দীর্ঘ প্রতিক্ষার পর এবার রাজ্যে খুলতে চলেছে প্রাথমিক বিদ্যালয়গুলো (Primary School Reopen)। এদিন শিক্ষকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হওয়ার পর দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিলো কবে খুলবে বাকি ক্লাস। আর শিক্ষা দপ্তরের সূত্রে সবুজ সঙ্কেত মেলার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন ধাপে ধাপে নিচু ক্লাস খুলবে তবে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে ক্লাস খোলার অর্ডার হবে। কিন্তু সেদিন তিনি স্পষ্ট তারিখ জানান নি।
সংবাদসুত্রে জানা গেছে, রবিবার জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী জানান, মহামারীর কারণে বন্ধ হয়ে থাকা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। খুব শীঘ্রই প্রাইমারী স্কুল খোলার ঘোষণাও হয়ে যাবে (Primary School Reopen)। সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন। আর এবার স্কুল খলার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর ধরে স্কুল বন্ধ থাকার পর, বিভিন্ন স্কুলের মেরামতির প্রয়োজন আছে। অনেক স্কুলের আসবাবপত্র TLM ঠিক নেই। সেই নিয়েও কথা হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে।
অন্যদিকে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরুর সাথে মিড ডে মিলের সম্পরক রয়েছে। তাই সারা রাজ্য জুড়ে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে মিড ডে মিলের পরিকাঠামো ঠিক করতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে জনা গেছে, আগামী ২রা জানুয়ারী বুক ডে এর দিন থেকে ক্লাস চালু করার জন্য প্রস্তুত থাকা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী সবুজ সঙ্কেত দিলেই ঘোষণা হয়ে যাবে। Primary School Reopen
আরও পড়ুন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষা দপ্তরের নতুন অর্ডার দেখুন, সব স্কুলের জন্য লাগবে
অন্যদিকে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ও রাজবংশী ভাষার যে নতুন স্কুলগুলি চালু করার কথা ঘোষণা করেছেন সেই ব্যাপারে প্রশাসনিক কাজকর্ম দ্রুততার সঙ্গে চলছে। আমরা জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করে স্কুলগুলির জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। এদিকে রাজ্যের মাইনরিটি পড়ুয়াদের ঐক্যশ্রী বৃত্তির ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। সেই ব্যাপারেও অনলাইনে আবেদন করতে হবে রাজ্যের পড়ুয়াদের এবং শিক্ষকদের সেগুলো ভেরিফাই করতে হবে। Primary School Reopen