উপার্জন যতই করুন, সঞ্চয় বা বিনিয়োগ (Post Office MIS Scheme) করতেই হবে। আর সঞ্চয়ের কথা উঠলেই প্রথমেই যে বিষয়টি সামনে আসে, তা হলো, বিনিয়োগ করা টাকার নিরাপত্তা। কারণ বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এমনকি ছোটখাটো ব্যাংকেও টাকা জমা দেওয়ার পরে বহু মানুষ প্রতারিত হয়েছেন। বিশেষ করে চিটফান্ডে একটু বেশি সুদের আশায় যে সমস্ত মানুষেরা টাকা জমা দিয়েছিলেন, তার মধ্যে বহু মানুষ এখনও পর্যন্ত টাকা ফেরত পাননি।
ফলে প্রথমেই ঝুঁকিহীন, নির্দিষ্ট মেয়াদ পূর্তির পরে রিটার্ন, নিরাপত্তার সঙ্গে সঞ্চয় প্রকল্পের খোঁজ করতে থাকেন সকলেই। আর এখানেই উঠে আসে পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্পের কথা (Post Office Savings Scheme) যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ পূর্তির পরে ভালো রিটার্ন (Post Office MIS Scheme) পেতে পারেন, আবার পাশাপাশি যে টাকা বিনিয়োগ করছেন তার নিরাপত্তা যথেষ্টই থাকছে।
পোস্ট অফিসের এরকমই একটি Post Office MIS Scheme নিয়ে জানানো হবে। যেখানে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। আপনি এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ১২৫০ টাকা করে ঢুকবে। আর নির্দিষ্ট মেয়াদ পূর্তির পরে আপনি সেই টাকা একসঙ্গেও তুলতে পারবেন। কোনো একটি স্কিম থেকে যদি প্রতিমাসে নিয়মিত আয় হতে থাকে, তাহলে সেই স্কিমটি যথেষ্ট লাভজনক। এবার জেনে নেওয়া যাক, পোস্ট অফিসের কোন স্কিম এটি:
Post Office MIS Scheme
পোস্ট অফিসের এই প্রকল্পটির নাম হলো, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম Post Office Monthly Income Scheme বা Post Office MIS Scheme.
এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যেহেতু এই স্কিমটি ইন্ডিয়া পোস্ট (India Post) এর মাধ্যমে পরিচালিত হয়, ফলে এখানে মানুষের টাকা ঝুঁকিহীন নিরাপদেই থাকে। এখানে কোনোভাবেই টাকা মার যাওয়ার আশঙ্কা থাকে না। দেশের যেকোনো নাগরিক একাউন্ট খুলতে পারেন।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে (POMIS) একাউন্ট খুলতে চাইলে সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা যায়। যদি যৌথ একাউন্ট খোলা হয়, তাহলে সে ক্ষেত্রে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। প্রতিমাসে যদি ১২৫০ টাকা করে আয় করতে চান এই স্কিম থেকে, তাহলে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS Scheme) এর কিছু বৈশিষ্ট্য:
সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ এটি। কারণ ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিসের বিভিন্ন স্কিম পরিচালনা করে। নির্দিষ্ট মেয়াদ পূর্তির পরে নির্দিষ্ট পরিমাণ টাকা একাউন্টে দেওয়া হয়।
POMIS- এর লক ইন পিরিয়ড ৫ বছর। ৫ বছর সময়কালের মধ্যে টাকা তুলতে পারবেন না। ৫ বছর পরে ফের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
যদি নির্দিষ্ট মেয়াদের আগেই টাকা তুলে নিতে চান বা অকাল প্রত্যাহার করতে চান, তাহলে পেনাল্টি ফি জমা দিতে হবে।
এই স্কিমের সুদের টাকা প্রতি মাসে নিয়মিত একাউন্টে দিয়ে দেওয়া হয়।
কারা POMIS Account খুলতে পারবেন:
যেকোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খুলতে পারবেন। ১০ বছরের মধ্যে সকলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ১০ বছরের নিচে কোনো নাবালকের নামে যদি একাউন্ট খুলতে হয়, তাহলে তার অভিভাবক সঙ্গে থেকে সেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিঙ্গল অ্যাকাউন্ট (Single Account Post Office MIS Scheme) আবার যৌথ অ্যাকাউন্ট (Joint Account) দুই ভাবেই খোলা যায়। যৌথ একাউন্টে সর্বোচ্চ তিনজনের নামে খোলা যেতে পারে।
আরও পড়ুন, ভারতে নিষিদ্ধ হলো KDM লোকাল সোনা, হলমার্ক ছাড়া সোনা কেনাবেচা করা যাবে না।
কি কি ডকুমেন্টস (Documents) লাগবে:
আবেদনপত্র।
পরিচয় পত্র (ভোটার কার্ড/ আধার কার্ড/ পাসপোর্ট)।
রেসিডেন্সিয়াল প্রমাণপত্র (ইলেকট্রিক বিল/ প্যান কার্ড/ পাসপোর্ট)।
পাসপোর্ট সাইজের ছবি।
বর্তমানে POMIS Scheme-এ ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। তবে কখনো এই সুদের তারতম্য ঘটতে পারে। Post Office MIS Scheme একাউন্ট খুলতে গেলে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট ডকুমেন্টগুলো জমা করতে হবে। যে টাকা বিনিয়োগ করতে চান সেই টাকার চেক বা Cash জমা করতে পারেন।
Written by Rajib Ghosh.
যা বিনিয়োগ করবেন তার 10 গুন ফেরত পাবেন, LIC এর বাম্পার পলিসি, জানলেই করতে মন চাইবে।