Post Office Online Banking – ঘরে বসেই অনলাইনে খুলুন পোস্ট অফিসের একাউন্ট এবং লেনদেন করুন।
পোষ্ট অফিসে বিনিয়োগ মানেই সুরক্ষা এবং বেশী সুদের প্রতিশ্রুতি (Post Office Online Banking)। আর সমস্ত স্কীমই যেহেতু সরকারী তাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। তবে কাজ ধীর গতিতে হওয়ার কারনে অনেকেই পোষ্ট অফিসে আসতে চান না। কিন্তু সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো ইন্ডিয়ান পোস্ট অফিস। এবার থেকে বাড়িতে বসেই পোষ্ট অফিসের যাবতীয় কাজ করতে পারবেন।
RD Scheme : পোস্ট অফিস নিয়ে আসলো সবচেয়ে কম ঝুঁকি সাপেক্ষ স্কীম। কম বিনিয়োগে বেশি লাভ (RD Recurring)। দেখে নিন কিভাবে বিনিয়োগ করবেন। Post Office Online Banking
এখন ঘরে বসে ব্যাংকের অন্যান্য কাজের সাথে পোস্ট অফিসের কাজও করা খুব সহজ। বর্তমানে সুদের হার প্রায় সব জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে। তাই যারা কোনো জায়গায় বিনিয়োগ করার কথা ভাবছেন আজকের প্রতিবেদনটি বিশেষভাবে তাদের জন্য। টাকা জমানোর ক্ষেত্রে বা ভবিষ্যতের জন্য অনেকেই পোস্ট অফিসকে তালিকার প্রথম স্থানে রাখেন। কারণ পোস্ট অফিসে টাকা রাখা অন্যান্য জায়গায় থেকে তুলনমূলকভাবে কম ঝুঁকি সাপেক্ষ (RD Scheme)।
RD Scheme ( Recurring Deposit Scheme) হলো পোস্ট অফিসের একটি অন্যতম খুব ভালো বিকল্প গুলির মধ্যে একটি এবং অত্যন্ত কম ঝুঁকি সম্পন্ন। এই বিকল্পে বিনিয়োগকারীরা মেয়াদে নমনীয়তার পাশাপাশি রিটার্নের নিশ্চয়তাও পাবেন। রেকারিং ডিপোজিটে (Post Office Online Banking) অর্থ বিনিয়োগ বেতনভোগী শ্রেণীর জন্য এই বিকল্পটি খুবই সুবিধাজনক কারণ এই স্কিমে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন হয় না। মাসিক কিস্তির (Monthly Payment) দ্বারা এই স্কীমে লগ্নি করার সুবিধা রয়েছে। কিন্তু কিভাবে করবেন? জেনে নিন বিস্তারিত।
নেট ব্যাংকিং এর দ্বারাই ঘরে বসে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সিমের অন্তর্ভুক্ত হতে :
1. ভারতীয় পোস্টের ডিওপি ই-ব্যাঙ্কিং (DoP eBanking) ebanking.indiapost.gov পোর্টালে যান।
2. এই পোর্টালে যথাযথ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে রেজিস্টার্ড নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন। Post Office Online Banking
3. লগ ইন করার পর একটি পেজ আসবে যেখানে নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে ড্যাশবোর্ড সেকশন দেখাবে। এই বিভাগের নিচে থাকা জেনারেল সার্ভিসেস (General Services) বিকল্পটি বেছে নিন। Post Office Online Banking
4. Service request’ ট্যাবে ক্লিক করার পর একটি ড্রপ ডাউন মেনু আসবে। যেখানে ‘New Request’ অপশনটি সিলেক্ট করুন এবং ওয়েবসাইটের পেজে থাকা ‘Request Type’ থেকে ‘RD Accounts – Open an RD Account’ অপশনটি বেছে নিন। Post Office Online Banking
5. এবার স্ক্রীনে একটি ফর্ম আসবে। সেখানে সকল বিষয়গুলি ( কিস্তির পরিমাণ, সময়কাল) পূরণ করুন।
6. এরপর অনলাইন সাবমিশন (Online Submission) অপশনটি ক্লিক করুন। তারপর প্রিভিউ অর্থাৎ তথ্য সঠিক কিনা একবার দেখে নিয়ে কনফর্ম করে দিন। Post Office Online Banking
এই নিয়ম মেনে বিনিয়োগ করলে পাবেন অল্প বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা
গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে সকলে রসিদ ডাউনলোড করে প্রিন্ট করে বা পিডিএফ ফরম্যাটেও নিজের কাছে রাখবেন। এই রসিদ টি ভবিষ্যতে কাজে লাগবে। Post Office Online Banking আপনাদের এই বিকল্পের বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, এরকমই আরও অনেক সচেতনতামূলক প্রতিবেদন পড়তে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
31শে মার্সের মধ্যে এলআইসি পুরোনো পলিসিতে প্রিমিয়াম দিলেই 2 হাজার টাকা ছাড়