Post Office Scheme : নতুন বছরটা সঞ্চয় দিয়ে শুরু করুন, ভবিষ্যৎ গড়তে সেরা বিনিয়োগ পলিসি।
পোষ্ট অফিসে বিনিয়োগ (Post Office Scheme) মানেই ১০০% নিরাপত্তা আর সেই সাথে বেশি রিটার্ন পাওয়ার নিশ্চয়তা রয়েছে। আর আপনি যদি আপনার বিনিয়োগ একটু বুঝে শুনে বিনিয়োগ করেন তবে তো সোনায় সোহাগা। ইন্টারনেটের অনেক বিজ্ঞাপনে অনেক গালভরা রঙ্গীন প্রতিশ্রুতি এবং অফার পেতে পারেন। কিন্তু সেই টাকা ম্যাচুয়ার্ড হওয়ার আগে পর্যন্ত কোম্পানী থাকবে কিনা তার গ্যারান্টি কে দেবে। অন্যদিকে বিভিন্ন সরকারী প্রকল্পে টাকা রেখে নিশ্চিন্তে থাকতে পারেন। আর যাই হোক তাহা আপনার মার যাবে না।
তবে সব প্রকল্পে সুদের হার এক নয়। তাই কোনটি আপনার জন্য ভালো সেটা বুঝে ইনভেস্ট করতে হবে। আর আমাদের অর্থনৈতিক বিভাগে সেই রকম সমস্ত আর্টিকেল পাবেন, আপনার আয়, সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী কোন বিনিয়োগটি আপনার জন্য প্রযোজ্য। আর এমনই একটি স্কীম নিয়ে আলোচনা করা হবে। মাত্র এক হাজার টাকা করে বিনিয়োগ করে দেখতে পারেন, নিশ্চিত রূপে পোষ্ট অফিসে, ব্যাঙ্কের চেয়ে অনেক বেশি রিটার্ন পাবেন (Post Office Scheme)।
Post Office Scheme:
পোস্ট অফিসে রয়েছে একাধিক বিনিয়োগের প্রকল্প। যারা অল্প দিয়ে শুরু করতে চান তাদের জন্য বেশী সুদ দেয় এরকম সবচেয়ে সেরা প্রকল্প হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Scheme Monthly Income Scheme)। এর একাধিক সুবিধা রয়েছে। এছাড়াও ভবিষ্যতে সুদের হার কমলেও আপনার প্রতিশ্রুতি মতো রিটার্ন ই আপনি পাবেন।।
এই স্কীমের সুবিধাঃ
আপনার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন। যারা সবে চাকরী পেয়েছেন। কিম্বা দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে চান। তবে কোনও রকম ঝুকি না নিয়ে ব্যাঙ্কের চেয়ে বেশী সুদ পেতে চান। তাদের জন্য এর চেয়ে ভালো স্কীম আর হতে পারে না। এছাড়াও সরকারী সংস্থা বলে টাকা মার যাওয়ার কোন টেনশন নেই। এই স্কীমের সুধের হার একই থাকবে। অর্থাৎ বিনিয়োগের প্রথম দিনই আপনি জেনে যাবেন কত টাকা কিভাবে রাখলে আপনি কত টাকা পাবেন। এছাড়াও আপনি চাইলে এক পোষ্ট অফিস থেকে অন্য শাখায় ট্রান্সফার করতে পারেন। এই স্কীমে বিনিয়োগ করতে কোনও টিডিএস কাটে না।
কিভাবে বিনিয়োগ করলে বেশী লাভ?
যদি আপনি ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান, তা হলে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Scheme Monthly Income Scheme) প্রকল্পে মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী বেশী ও বিনিয়োগ করতে পারেন।
এই স্কীমে একজন সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং জয়েন্ট অ্য়াকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। মানে স্বামী-স্ত্রী মিলে ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন।
এই স্কিম (Post Office Scheme Monthly Income Scheme) প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষদের জন্যও খুবই লাভজনক। এর পাশাপাশি আপনি নাবালকদের জন্যও টাকা জমা রাখতে পারেন। তবে তেমন অ্য়াকাউন্টে ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। এই স্কিমে টাকা রাখার জন্য পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ফর্ম ভরার সময় আপনার পরিচয়পত্র, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের দু’টো ছবি লাগবে। এছাড়াও একজন নমিনিও লাগবে, তারজন্য নমিনি ফর্ম ফিলাপ করতে হবে।
আরও পড়ুন, এই স্কীমে টাকা রাখলে দেখতে দেখতে দ্বিগুন হবে, পড়তে ক্লিক করুন
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)
এই প্রকল্পটি ৫ বছরের স্কীম। আপনি চাইলে এর সীমা বাড়াতে বা কমাতে পারেন। অর্থাৎ চাইলে ২ বছর পর টাকা তুলে নিতে পারেন। আবার ৫ বছর পর আরো ৫ বছর করে মেয়াদ বাড়াতে পারেন। তবে আপনি সময়ের আগে টাকা তুলে নিলে আপনার জরিমানা হবে। এই স্কীমে এক বছরের আগে টাকা তোলার নিয়ম নেই। ৩ বছরের আগে তুলে নিলে আসলের ২ শতাংশ জরিমানা দিতে হবে। ৩ থেকে ৫ বছরের ভেতরে তুললে আসলের ১ শতাংশ কাটা হবে। অর্থাৎ আপনার সামর্থ্য মতো আপনি বিনিয়োগ করতে পারেন।