বর্তমানে ক্রমহ্রাসমান সুদের সময়ে পোস্ট অফিসের (Post Office) এই মাসিক যোজনায় (Post Office Investment Plan) আপনি সুদ ও পাবেন বেশি আর আপনার টাকাও থাকবে সুরক্ষিত। সব মিলিয়ে ৫ বছরের মেয়াদকাল রয়েছে এই স্কিমের। একবার মেয়াদ শেষ হলে ফের ৫ বছরের জন্য এই টাকা রাখার মেয়াদ বাড়াতে পারেন আমানতকারী। ৬.৬ শতাংশ সুদ পাবেন এই মাসিক আয়ের যোজনায় (Post Office MIS) এবং ট্যাক্স ছাড় রয়েছে যা আপনাকে সর্বাধিক ৮.৫০ টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে, যদি আপনি সেই টাকা আরেকটি মাসিক রেকারিং এ ইনভেস্ট করেন।
একবার অ্যাকাউন্টে ৪.৫ লক্ষ টাকা রাখলে ৫ বছর পর বছরে ২৯,৭০০ টাকা করে পাবেন বিনিয়োগকারী। প্রতি মাসে এই টাকা নিতে গেলে হাতে পাবেন ২৪৭৫ টাকা। ভাল মুনাফার পাশাপাশি সুরক্ষিত থাকবে আপনার মূলধন।সরকারি নিরাপত্তা থাকায় বিনিয়োগকারীর আমানতে নেই কোনও প্রতারণার ঝুঁকি। তাই অন্য কোথাও বিনিয়োগের আগে ভেবে দেখতে পারেন পোস্ট অফিসের (Post Office) অপশন। এই যোজনায় (Post Office Investment Plan) মাসে ২৪৭৫ টাকা ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের এই যোজনায় আপনার টাকা থাকবে সুরক্ষিত।
কীভাবে পাবেন ২৪৭৫ টাকা ?
পোস্ট অফিসে স্বামী-স্ত্রী মিলে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ৯ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এই স্কিমে (Post Office Investment Plan)। যার বছরে সুদ দাঁড়াচ্ছে ৬.৬ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে প্রতি বছর আপনি সুদ পাবেন ৫৯,৪০০ টাকা। তাহলে ১২ দিয়ে ভাগ করলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে ৪৯৫০ টাকা।সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ৪.৫ লক্ষ টাকা রাখলে বছরে সুদ পাবেন ২৯,৭০০টাকা। ৬.৬ শতাংশ সুদের হার অনুসারে এই টাকা পাবেন আমানতকারী। সেই অনুয়ায়ী প্রতি মাসে সুদ হিসাবে আমানতকারী পাবেন ২৪৭৫ টাকা।
পোষ্ট অফিসের নতুন স্কীম, মাত্র দশ হাজার দিলে লাখ টাকা পাবেন
কীভাবে Post Office Monthly Income Scheme-এ অ্যাকাউন্ট খুলবেন ?
এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অবশ্যই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি থাকতে হবে। মূলত, আইডি প্রুফ থাকলেই সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে পোস্ট অফিসে।এছাড়াও অ্যাকাউন্ট খুলতে দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে। প্রথমে সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনার Monthly Income Scheme-এ অ্যাকাউন্ট খুলতে ১০০০টাকা দিতে হবে। এর টাকা নগদে বা চেকে দিতে পারেন আমানতকারী।
আরও পড়ুন, LIC-তে রোজ মাত্র 29 টাকা, মেয়াদ শেষে হাতে আসবে ₹4 লাখ!