Post Office Child Plan : নতুন বছরের শুরুতে সন্তানের পড়াশোনা কিম্বা অন্য প্রয়োজনে স্বল্প মেয়াদী এবং কম অঙ্কের একটি বিনিয়োগের মাধ্যমে নিজের সন্তানের ভবিষ্যতের পরিকল্পনার শুভ সূচনা করুন।
সন্তানের পড়াশোনা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে বছরের শুরুতে পোষ্ট অফিসের এই প্লানে (Post Office Child Plan) বিনিয়োগ করলে বেশী সুদের সাথে নিশ্চিত রূপে ভালো অঙ্কের রিটার্ন পেতে পারেন (Post Office Scheme)। প্রতিমাসে কত বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন, সুদের হার কত, প্রভৃতি নিয়ে রইলো বিস্তারিত বিবরণ।
ধরুন আপনার যদি একটি সদ্যজাত সন্তান থাকে তবে ঠিক ৫ বছর পর যদি তাকে ভালো একটি স্কুলে ভর্তি করতে চান, তবে বড় অঙ্কের একটি ভর্তি ফী লাগবে, তারসাথে বই, ইউনিফর্ম, গাড়িভাড়া প্রভৃতি খরচ তো রয়েছেই। কিম্বা ধরুন আপনার সন্তান এখন ১০ বছরের কাছাকাছি বয়স তবে আগামী ৫, ৬ বছর পর কলেজে ভর্তি কিম্বা জয়েন্টের কোচিং কিম্বা চাকরীর প্রস্তুতির জন্য ভালো কোথাও ভর্তি হলে সেখানেও বড় অঙ্কের একটি টাকা লাগবে। এই ধরনের বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন যদি একটু একটু করে জমিয়ে ভালো একটা বিনিয়োগ করে ফেলেন তবে তখন আপনার পকেটে টান পড়বে না।
বিনিয়োগের আগে দুটি প্রশ্ন থাকে, যে কোথায় টাকা রাখবেন এবং কোন প্লানে কত শতাংশ সুদ পাবেন। এই সব সমস্যার সমাধান একমাত্র পোষ্ট অফিস করতে পারে। কারন প্রথমত কেন্দ্রীয় সরকারী সংস্থা বলে টাকা মার যাওয়ার ভয় নেই, আর দ্বিতীয়ত সুদ ব্যাঙ্কের চেয়ে বেশী। এবার দেখে নেওয়া যাক কোন প্ল্যানটি (Post Office Child Plan) আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালো।
কিভাবে টাকা জমাবেন?
আপনার আয় যদি সীমিত থাকে এবং কম টাকা দিয়ে যদি শুরু করতে চান তবে পোষ্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কীম আপনার জন্য সবচেয়ে ভালো। প্রতিদিন মাত্র ৬৭ টাকা অর্থাৎ মাসের ২ হাজার টাকা বিনিয়োগ করলে, ৫ বছরে আপনার সন্তান লাখপতি হয়ে যাবে। হিসাবটা দেখা যাক (Post Office Child Plan)।
আরও পড়ুন, সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ? অল্প আয়ে সংসার চালানোর কৌশল।
Post Office Recurring Deposit :
পোষ্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্পে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে হবে। মা বাবা সন্তানের অভিভাবক হিসেবে এই স্কিম (Post Office Child Plan) এ টাকা রাখতে পারেন। এই স্কিমে এখন বার্ষিক ৫.৮ শতাংশ (post office interest rate) সুদ পাওয়া যায়। যা সাধারণ সেভিংসের থেকে বেশি। এর পাশাপাশি প্রতি ৩ মাস অন্তর আপনি চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। অর্থাৎ ৩ মাস পর সেই সুদ আপনার আসল হিসাবে যুক্ত হবে, পরের মাসে সেই সুদের টাকার ও সুদ পাবেন।
হিসাবঃ
মাসে মাত্র ২ হাজার করে জমালে দিনপ্রতি হচ্ছে মাত্র ৬৭ টাকা। ৫ বছরে মোট আপনি রাখছেন, ১ লক্ষ ২০ হাজার টাকা। এবং ৫ বছর পর আপনি ম্যাচুয়ারিটি শেষে আপনি পাবেন প্রায় দেড় লাখ টাকার আশেপাশে। সেক্ষেত্রে এই টাকা আপনার সন্তানের জন্য ভালো একটি ইনভেস্টমেন্ট হবে (Post Office Child Plan)। আর যদি বিয়ের পরিকল্পনা থাকে তবে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা জমাতে পারেন।
যদি আপনার হটাত টাকার প্রয়োজন পড়ে তবে আপনি লোনের জন্য ও অ্যাপ্লাই করতে পারেন। এবং এছাড়া আপনি চাইলে ৩ বছর পর প্রিম্যাচুয়ারিটি অপশনে টাকা টুলে নিতে ও পারবেন। যদিও সেক্ষেত্রে আপনাকে কিছু চার্জ দিতে হবে। তবে সন্তানের ভবিষ্যতের জন্য কম অঙ্কের মধ্যে এই প্ল্যানটি সবচেয়ে ভালো। আপনার কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
আরও পড়ুন, দেখতে দেখতেই টাকা দ্বিগুন হবে, পোষ্ট অফিসের সেরা স্কীম