PPF Calculator – পিপিএফ এ এই নিয়মে মাত্র প্রতিমাসে ১ হাজার টাকা জমালে , মেয়াদপূর্তিতে পাবেন ২৬ লক্ষ টাকা

সঞ্চয় এবং বিনিয়োগের সাথে ইন্টারেস্ট রেট এবং সুরক্ষা থাকাটা জরুরী। আর সরকারী স্কীম পিপিএফ (PPF Calculator) বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) প্রকল্পে সুদ যেমন বেশি পাবেন তেমনি টাকা মার যাওয়ার ভয় নেই। কয়েকটি নিয়ম মেনে এই ফান্ডে বিনিয়োগ করলে আপনার ধারনার চেয়েও বেশি রিটার্ন পেতে পারেন। প্রতিমাসে মাত্র হাজার টাকা বিনিয়োগ করলে পাবেন ২৬ লক্ষ টাকা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে।

পিপিএফ ফান্ড কি (Public Provident Fund)

পিপিএফ এর পুরো কথা হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই প্রকল্পটি সরকার নিয়ন্ত্রিত। ফলে নিশ্চিত ফেরতের গ্যারান্টি রয়েছে। ১৯৬৮ সালে ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন এই প্রকল্পের সূচনা করেছিল। এই প্রকল্পটি যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিংবা বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই প্রকল্পে প্রতি তিন মাস পর পর সুদ পরিবর্তিত হয়, বর্তমানে এর সুদের হার ৭.১ শতাংশ (ppf interest rate)। এবং এই প্রকল্পের মেয়াদ ১৫ বছর পর্যন্ত। তবে এর পর বিশেষ শর্তে মেয়াদ বারড়ানো যেতে পারে। (PPF Calculator)

সর্বাধিক রিটার্ন পাওয়ার উপায়ঃ

কেউ যদি ২০ বছর বয়সে পিপিএফ অ্যাকাউন্ট খোলেন, তাহলে তিনি ৬০ বছর বয়স পর্যন্ত এর সুবিধা পেতে পারেন। যদি কোনও গ্রাহক প্রতিমাসে ১ হাজার টাকা হিসেবে ১৫ বছরের জন্য জমা দেন, তাহলে তিনি জমা করতে পারবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। ১৫ বছর পরে তিনি সুদ সহ পাবেন ৩.২৫ লক্ষ টাকা। ৭.১ শতাংশ হারে ১৫ বছরে সুদের পরিমাণ ১.৪৫ লক্ষ টাকা। এবার টাকাটা না তুলে, ধাপে ধাপে এর মেয়াদ বাড়ালেই পাবেন আসল লাভ, যেটা অনেকেই জানেন না। (PPF Calculator)

দেখুন কিভাবে?

১) প্রতিমাসে ১ হাজার টাকা জমিয়ে সুদ আসল মিলে আপনার হলো ৩.২৫ লক্ষ টাকা। এরপর প্রথমবার ৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে ৩.২৫ লক্ষ বেড়ে সেই অর্থের পরিমাণ হবে ৫.৩২ লক্ষ টাকা।

২) দ্বিতীয়বার ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে আগেকার অর্থ বেড়ে হবে ৮.২৪ লক্ষ টাকা।
৩) তৃতীয়বার ৫ বছরের জন্য মেয়ার বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১২.৩৬ লক্ষ টাকা। (PPF Calculator)

আরও পড়ুন, যে সমস্ত সরকারী স্কীম সবচেয়ে বেশি সুদ দেয়, তার লিস্ট দেখতে ক্লিক করুন

৪) চতুর্থবারের জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে সেই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৮.১৫ লক্ষ টাকা।
৫) পঞ্চমবারের জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে ওই অ্যাকাউন্টের মেয়াদ ৪০ বছর পূর্ণ হবে তখন সেই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৬.৩২ লক্ষ টাকা।
এই হিসাব নিয়ে কোনও মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং সম্পূর্ণ বিনিয়োগ ট্যাক্স ফ্রী, তবে আপনি টাকা তুলে নিলে এই সুবিধা পাবেন না। এবং যদি সুদের হার (ppf interest rate) কমে তবে রিটার্ন কমবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment