Primary Teacher Recruitment Organiser Teacher Latest News – অবশেষে অরগানাইজার প্রাইমারী টিচার নিয়োগ শুরু হচ্ছে

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর (Primary Teacher Recruitment)। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে চলা একাধিক মামলা ও রেজাল্ট বাকি রয়েছে। তার মধ্যে বহুদিন ধরে সুপ্রীম কোর্টে চলা কয়েকটি মামলার সুরাহা হতে চলেছে। অরগানাইজার বা সংগঠক প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হতে চলেছে।

কয়েক বছর আগে সংগঠক শিক্ষকদের (Organiser Teacher Latest News) প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতে বেশিরভাগ শিক্ষক নিয়োগ পেলে ও অনেকেই নিয়োগ পাননি বলে আদালতে মামলা হয়। আর সেই মামলা গড়ায় সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত, তারপর কেটে গেছে অনেকদিন। বেশ কিছু প্রার্থীর চাকরি হলেও, একাধিক সংগঠন ও মামলা একাধিক থাকায় সবার নিয়োগ হয়না। এখনো কয়েকটি মামলা সুপ্রীম কোর্টে বিচারাধীন। এরপর করোনা পরিস্থিতিতে আরো দেরি হয় মামলা শেষ হতে। অবশেষে সেই মামলার মধ্যে দুটি মামলার নিস্পত্তি হতে চলেছে।

সংবাদসূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে পুজোবকাশের পর দুটো সংগঠনের প্রার্থীদের নিয়োগ হতে চলেছে। এবং ইতিমধ্যেই প্রার্থীদের ফাইনাল লিস্ট প্রস্তুত হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিলো, যে যতজন প্রার্থী নিজেকে সংগঠক শিক্ষক বলে দাবী করেছে আসল সংখ্যাটা ঠিক তারচেয়ে অনেক কম। আর মামলার এই দীর্বঘাবস্তা/ বা দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারন। তাই আসল লিস্ট এখনো প্রকাশিত হয়নি।

এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে নিয়োগ হবে? প্রার্থীদের নিয়োগপত্র আলাদা করে দেওয়া হবে, সেটি প্রত্যেক জেলার ডিপিএসসি অফিস কিম্বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ও ডাকা হতে পারে, কিম্বা ডাকযোগে পাঠানো হতে পারে। আগামী ২৫ তারিখ অফিস খুললেই বাকি তথ্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট ক্রমশ প্রকাশ্য।

সংগঠক শিক্ষকেরা অবশ্যই পড়ুন, চাকরী পাওয়ার পর কি করতে হবে?

যদিও এর আগে বহুবার নিয়োগ হওয়ার খবর প্রকাশিত হওয়ায় অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় দেখছেন না প্রার্থীদের একাংশ। অন্যদিকে ইতিমধ্যেই কিছু প্রার্থীর বয়স শেষের দিকে, তাদের ক্ষেত্রে কি হবে, সেই চিন্তায় অসহায় দিন যাপন করছেন প্রার্থীরা। যদিও ২৫ বছর মামলা চালিয়ে ৫৫ বছর এমনকি ৫৯ বছরের নিয়োগপত্র পাওয়ার নিদর্শন রয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগে।

আমাদের নিয়মিত খবর পেতে সঙ্গে থাকুন। আর আমাদের নিউজ অ্যাপ্লিকেশন ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment