভেম্বর ২০২১ তারিখে এপিসি ভবনে কাউন্সেলিং নির্দিষ্ট ভেনুতে অনুষ্ঠিত হবে। যদিও তাদের কাউন্সেলিং তারিখ পহেলা দিসেম্বর করা হয়েছিল। কিন্তু তা পরিবর্তিত হয়ে ২৯ শে নভেম্বর হবে।
Primary TET Impaneled সমস্ত প্রার্থীদের নিন্মলিখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
১) শিক্ষাগত সমস্ত নথি
২) শিক্ষক প্রশিক্ষণ নথি
৩) স্পেসাল ক্যাটাগরি নথি
৪) আধারকার্ড/ ভোটার কার্ড
সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন, টেট প্রার্থীদের সতর্ক বার্তা
অফসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক Click Here
অন্যদিকে, সংবাদ সূত্রে জানা গেছে চলতি বছরের ডিসেম্বর মাসেই দ্বিতীয় লিস্ট বের হবে। এছাড়াও 2017 সালের টেট পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, জানা গেল শিক্ষা দপ্তর সূত্রে। আপডেট আসছে।