Post Office Scheme – পোষ্ট অফিসের পরিষেবা নিয়ে বাজেটে বড় ঘোষণা, জেনে নিন কি কি সুবিধা পাবেন।
Post office Scheme: যাদের পোস্ট অফিসে একাউন্ট আছে, বা যারা একাউন্ট করবেন বলে ভাবছেন, তাদের জন্য বড় খবর। আপনিও যদি পোস্ট অফিসে টাকা জমা করেন, তাহলে জেনে নিন এই গুরুত্বপূর্ণ খবর। এবারের বাজেটে পোষ্ট অফিস নিয়ে একাধিক ঘোষণা করা হয়েছে। যাতে সুবিধা হবে কোটি কোটি গ্রাহকের।
এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, 2022 সালে 1.5 লক্ষ পোস্ট অফিসকে (Post Office Scheme) কোর ব্যাঙ্কিং (Core Banking system) ব্যবস্থার অধীনে আনা হবে। যারফলে পোস্ট অফিস পরিষেবাতে ব্যাপক পরিবর্তন। কোটি-কোটি গ্রাহক এর সুবিধা পাবেন। কোর ব্যাঙ্কিং (CBS) হলো, ব্যাঙ্কিং এর এক সরল প্রক্রিয়া যা, প্রত্যেক ব্যাংকের সাথে প্রত্যেক ব্যাংক কে লিঙ্ক করে, অর্থাৎ আপনি এক শাখা থেকে অন্য শাখার কাজ করতে পারবেন।
এর পাশাপাশি পোস্ট অফিসগুলির (Post Office Scheme) অ্যাকাউন্ট হোল্ডারদের নেট ব্যাঙ্কিং, কোর ব্যাঙ্কিং ও এটিএম-এর সুবিধা দেওয়া হবে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডাররাও তাদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারবেন। যার ফলে চেক ক্লিয়ারেন্স নিয়ে বৃথা সময় নষ্ট হবে না।
সরকারের এই ঘোষণার পর নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম-এর মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাকসেসের অনুমতি পাওয়া যাবে। এছাড়াও পোস্ট অফিস (Post Office Scheme) অ্যাকাউন্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে অনলাইনে টাকা ট্রান্সফার করা যাবে।
এছাড়াও এদিন অর্থমন্ত্রী জানান, নতুন যুগের কথা মাথায় রেখে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হবে দেশে। কম খরচে ডিজিটাল ব্যাঙ্কিং প্রচারে কাজ করা হবে। এর পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। 2022 সালে 1.5 লক্ষ পোস্ট অফিস 100 শতাংশ কোর ব্যাঙ্কিং (CBS) ব্যবস্থার আওতায় আনা হবে (Post Office Scheme )। যা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম-এর মাধ্যমে অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস দেবে।
পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে Post Office এর অ্যাকাউন্টগুলির মধ্যে অনলাইন লেনদেনের সুবিধা দেবে। পোস্ট অফিসের (Post Office Scheme) এই অনলাইন লেনদেনের মাধ্যমে প্রবীণ নাগরিকরা সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষও সরাসরি মোবাইল ব্যাঙ্কিংয়ের সঙ্গেও যুক্ত হতে পারবেন।
অর্থাৎ, এমনিতেই পোষ্ট অফিসে সুদের হার তুলনামূলক ভাবে বেশী থাকে। আর সুরক্ষা ও বেশী। শুধুমাত্র খামতি ছিলো, অনলাইন পরিষেবার কমতি থাকায়। আর এবার ব্যাংকের পূর্ণ পরিষেবা মিলবে পোষ্ট অফিসে। যার ফলে বেশী সুদের সাথে বেশী পরিষেবা ও মিলবে।
আরও পড়ুন, সাবধান, ভুলেও গুগলে সার্চ করবেন না এই পাঁচটি জিনিস
যদিও গ্রাহকদের অভিযোগ আছে, পোষ্ট অফিসে ঢিলেমি দিয়ে কাজ হয়। এই ব্যাপারে কি আপনি সহমত পোষণ করেন? পোষ্ট অফিসে কি আরেকটু দ্রুততার সহিত কাজ হওয়া উচিৎ? নিচে কমেন্ট করে জানাতে পারেন।
জীবনে মাত্র একবার টাকা জমা দিয়ে পান সারা জীবন প্রতিমাসের ১২০০০ টাকা