Post office scheme – পুজো উপলক্ষ্যে পোস্ট অফিসের এই প্রকল্পে পাবেন সর্বোচ্চ সুদ। রকেট গতিতে বাড়বে মূলধন।

আগের তুলনায় মানুষ বেশি পরিমাণে বিনিয়োগ শুরু করেছে, অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে Post office scheme গুলোই বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। আসলে গত ৫ বছরের নিরিখে দেখলে মানুষের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। আর ভবিষ্যতে আরও বেড়ে যাবে। তখন সাংসারিক খরচ চালাতেই হিমশিম খেতে হবে মানুষকে।

Advertisement

এইসব কথা ভেবেই মানুষ আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে চাইছে‌। এই মূল্য বৃদ্ধির বাজারে যেখানে সংসার চালানোই কষ্টের, সেখানে চাইলেও বেশি পরিমাণে বিনিয়োগ করা সম্ভব নয়। তাই এমন স্কিম খুঁজতে হবে, যেখানে স্বল্প বিনিয়োগে বেশি রিটার্ন পাওয়া যায়। আপনাদের জন্য এমনই স্কিমের খবর নিয়ে এসেছি আমরা।

Advertisement

ভারতবাসীরা টাকা জমানো থেকে বিনিয়োগ সবেতেই বিশ্বাস করে পোস্ট অফিস আর ব্যাংককে। এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেশ ভালো একটি মাধ্যম। অবশ্য সাধারণ গ্রাহকরা পোস্ট অফিসকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। পোস্ট অফিসের সুদের হার ব্যাঙ্কের তুলনায় বেশ কম। কিন্তু আপনারা জানলে অবাক হবেন পোস্ট অফিসে এমন একটি স্কিম (Post office scheme) রয়েছে যেখানে বিনিয়োগ করলে পোস্ট অফিস থেকে আপনি ৯ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

Best Post office scheme for Investment

আমরা প্রথমেই কথা বলছি রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে। পোস্ট অফিসে (Post office scheme) বিভিন্ন ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। বিভিন্ন ব্যাংকেও রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগ করা যায়। তবে যে কোন স্মল ফাইন্যান্স ব্যাংকের তুলনায় তুলনামূলক বেশি সুদ পাওয়া যায় পোস্ট অফিসে। ৯ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন আপনারা। ফলে স্বল্প বিনিয়োগে দারুন টাকা জমানোর সুযোগ।

Recurring Deposit interest rate

গত কয়েক বছরে রেকারিং ডিপোজিট থেকে বেশ ভালো মাত্রায় সুদ পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ২০১২-১৩ অর্থবর্ষে সব থেকে বেশি সুদ দেওয়া হয়েছিল। সেই সময় সুদের পরিমাণ ছিল ৮.৪০ শতাংশ। কিছুটা কমে ২০১৫-১৬ অর্থবর্ষে সেই সুদের পরিমাণ দাঁড়ায় ৮.৩০ শতাংশে। এখন আবার পোস্ট অফিস ভালো মাত্রায় সুদ দিচ্ছে এই স্কিমে।

Advertisement
FD Interest Rate

আপনারা চাইলে পোস্ট অফিসে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। তাহলে ৬.৭ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। অবশ্য অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার একই আছে। কেবলমাত্র রেকারিং ডিপোজিটের সুদের হারই বৃদ্ধি করা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবেতেই সুদের হার একই আছে। কোন পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন আসে তাহলে আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখবেন।

অবশ্যই দেখুন » Krishak Bandhu Status – কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না রাজ্যের এই সমস্ত কৃষকরা। প্রচুর নাম বাদ গেল।

Post office scheme গুলোতে সুদের পরিমাণ

১ লা অক্টোবর থেকে নতুন ত্রৈমাসিক শুরু হয়েছে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ, কিষান বিকাশ পত্রে সুদ দেওয়া হচ্ছে ৭.৫ শতাংশ হরে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৭.১ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সুদের হার ৭.৭ শতাংশ, পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ দেওয়া হচ্ছে ৮.২ শতাংশ হারে, মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ, রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৬.৭ শতাংশ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment