Post Office Interest Rate – অল্প অল্প করে জমিয়ে, টাকা দ্বিগুন করার, পোষ্ট অফিসের সেরা প্ল্যান।

Post Office Interest Rate – পোষ্ট অফিসে টাকা রাখলে দ্বিগুণ হবে, দেখে নিন কত টাকা থেকে রাখা যায়।

Post Office Interest Rate – দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সেই সাথে মানুষের রোজগার কমে যাওয়ায় সংসার চালানোর খরচ চালাতেই হিমসিম খেতে হয়, সেখানে বড় অঙ্কের সঞ্চয়ের কথা ভাবতেই পারেন না সাধারন মানুষ। কিন্তু জীবন ধারন এবং আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। তাই অল্প অল্প করে হলেও সকলেরই উচিৎ সঞ্চয় করা।

অন্যদিকে আপনার সঞ্চয় কোথায় করবেন, কোথায় করলে নিরাপদ এবং সেই সাথে ভালো সুদ পাওয়া যায়, এই দুটো দিকেও খেয়াল রাখা জরুরী। আর সেই দিক থেকেও পোষ্ট অফিস সবচেয়ে উপযোগী। আর পোষ্ট অফিসের একাধিক স্কীমের জন্য কোন স্কীমটি আপনার উপযোগী (Post Office Interest Rate) সেটাও বিবেচ্য বিষয়। তাই অল্প অল্প করে যারা জমিয়ে বড় অঙ্কের রিটার্ন পেতে চান, তাদের জন্য এই প্রতিবেদন।

বেশ কিছু বছর ধরে পোষ্ট অফিসে মানুষের যাওয়ার পরিমাণ প্রায় তলানিতে ঠেকেছে। কিন্তু সম্প্রতি সরকার ও পোষ্ট অফিস কতৃপক্ষ সেই ধারায় কিছুটা পরিবর্তন আনতে পেরেছে। অতিমারির আসার ফলে মানুষের হাতে টাকা কমেছে এবং তার সাথে বেড়েছে বাজারে ঝুঁকি। তাই পোষ্ট অফিস নিশ্চিত রিটার্ন (Post Office Interest Rate) এবং টাকার কোনো নির্দিষ্ট সীমা না থাকায় মানুষ আবার পোষ্ট অফিস মুখী হতে শুরু করেছে। পোষ্ট অফিসের স্কিমগুলি ১০০ টাকা দিয়ে যেমন খোলা যায় ১০০০ টাকা দিয়েও খোলা যায়।

কম বিনিয়োগে উচ্চ রিটার্ন

কৃষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)

পোষ্ট অফিসের জনপ্রিয় প্রকল্প কৃষাণ বিকাশ পত্র। এখানে আপনার সুদের হার প্রায় ৬.৯%। এখানে আপনাকে এই রিটার্ন দেওয়া (Post Office Interest Rate) হবে বন্ডের রিটার্ন পলিসির উপর অর্থাৎ ১০ বছর ৪ মাস অর্থ্যাৎ ১২৪ মাস পর। ১০০০টাকা দিয়েও শুরু করা যায় পরে গিয়ে সঞ্চিত অর্থের পরিমাণ আবার বাড়িয়ে নেওয়া যায়। আপনি এই এত বছরে যে পরিমাণ টাকা সুদের হারে পেলেন তাকে ৭২ দিয়ে ভাগ করলেই আপনার প্রাপ্য টাকা হয়ে যাবে অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে।

ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট

আবার অন্যদিকে ন্যাশানাল সেভিংস অ্যাকাউন্ট ও খুলতে পারেন পোষ্ট অফিসে। ১০০ টাকা দিয়েও খুলতে পারেন সেই অনুযায়ী আপনার সুদের হার (Post Office Interest Rate) হেরফের করবে।

আরও পড়ুন,  প্রতিদিন ১৫০ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ১০ লক্ষ টাকা

রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট

এই অ্যাকাউন্ট ৫.৩% শতাংশ রিটার্ন দেওয়া হবে। এখানেও টাকার কোনো সীমা নেই। তবে আপনাকে পাঁচ বছর প্রকল্পটি চালাতে হবে কিন্তু যদি আপনার দরকার পড়ে তিনবছরে অ্যাকাউন্টটি ভেঙেও দিতে পারেন। ত্রৈমাসিক হিসাবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। (Post Office Interest Rate)

উপরোক্ত স্কীম গুলো বহু বছর ধরেই জনপ্রিয়তা পেয়ে এসেছে। এবং সাধারন মধ্যবিত্তদের জন্য ভরসার জায়গা। তাই বিনিয়োগের আগে এই বিষয়ে ভাবতেই পারেন। এছাড়া আরও কয়েকটি স্কীমের বিবরণ নিচে রয়েছে, পড়তে ক্লিক করুন।

প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পান ১০ লাখ টাকা, পোষ্ট অফিসের নয়া স্কীম।

 সুদ বৃদ্ধির পর, পোষ্ট অফিসে বিভিন্ন স্কীমে সুদের হার দেখুন এক নজরে।

বার্ধক্যের দুশ্চিন্তা শেষ, মাত্র ১০ হাজার টাকা জমিয়ে প্রতিমাসে ৫০ হাজার

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment