আজকের দিনে পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করার নানান বিকল্প রয়েছে কিন্তু পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা স্কিমটি( Gram Surakhsha Scheme) অনান্য স্কিমের থেকে বিনিয়োগকারীদের তুলনামূলক বেশি রিটার্ন দিয়ে থাকে। বর্তমানে প্রত্যেক মানুষের কাছে আয়ের পাশাপাশি সঞ্চয়ের গুরুত্ব বাড়ছে। যথাযথ আয়ের শেষে সঠিক ভাবে সঞ্চয় না হলে ভবিষ্যতের দিন গুলিতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়, এটা সকলেরই জানা।
সরকারের তাগিদেই তাই সঞ্চয়ের পথ আরও সুগম করে পরিকল্পনায় যুক্ত হয়েছে পোস্ট অফিসের বিভিন্ন প্রকারের স্কিম অথবা প্রকল্প। বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান বা সংস্থানের চেয়েও উচ্চ সুদে বিনিয়োগকারীদের সঞ্চিত অর্থ ফেরত দিচ্ছে পোষ্ট অফিসের বেশ কিছু স্কিম। বলাবাহুল্য, ইতি মধ্যে প্রচুর বিনিয়োগকারী পোস্ট অফিসের স্কিম গুলোয় বিনিয়োগ করছেন, নিজেদের ভবিষ্যতের জন্য। আজকের এই প্রতিবেদনে, পোষ্ট অফিসের এমনই একটি দুর্দান্ত স্কিম “গ্রাম সুরক্ষা স্কিমটি( Gram Surakhsha Scheme)” নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Post Office Gram Surakhsha Scheme
পোষ্ট অফিসের দুর্দান্ত রিটার্ন এর সুবিধা প্রদানকারী স্কিম গুলির মধ্যে গ্রাম সুরক্ষা স্কিম( Gram Surakhsha Scheme) একটি অতি গুরুত্ব পূর্ণ একটি বিনিয়োগ পদ্ধতি। এই স্কিমে গ্রাহকরা স্বল্প বিনিয়োগের মাধ্যমে বা রেকারিং এর মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
গ্রাম সুরক্ষা স্কিমের (Gram Surakhsha Scheme) আওতাভুক্ত হতে গেলে বিনিয়োগকারীর বয়স 19 থেকে 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক। সেই সঙ্গে, ভারতীয় নাগরিক পরিচয়পত্র থাকা অত্যাবশ্যক।
ইনভেস্টমেন্টের পরিমাণ
বিনিয়োগকারীরা দৈনিক 50 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে। এই স্কিম ম্যাচুরিটির সময়ে প্রায় 31 লক্ষ টাকা থেকে শুরু করে 35 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে বিনিয়োগকারীকে।
তবে, নির্ধারিতভাবে এই স্কিমে বিনিয়োগের শুরু হওয়ার পর থেকে, বিনিয়োগকারীকে অন্ততপক্ষে 3 বছর এই স্কিমটিতে বিনিয়োগ করতে হবে। সেই হিসেবেই সিদ্ধান্ত বেছে নিতে হবে ইচ্ছুক বিনিয়োগকারীদের। নতুবা, কোনো প্রকার সুদ পাওয়া যাবে না। বিনিয়োগকৃত অর্থ অর্থাৎ সম্পূর্ণ আসল টাকাটাই আবার ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীকে। অপরদিকে, আসল মেয়াদ পর্যন্ত বিনিয়োগকারীরা যদি স্কিমে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন তবে 30 লাখ টাকা পর্যন্ত এককালীন রিটার্ন পেয়ে যাবেন তারা।
Gram Surakhsha Scheme থেকে কিভাবে 31 লক্ষ টাকা রিটার্ন পাবেন
এককালীন 31 থেকে 35 লক্ষ টাকার রিটার্ন পেতে, বিনিয়োগকারীকে 19 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে এই স্কিমে। সেই ক্ষেত্রে, মাসে 1515 টাকা করে জমা করতে হবে স্কিমটিতে। বিনিয়োগকারীর 55 বছর পূর্ণ হতেই প্রায় 31.60 লক্ষ টাকার রিটার্ন পেয়ে যাবেন। এই একই সময়ের মধ্যে এর থেকে বেশি রিটার্ন পেতে, বিনিয়োগকারীকে প্রতিমাসে বেশি টাকা করে বিনিয়োগ করতে হবে পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা স্কিমটিতে (Gram Surakhsha Scheme)।
অবশ্যই পড়ুন » রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন এই টাকা?