পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলো (Post Office Schemes) অনেকদিন ধরে মানুষের ভরসার জায়গা। এগুলো সরকারি গ্যারান্টি থাকায় টাকা একদম নিরাপদ থাকে। বিশেষ করে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের মতো প্রকল্পে অল্প সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। আজকাল ব্যাঙ্কের এফডি-র তুলনায় এখানে সুদের হার প্রায় সমান বা কিছু ক্ষেত্রে ভালো। নিজের নামে, স্ত্রীর নামে বা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। এতে পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সহজ হয়ে যায়।
Post Office Schemes – পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম
পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post office time deposit scheme) হল একটা নির্দিষ্ট মেয়াদের বিনিয়োগ প্রকল্প। এখানে টাকা জমা রাখলে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। মেয়াদ ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে। সুদের হার সরকার প্রতি তিন মাসে ঠিক করে। বর্তমানে ২ বছরের জন্য সুদের হার প্রায় ৭ শতাংশ। এটা স্টক মার্কেটের ঝুঁকি ছাড়াই ভালো লাভ দেয়।
১ লাখ টাকা জমালে ২ বছরে কত লাভ হবে?
যদি আপনি ১ লাখ টাকা পোস্ট অফিস টাইম ডিপোজিটে ২ বছরের জন্য রাখেন। তাহলে বার্ষিক ৭ শতাংশ সুদ হিসেবে মোট লাভ হবে প্রায় ১৪ হাজার ৮৮৮ টাকা। মেয়াদ শেষে আপনি পাবেন ১ লাখ ১৪ হাজার ৮৮৮ টাকা। সুদটা কম্পাউন্ডিং হয় বলে লাভটা একটু বেশি হয়। এই হিসেবটা সরকারি গ্যারান্টি সহ নিশ্চিত। অনেকে এটা পরিবারের সদস্যদের নামে করে ট্যাক্স প্ল্যানিংও করেন।
এই স্কিমের সুবিধাগুলো কী কী?
পোস্ট অফিস টাইম ডিপোজিটের (Post Office Schemes) সবচেয়ে বড় সুবিধা হল পুরোপুরি ঝুঁকিমুক্ত। সরকারের ব্যাকিং থাকায় টাকা হারানোর ভয় নেই। ন্যূনতম ১ হাজার টাকা থেকে শুরু করা যায়। সর্বোচ্চ লিমিট নেই, যত ইচ্ছা জমাতে পারেন। সুদের হার সকলের জন্য একই, বয়স বা লিঙ্গভেদে ভিন্নতা নেই। মেয়াদ শেষে মূল টাকা আর সুদ একসাথে ফেরত পাওয়া যায়।
যোগ্যতা এবং খোলার প্রক্রিয়া
যে কোনো ভারতীয় নাগরিক Post office time deposit scheme অ্যাকাউন্ট খুলতে পারেন। নিজের নামে বা জয়েন্ট অ্যাকাউন্টে। এমনকি নাবালকের নামেও গার্ডিয়ানের মাধ্যমে। কোনো বয়সের সীমা নেই। নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে ফর্ম পূরণ করলেই হয়। কেওয়াইসি ডকুমেন্টস লাগবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের রেশন তালিকা। নতুন নিয়মে কোন কার্ডে কতটা রেশন পাবেন জেনে নিন
অন্যান্য স্কিমের সাথে তুলনা
ব্যাঙ্কের এফডি-র সাথে তুলনা করলে পোস্ট অফিসে সুদ প্রায় একই। কিন্তু এখানে সরকারি নিরাপত্তা বেশি। সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্কে একটু বেশি সুদ থাকলেও (Post office time deposit scheme) বা টাইম ডিপোজিটে সবাই সমান সুবিধা পান। অন্য পোস্ট অফিস স্কিম যেমন মান্থলি ইনকাম স্কিম বা আরডি-র তুলনায় এটা লাম্পসাম বিনিয়োগের জন্য ভালো। অল্প সময়ে নিশ্চিত লাভ চাইলে এটা আদর্শ।
কেন এখনই বিনিয়োগ করবেন?
আজকাল ইনফ্লেশনের জন্য সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে লাভ কম হয়। পোস্ট অফিস টাইম ডিপোজিটে ২ বছরে ১ লাখ থেকে ১.১৪ লাখ হয়ে যাওয়া মানে ভালো বৃদ্ধি। পরিবারের জন্য নিরাপদ সঞ্চয় করতে চাইলে এটা একটা স্মার্ট চয়েস। সুদের হার পরিবর্তনশীল, তাই এখনই চেক করে নিন। নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে বিস্তারিত জেনে নেওয়া উচিত। এতে আপনার টাকা নিরাপদে বাড়বে।