প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য আবার নিয়ম পরিবর্তিত হলো (Primary Teacher Recruitment 2021)। এখন থেকে শিক্ষক হতে গেলে এই নয়া নিয়ম মানতে হবে। আর শিক্ষকপদের নূন্যতম যোগ্যতা সংশোধন করলো খোদ কেন্দ্রীয় শিক্ষক নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)। কি কি নিয়ম সংশোধন হলো রইলো বিস্তারিত তথ্য।
এখন থেকে প্রাথমিক শিক্ষকতার চাকরি (Primary Teacher Recruitment 2021) পাওয়ার জন্য স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর পাওয়া আর আবশ্যিক থাকল না। তবে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর না থাকলে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তার সঙ্গে আরও একটি শর্ত হল, তিন বছরের বিএড (BEd) এবং এমএড (MEd) এর ইন্টিগ্রেটেড কোর্সের ডিগ্রি থাকা। এটা থাকলেই প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার চাকরি পেতে আর বাধা থাকবে না। যদিও চাকরি পাওয়ার দুবছরের মধ্যে করে ফেলতেই হবে ছমাসের একটি ব্রিজ কোর্স (Bridge Course)।
২০১০ সালে এনসিটিই (NCTE) যে নিয়োগবিধি প্রকাশ করেছিলো এই নয়া বিধিতে সেই বদল হয়েছে। প্রাথমিক শিক্ষকতার চাকরি পেতে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ এবং দুবছরের ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) কোর্স থাকতে হবে। এর সমতুল কোর্সগুলিও বৈধ ছিল। পরবর্তী কালে নিয়ম সংশোধন করে বলা হয়, উচ্চ মাধ্যমিকে যাঁদের ৫০ শতাংশ নেই, তাঁরা গ্র্যাজুয়েট হলে এবং ডিএলএড করা থাকলে ছাড় মিলবে। বিএড কোর্স করা গ্র্যাজুয়েট (৫০ শতাংশ নম্বর সহ) প্রার্থীদের সামনেও খোলে চাকরির সুযোগ। তাঁদের ক্ষেত্রেও অবশ্য দুবছরের মধ্যে ছমাসের ব্রিজ কোর্স করে নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক। (Primary Teacher Recruitment 2021)
এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত শিক্ষকেরা ইতিমধ্যেই ডিএড (DEd) অথবা ডিএলএড (DLEd) করেছে তাদের কি আবার আপগ্রেডেশন করতে হবে, কিম্বা যে সমস্ত শিক্ষকেরা বিএড করার পর ও ৬ মাসের ব্রিজ কোর্স করেছে তাদের কি হবে? যেসমস্ত শিক্ষকেরা ২০১০ এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপগ্রেডেশন করে নিয়েছেন তাদের কিছু করতে হবে না। কিন্তু যারা এখনো ননট্রেনড রয়েছেন তাদের এই নতুন নিয়ম মানতে হবে।
আরো পড়ুন, ভাইফোঁটার পর স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরী হলো, কারন কি?
এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, বিএডদের প্রাথমিকে চাকরির সুযোগ আগে দেওয়া হয়েছে। এখন ইন্টিগ্রেটেড এমএড কোর্সেও ছাড় দেওয়া হল। তাহলে আর ছেলেমেয়েরা দুবছরের ডিএলএড কোর্স করবে কেন? সেই কোর্স করলে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক পদেই চাকরি করতে পারবে, কিন্তু একই সময় এবং প্রায় একই সিলেবাসে বিএড করলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমি সব সছুলেই আবেদন করতে পারবে। এর ফলে কার্যত ডিএলএডরা বঞ্চিত হচ্ছেন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাব, একইভাবে ব্রিজ কোর্স করিয়ে প্রাথমিকের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের উঁচু ক্লাসে উন্নীত করা হোক। এর জন্য যাঁদের ডিএলএড রয়েছে, তাঁদের ব্রিজ কোর্স করিয়ে নেওয়া হোক। এর সাথে সাথে তিনি এটাও বলেন যে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যোগ্যতা নিয়ে যাওয়া হলেও মাধ্যমিক স্কেলেই বেতন পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। অতিমারীর আবহ কাটলে আমাদের পিআরটি স্কেল (PRT Scale) এর যে কেস হাইকোর্টে রয়েছে, সেটি আবার রিওপেন করব, প্রয়জনে রাস্তায় আন্দোলন ও করার পরিকল্পনা রয়েছে। (Primary Teacher Recruitment 2021)