পোষ্ট অফিসে বিনিয়োগ (Post Office Scheme) মানে টাকা মার যাওয়া নিয়ে নো টেনশন। আর তার সাথে যদি পান বেশি সুদ, তাহলে তো কথাই নেই। তাই পোষ্ট অফিসের সেরা প্রকল্প গুলো আমাদের অর্থনৈতিক বিভাগে আলোচনা করা হবে। আপনারা এর আগের পোষ্ট গুলো ও দেখে নিতে পারেন। কোন সরকারী প্রকল্পে আপনি বিনিয়োগ করলে বেশি লাভ, সমস্ত তথ্য রয়েছে। যারা অল্প পরিমানে বিনিয়োগ করে একটু বেশি রেটে এবং মাসে মাসে ইন্টারেস্ট পেতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো প্রকল্প কার্যত আর হতে পারে না।
কী এই মাসিক আয় প্রকল্প ? (Post Office Scheme MIS)
পোস্ট অফিসের এই প্রকল্পের অধীনে ১০০ বা ১০০০-এর গুনিতকে বিনিয়োগ করতে পারবেন আমানতকারী। তবে এই বিষয়ে একটা শর্ত রেখেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তি একা এই প্রকল্পে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা রাখতে পারবেন। যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হলে এই প্রকল্পে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখা যাবে। এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ তিনজন জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ন্যূনতম জমা অর্থ ১০০০ টাকা (Minimum deposit of Rs. 1000)-এই স্কিমে আমানতকারী প্রতি মাসে সুদের টাকা নিতে পারেন। সেই কারণে একে Monthly Income Scheme (Post Office Scheme MIS)বলা হয়। এই প্রকল্পে বিনিয়োগ করলে কোনও ব্যক্তি এখন ৬.৬% হারে সুদ পাবেন। সিম্পল ইন্টারেস্টের ওপর ভিত্তি করেই এই সুদ পাওয়া যাবে। প্রতি বছর এই সুদ পাওয়া যাবে। তবে আপনি চাইলে আরেকটি রেকারিং করে ওই সুদ রিইনভেস্ট করলে ডবল লাভ পাবেন। অনেকেই এই তথ্যটি জানেন না, কিন্তু হিসাব করে দেখুন, সাধারণ ফিক্সড ডিপোজিট থেকে বেশি সুদ পাবেন এইভাবে।
কী এই মাসিক আয় প্রকল্প ? (Post Office Scheme MIS)
পোস্ট অফিসের এই প্রকল্পের অধীনে ১০০ বা ১০০০-এর গুনিতকে বিনিয়োগ করতে পারবেন আমানতকারী। তবে এই বিষয়ে একটা শর্ত রেখেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তি একা এই প্রকল্পে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা রাখতে পারবেন। যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হলে এই প্রকল্পে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখা যাবে। এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ তিনজন জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন, এল আই সি এর নতুন বছরের প্লান সুদের হার ৮.৫০%
ম্যাচুরিটির মেয়াদকাল (Maturity period is 5 years)
এই প্রকল্পে ম্যাচুরিটির মেয়াদকাল ৫ বছর। তবে গ্রাহক চাইলে স্কিমের মেয়াদ এক বছর না হলে টাকা তুলতে পারবেন না। এ ছাড়াও আমানতকারী বিনিয়োগের ১ থেকে ৩ বছরের মধ্যে টাকা তুললে মূলধনের ২ শতাংশ কাটা হবে। যদি কোনও কারণে আমানতকারী ৩ থেকে ৫ বছরের মধ্যে টাকা তুলতে চান তাহলে মূলধনের ১ শতাংশ কেটে নেবে পোস্ট অফিস কর্তৃপক্ষ।
আরও পড়ুন, বেশি সুদ দেওয়া দেশের মধ্যে সেরা সরকারী প্রকল্পের সুদের হার সহ লিস্ট
কেউ পোস্ট অফিসের (Post Office MIS Scheme) প্রকল্পে ৫০,০০০ টাকা রাখলে প্রতি মাসে ২৭৫ টাকা পাবেন তিনি। প্রতি বছর সেই হিসাবে সুদ আসবে ৩৩০০টাকা। ৫ বছর এই স্কিমে টাকা না তুললে কোনও ব্যক্তি সুদ পাবেন ১৬,৫০০ টাকা।একইভাবে কোনও আমানতকারী এই প্রকল্পে ৪.৭৫ লক্ষ টাকা রাখলে সেই থেকে তিনি প্রতি বছর সুদ পাবেন ২৯,৭০০টাকা। প্রতি মাসে সুদ হিসাবে তাঁর ঘরে ঢুকবে ২৪৭৫ টাকা। পাঁচ বছর সেই টাকা রাখলে বিনিয়োগকারী কেবল সুদ পাবেন, ১,৪৮,৫০০ টাকা। আর এই টাকা প্রতিমাসে রেকারিং করে রাখলে আরো সুদ যুক্ত হবে প্রায় ৫০০০০ টাকা অর্থাৎ মাত্র পাঁচ বছরে দেড় গুনেরও বেশি টাকা পাবেন। যেটা অন্য কোনও প্রকল্পে পাবেন না।