Post Office Scheme – এবার খুব সহজ পদ্ধতিতে সেরে নিন পোস্ট অফিসের কাজ ও ঘরে বসেই।
Post Office Scheme – ডিজিটাল যুগে অনলাইনে টাকা পয়সার লেনদেন এবং ব্যাঙ্কিং পরিষেবা বহুগুনে বেড়েছে। আজকাল ব্যাংকের দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে, বরং ইন্টারনেট ব্যাঙ্কিং কিম্বা App এর মাধ্যমেই টাকা পয়সার লেনদেন করতে বেশী সাচ্ছন্দ বোধ করেন। অনলাইন শপিং সাইট থেকে জিনিস কেনা বা মানিব্যাগের টাকা না দিয়ে বরং একটি স্ক্যান করেই টাকা পয়সা পেমেন্ট করা সবচেয়ে সহজ।
আর আজকাল আমরা প্রায় সকলেই অনলাইনে ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট-এর সঙ্গে যুক্ত। ঘরে বসেই সমস্ত রকমের পেমেন্টস করেনি। কিন্তু পোস্ট অফিসের কাজের ক্ষেত্রে অনলাইন শব্দটি বিরল বলেই চলে। যার কারনে পোষ্ট অফিসে ভীড় যেমন বেশী, তেমনি কাজ ও স্লো। আর তাই এবার পোষ্ট অফিসের পরিষেবা আরো আধুনিক এবং ডিজিটালাইজ করতে আরেকটি পদক্ষেপ গ্রহন কেন্দ্র সরকারের। এবার ঘরে বসেই একাধিক পরিষেবা অনলাইনেই সেরে ফেলতে পারবেন (Post Office Scheme)।
কিভাবে ডিজিটাল পরিষেবা নেবেন?
এক্ষেত্রে, ডিজিটাল পেমেন্ট করার জন্য, একটি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) এ সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। IPPB এর মাধ্যমে একটি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন (Post Office Scheme)। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। IPPB মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার রেকারিং ডিপোজিট (RD), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে (SSA) টাকা স্থানান্তর করতে পারবেন।
পোস্ট অফিসে যেসমস্ত সেভিং স্কিমস (Post Office Scheme) আছে, তার মধ্যে রেকারিং ডিপোজিট (RD), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) প্রভৃতি পোস্ট অফিস সেভিং ডিপোজিট স্কিমের সুপরিচিত উদাহরণ। আইনের 80C ধরা অনুসারে স্কিমগুলির বেশিরভাগেই আয়করের অধীনে কর ছাড় পাবেন।
তবে একাউন্ট খোলার সর্বপ্রথমে জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়ে আপনার একাউন্ট খুলতে হবে। তারপর ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) এর জন্য আবেদন করতে হবে। একবার IIPB একাউন্ট খুলে গেলেই আপনি সব কাজ অনলাইন মারফত করতে পারবেন। Post Office Scheme
IPPB এর মাধ্যমে স্থানান্তরিত করবেন কি করে?
১. সর্বপ্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে IPPB অ্যাকাউন্টের লিঙ্ক করে টাকা যোগ করুন।
২. এরপর অপসন থেকে DOP প্রোডাক্টসে যান।
৩. PPF বা সুকান্যা সমৃদ্ধির মধ্যে যেটা প্রযোজ্য, সেটা বেছে নিন। (Post Office Scheme)
৪. সেখানে বক্সে অ্যাকাউন্ট নম্বর এবং DOP কাস্টমার আইডি দিন।
৫. ইনস্টলমেন্টের পরিমাণ বেছে নিন। এভাবেই নিজের রেকারিং, বা পিপিএফ এর টাকা জমা দিতে পারবেন। Post Office Scheme
আর পড়ুন, পোষ্ট অফিসের সেরা স্কীম, মাত্র এক হাজার টাকায় কেল্লাফতে
পোষ্ট অফিসের বিভিন্ন স্কীমের সুদের হার (Post Office Scheme)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) চতুর্থ ত্রৈমাসিকে ৭.১% বার্ষিক সুদ দেবে। অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে ৭.৬% সুদ পাবেন। অন্যদিকে 2021 – 22 অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিক পোস্ট অফিস স্কিমগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রক গত ৩১শে ডিসেম্বর, ২০২১ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।