Post Office Scheme – মাত্র ৮ হাজার টাকা জমা করেই মিলবে ৭ লক্ষ টাকা।
Post Office Scheme – নতুন বাজেটে অনেক আশা ভরসা ছিলো, কিন্তু ফলশ্রুতিতে প্রতিবারের মতোই নিরাশ হওয়ার খবর। শুধুমাত্র পোষ্ট অফিসের পরিষেবা উন্নত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আপনি যদি বিনিয়োগ করে সুরক্ষিতভাবে ভালো রিটার্ন পেতে চান, তবে পোষ্ট অফিসের বিকল্প কিছু হতে পারে না।
যদিও বর্তমান বাজারে বিনিয়োগকারীদের জন্য অনেক বিকল্প রয়েছে। অনলাইনের হাজার একটা পথ রয়েছে। কিন্তু টাকা পাওয়ার গ্যারান্টি কই? তাই, অনলাইন কিম্বা প্রাইভেট সংস্থায় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির একটা ব্যাপার থেকেই যায়। কিন্তু পোষ্ট অফিসে বিনিয়োগ (Post Office Scheme) করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
নতুন বাজেটের পর পোষ্ট অফিসের এই স্কীমে (Post Office Scheme) বিনিয়োগ করলে আপনি সবচেয়ে বেশী লাভবান হবেন। ইতিমধ্যেই পোস্ট অফিস বিভিন্ন রকমের স্কিমও নিয়ে আসছে সব বয়সের গ্রাহকদের জন্য। যার জন্য বিভিন্ন বিকল্পের মাঝেও পোস্ট অফিসের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। যার জেরেই বিনিয়োগ করার আগে পোষ্ট অফিসের কোন স্কীমে কেমন রিটার্ন দেয়, এটা অবশ্যই খোজ নিয়ে তারপর বিনিয়োগ করবেন।
কোন প্রকল্পে বিনিয়োগে লাভ বেশীঃ
পোষ্ট অফিসের অনেক স্কীমের (Post Office Scheme) মধ্যে বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং পাশাপাশি তা ভালো রিটার্নও দেয়। এই স্কিমটি সরকারের গ্যারান্টি স্কিমের সাথে আসে। এখানে কোনো সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই। যে কারণে বিনিয়োগকারীরা তাঁদের প্রয়োজন মত বিনিয়োগ এখানে করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ পাঁচ বছরের জন্য করা গেলেও পরে তা আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
অন্যদিকে রেকারিং ডিপোজিট স্কিমে ৭.৪% হারে সুদ পাওয়া যায়। এছাড়াও, এই স্কিমে ৬০ বছর ধরে বিনিয়োগ করা যায়। পাশাপাশি, ডিফেন্সের কর্মচারীরা এখানে ৫০ বছর বয়সে এবং অন্যান্যরা ৫৫ বছর বয়সেও বিনিয়োগ করতে পারেন। Post Office Scheme
আপনি যদি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমে প্রতি মাসে ৮,৩৩৪ টাকা জমা করেন, তাহলে আপনি ৫ বছর পর ম্যাচিউরিটিতে ৭ লক্ষ টাকা ফেরত পাবেন। এখানে সুদের পরিমান থাকে ৭.৪%। যেই কারণে মেয়াদ শেষে এককালীন ৭ লক্ষেরও বেশি টাকা পাবেন বিনিয়োগকারীরা। Post Office Scheme
কিন্তু আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন তবে, পোষ্ট অফিসের সাধারন রেকারিং ডিপোজিট আপনার জন্য সবচেয়ে ভালো। এবার আপনিই চিন্তা করবেন, কোন স্কীমে টাকা রাখবেন। অর্থনৈতিক আরও আর্টিকেল পড়তে নিচের লিঙ্ক গুলো প্রেস করুন।
আরও পড়ুন, ফেব্রুয়ারীর মধ্যে এই কাজটি না করলে ফ্রিজ হয়ে যাবে ব্যাংক একাউন্ট, রিজার্ভ
জীবনে মাত্র একবার টাকা জমা দিয়ে পান সারা জীবন প্রতিমাসের ১২০০০ টাকা
পোষ্ট অফিসে এককালীন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন লাখ লাখ টাকা, নতুন বছরের সেরা স্কীম