Primary School Reopen – অবশেষে রাজ্যে শুরু হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস, ঘোষণা শিক্ষাদপ্তরের

দীর্ঘ কুড়ি মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস দিয়ে শুরু (School Reopen) হয় পুনরায় পঠনপাঠন। এবার বাকিদের ও ক্লাসে ফেরাতে প্রস্তুতি শুরু করলো শিক্ষাদপ্তর। এবার আর চিন্তাভাবনা নয়। সরাসরি জেলা শাসকদের চিঠি পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

জেলাশাসকদের পাঠানো বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বরের মধ্যে মিড ডে মিল (Mid Day Meal) সংক্রান্ত তথ্য অনলাইনে জানাতে হবে। মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জেলাশাসকদের পাশাপাশি সরকারের অন্য কয়েকটি দপ্তরেও চিঠি দিয়েছেন। এই চিঠির ভিত্তিতেই এবং শিক্ষাদপ্তরের বিবৃতি পরিষ্কার বার্তা বহন করছে যে, পরিস্থিতির অবনতি না হলে ২ জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলিও চালু হয়ে যাবে। School Reopen

উল্লেখ্য ১৬ই নভেম্বরের পর থেকে রাজ্যে আংশিকভাবে স্কুল, কলেজ খোলার পর পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ কমিটি, আর তারপরই এই সিদ্ধান্ত। এছাড়া অভিভাবক মহল ও চাইছেন এখন স্কুল খোলা হোক। তাই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার দাবিও উঠেছে। এবার সেসব দাবির নিরিখেই প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য খোলা হচ্ছে স্কুল। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির ২ তারিখ থেকেই ফের স্কুল প্রাঙ্গণে ছোটদের পা পড়তে চলেছে। School Reopen

https://www.techpress.in/ek24.site/ek24 newsin backup/madhyamik-hs-exam-2022-breaking-news/

আরো পড়ুন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত👆

তবে প্রাথমিক স্কুলের শুরুর দিন থেকেই মিড ডে মিল যথাযথভাবে সরবরাহ করা হয়, সেইদিকটাই আগে খতিয়ে দেখতে চায় প্রশাসন। আপাতত এই ভাঁড়ারে কত পরিমাণ খাবার দাবার আছে, সেসব তথ্য বিস্তারিত পাঠাতে বলা হয়েছে জেলাশাসকদের। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এরপর ক্লাসরুম স্যানিটাইজ করার পদ্ধতিও শুরু হবে। School Reopen

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment