Post Office Scheme -তে অ্যাকাউন্ট খুলতে গেলে কত চার্জ লাগবে, জেনে নিন
বর্তমানে ব্যাংক বা পোষ্ট অফিসে টাকা রাখা সাধারন মানুষের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে (Post Office Scheme)। একদিকে কমছে সুদের হার, অন্যদিকে বাড়ছে বিভিন্ন চার্জ। আর এই মুহূর্তে সকলের ভরসার জায়গা পোষ্ট অফিসেও নতুন নতুন চার্জ চালু হচ্ছে।
নতুন বছরে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া বা তোলার ক্ষেত্রে যেমন নয়া নিয়ম চালু (Post Office Scheme) করা হয়েছিল গ্রাহকদের উদ্দেশ্যে (IPPB)। এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB -তে অ্যাকাউন্ট খোলার জন্য দিতে হবে নির্দিষ্ট চার্জ।
প্রসঙ্গত, নতুন বছরে ব্যাঙ্ক থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি প্রায় সকল ক্ষেত্রেই বদল করা হয়েছে অনেক পুরনো নিয়মের (IPPB)। ১ জানুয়ারি থেকে IPPB -তে টাকা টাকা রাখার সাথে সাথে ১০,০০০ টাকার অঙ্কের বেশি সেভিংস অ্যাকাউন্টে রাখা হলে আমানতকারীকে বাড়তি চার্জ দেওয়ার নয়া নিয়ম চালু করা হয়েছে (Post Office Scheme)।
পাশাপাশি সেভিংস অ্যাকাউন্ট ছাড়া কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৪ বার ২৫,০০০ টাকা করে তুলতে গেলে, তাতে লাগবে না চার্জ। তবে তার বেশি টাকা তোলার ওপর দিতে হবে ২৫ টাকা বাড়তি চার্জ। কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে ১০,০০০ টাকা জমার ক্ষেত্রে দিতে হবে না কোনও চার্জ। তবে তার বেশি অঙ্কের টাকা ডিপোজিট করার ওপর ০.৫০% চার্জ দিতে হবে।
প্রতিদিন মাত্র ৮ টাকা জমিয়ে ১৭ লাখ টাকা রিটার্ন দিচ্ছে এলআইসি
এবার আবারও গ্রাহকদের উদ্দেশ্যে নতুন সিদ্ধান্ত নিল ডাক বিভাগ (IPPB)। পূর্বে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দিতে হত না কোনও চার্জ। তবে নয়া নিয়মে পরিবর্তন (Post Office Scheme) আনা হল। এই অ্যাকাউন্টগুলিকে ‘প্রি- প্রাইসড প্রিমিয়াম অ্যাকাউন্ট’ ও বলা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার থেকে IPPB -তে অ্যাকাউন্ট খুলতে গেলে দিতে হবে আলাদা টাকা। কত টাকা দিতে হবে তা একনজরে দেখে নিন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে নূন্যতম ১ লাখ টাকার অ্যাকাউন্টধারীরা ২.২৫% পর্যন্ত সুদের হার পাবেন (IPPB)। এছাড়া ১ লাখ টাকার ওপর অর্থাৎ ২ লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করা অ্যাকাউন্টধারীরা ২.৫০% সুদের হার পেয়ে যাবেন। এছাড়া নতুন নিয়মে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে দিতে হবে ১৪৯ টাকা চার্জ।
Written By Manika Basak
একবার বিনিয়োগ করলে তিন পুরুষ বসে খাবে। এমন সুযোগ আর পাবেন না।