জানেন কি, পোষ্ট অফিসের অ্যাকাউন্টে (Post Office Savings Account) কত চার্জ গুনতে হয়?
বর্তমানে অধিকাংশ দেশবাসীর ব্যাংক একাউন্ট রয়েছে। Post Office Savings Account, ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে বহু স্কিমে অধিকাংশ দেশবাসী ব্যাংকে টাকা বিনিয়োগ করেন। একটা সেভিংস একাউন্ট এই মুহূর্তে প্রায় সকলেরই রয়েছে। তার কারণ, এই সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) এর মাধ্যমে নিয়মিত টাকা সঞ্চয় এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দরকারে টাকা তুলেও নেওয়া যায়।
ব্যাংকে যেরকম সেভিংস একাউন্ট করা যায়, ঠিক সেই ভাবে পোস্ট অফিস সেভিংস একাউন্ট ও (Post Office Savings Account) খোলা যেতে পারে। তবে সেক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস একাউন্ট এ বিভিন্ন পরিষেবা নিতে গেলে বিভিন্ন ধরনের চার্জ গুনতে হয়। কেন্দ্রের মোদি সরকারের আমলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের পরিষেবা নিতে গিয়ে একের পর এক চার্জ গুণতে হচ্ছে। সে আধার আপডেট হোক, প্যান- আধার লিঙ্ক করাই হোক, এবার আবার জানা যাচ্ছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যা করতে যাবেন, তার জন্য একটি নির্দিষ্ট চার্জ দিতেই হবে।
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Account) দেশের যেকোনো নাগরিক খুলতে পারেন। সেক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে জমা রাখতেই হবে। এবার জেনে নেওয়া যাক, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যাবে:
কি কি সুবিধা পাবেন?
চেক বই
মোবাইল ব্যাংকিং, ই ব্যাংকিং
অটল পেনশন যোজনা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা
প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা প্রকল্প
আধার লিঙ্কিং।
কত চার্জ লাগবে?
এবার দেখে নেওয়া যাক, পোস্ট অফিস সেভিংস একাউন্টে কোন কোন ক্ষেত্রে কত চার্জ দিতে হবে:
পোস্ট অফিসে সেভিংস একাউন্ট (POSA) খুললে সেখানে ন্যূনতম ৫০০ টাকা জমা রাখতে হবে। যদি ৫০০ টাকার কম থাকে তাহলে পরবর্তীতে জরিমানা বাবদ ৫০ টাকা কেটে নেওয়া হবে। একাউন্টে টাকা না থাকলে অটোমেটিক বাতিল হয়ে যাবে।
কম খরচে আনলিমিটেড কলিং ও ইন্টারনেট সুবিধাযুক্ত 5 টি সেরা রিচার্জ প্ল্যান।
প্রতিটি চেক বইয়ের ১০টি পাতা পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাবে। তারপর থেকে প্রতিপাতা পিছু ২ টাকা করে চার্জ দিতে হবে। এক বছর সময়সীমার মধ্যে।
একাউন্টে মনোনীত ব্যক্তির নাম পরিবর্তন বা বাতিল করতে গেলে ৫০ টাকা চার্জ দিতে হবে।
ডুবলিকেট পাসবুক (Duplicate Passbook) ইস্যু করতে গেলে ৫০ টাকা চার্জ গুনতে হবে।
Fixed Deposit এ সুদের হার বৃদ্ধি, 9.5% সুদ পাবেন এই স্কিমে টাকা রাখলে।
অ্যাকাউন্ট স্টেটমেন্ট (Account Statement) ইস্যু করতে গেলে ২০ টাকা চার্জ দিতে হবে।
চেকবুকের অপব্যবহার করলে ১০০ টাকা চার্জ দিতে হবে।
অ্যাকাউন্ট স্থানান্তর এবং বন্ধক রাখতে গেলে ১০০ টাকা করে চার্জ দিতে হবে।
Written by Rajib Ghosh.