আপনার কি বয়স অনেকটাই পার হয়ে গেছে? এমন কোনো জায়গায় বিনিয়োগ (SCSS Scheme) করার কথা ভাবছেন যেখানে লাভ বেশি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে সরকার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সুদের হার। এমনিতেই সাধারণ স্কিম গুলির তুলনায় সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা এই বিশেষ সেভিংস স্কিমে অতিরিক্ত সুদ (SCSS Scheme Interest Rate) দেওয়া হয় তাদের।
SCSS Scheme In Post Office.
তবে এবার থেকে সেই সুবিধা আরো বাড়ালো ভারত সরকার (Government Of India). কোনো ষাটোর্ধ্ব ব্যক্তি যদি এখন থেকেই এই SCSS Scheme বিনিয়োগ করেন তবে তিনি চরমভাবে লাভবান হতে চলেছেন। এই স্কিমে এখনো পর্যন্ত আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষেরা বিনিয়োগ করেছে। আর আপনারাও এই সুবিধা উপভোগ করার জন্য এই স্কিমে দ্রুত বিনিয়োগ করুন।
SCSS Scheme Details
অর্থ সঞ্চয় (SCSS Scheme) করে রাখা অবশ্যই প্রয়োজন। কারণ ভবিষ্যতে কখন কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। এর উপর বিষয়টি যদি হয় প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, তবে তাদের তো অর্থ সঞ্চয় না করলে চলেই না। এক্ষেত্রে সরকারের একাধিক জনপ্রিয় স্কিম রয়েছে। যে গুলি ৬০ বছর বয়সে কর্ম ক্ষমতা হারানোর পর মানুষকে ভবিষ্যৎ নিরাপত্তা দিয়ে থাকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট (Senior Citizen Savings Scheme).
অনেক অবসর প্রাপ্ত ব্যক্তিরা এখানে অর্থ বিনিয়োগ করে নিশ্চিন্তে জীবন যাপন করেন। কারণ এটি তাদের মূলধনের ওপর অতিরিক্ত সুদের সঙ্গে আমৃত্যু মাসিক ইনকাম দেওয়ার গ্যারান্টি প্রদান করে। এই স্কিমের আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যেমন এখানে স্বামী ও স্ত্রী মিলে একটি জয়েন্ট একাউন্ট খুলতে পারেন। SCSS এ বিনিয়োগ করলে আয়করের ৮০ সি ধারা (Income Tax Rule 80C) অনুযায়ী বিশেষ ছাড় পাওয়া যায়।
এছাড়াও সবচেয়ে বড় সুবিধা, যে এখানে প্রতি ত্রৈমাসিকে সুদের হার সংশোধন করা হয়। সাম্প্রতিক ত্রৈমাসিক সংশোধন করাকালীনই সুদের হার (SCSS Scheme Interest Rate Hike) বাড়িয়েছে সরকার। আর এই কারণের জন্যই এখনই এই স্কিমে বিনিয়োগ (SCSS Scheme Investment) করার সুবর্ণ সুযোগ বলে মনে করছেন অনেকে। আর এই সুযোগ আপনারা কাজে অবশ্যই লাগাবেন।
SCSS Scheme Interest Rate
সম্প্রতি সরকার সিনিয়র সিটিজেনের সুদের হার (SCSS Scheme) সংশোধন করে ২০২৪ এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়েছে। আগে প্রবীণ নাগরিকরা এই স্কিমে পেতেন 7.6% সুদ। পরে তা বেড়ে হয় ৮%। এতদিন পর্যন্ত এটাই পাচ্ছিলেন তারা। কিন্তু বর্তমানে চলতি হার সংশোধন করে ৮ শতাংশ এর পরিবর্তে 8.2 শতাংশ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই হারই লাগু থাকবে। তারপর পুনরায় বিবেচনা করা হবে তা।
তবে শুধু সুদের হারেই নয় বরং পরিবর্তনে এসেছে স্কিমের সর্বোচ্চ আমানত সীমাতেও। আগে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেত সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্টে। বার্ষিক হিসেবে তার পরিমাণ ছিল 1.14 লক্ষ টাকা। মাসিক হিসেবে ৯৫০০ টাকা। কিন্তু হালে এই পরিমাণ বাড়ানো হয়েছে। সে কথা আমরা ১ ফেব্রুয়ারি চলতি অর্থ বছরের অন্তর্বর্তী বাজেট (Union Budget 2024) পেশ করার দিন অর্থমন্ত্রীর মুখ থেকেই শুনতে পেয়েছি (SCSS Scheme).
হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে সরকার। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।
তিনি ঘোষণা করেন যে সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগের (SCSS Scheme) সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ পর্যন্ত করা হলো অর্থাৎ আগে যা ছিল তারচেয়ে এক ধাক্কায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আমানত জমা রাখার সীমা। তাহলে আগের থেকে ডবল সুবিধা পাওয়া যাবে। আর এই সুযোগ আপনারা যত তাড়াতাড়ি পারবেন নিজেদের কাজে লাগাবেন।
Written by Nabadip Saha.
মোদীর এক কথায় LIC এর শেয়ার মূল্য লাফিয়ে উঠলো। গ্রাহকদের ভাগ্য খুলে গেল।
Student Jara sclardhip pai IT return er janno kon dharaner form fill up karbe.