PNB Interest rates : মধ্যবিত্তদের জন্য বড়সড় ঝটকা, আবারও কমলো ব্যাংকের সুদের হার
মূল্যবৃদ্ধির জামানায় ফের কমলো ব্যাংকের সুদের হার (PNB Interest rates). পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, নির্দিষ্ট টাকার ওপর ব্যাঙ্ক গ্রাহকদের সুদের হার কমিয়ে আনা হয়েছে। যার ফলে আগে গ্রাহকেরা যেমন সুদ পেতেন সেরকম হারে আর সুদ পাওয়া যাবে না।
এ বছরের ১ এপ্রিল থেকে পোস্ট অফিসের SCSS, MIS, PPF -এর মতো স্কিমে সুদের টাকা নগদে তোলা যাবে না, টাকা জমা হবে সংশ্লিষ্ট সেভিংস একাউন্টে। আর যাদের একাউন্ট নেই বা আপডেট করা নেই তাদের একাউন্ট করে লিংক করতে বলা হয়েছিল। এমনই ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়া পোস্টের তরফে। এবার মধ্যবিত্তদের জন্য আবারও রইল বড়সড় ঝটকা। কমানো হল ব্যাঙ্কে সুদের হার (PNB Interest rates)।
৪ এপ্রিল, ২০২২ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি-তে কার্যকর হয়েছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী, ১০ লক্ষ টাকার কম ব্যালেন্স যুক্ত অ্যাকাউন্টে বছরে সুদের হার থাকবে ২.৭০ %। এর উপরে অর্থাৎ, ৫০০ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরে সুদের হার থাকবে ২.৭৫ %।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National bank) কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী Domestic Account এবং NRI Account-এর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে। পিএনবি-তে সুদের হার কমানোর ফলে সরাসরি সেই প্রভাব পড়বে মধ্যবিত্ত অর্থাৎ, ১০ লক্ষ টাকার কম ব্যালেন্স যুক্ত অ্যাকাউন্টধারীদের ওপর। আর সারা দেশের ৯৫% একাউন্টই ১০ লক্ষ টাকার নিচে রয়েছে।
সমস্ত ব্যাংক গ্রাহকদের সতর্ক করলো SBI, এই ভাবে টাকা খোয়ালে কেউ দায় নেবে না।
প্রসঙ্গত, এই নিয়ে মাত্র দু-মাসের মধ্যে দু-বার কমলো সুদের হারের পরিমাণ (PNB Interest rates)। যা মধ্যবিত্তদের সংসার চালানোর ক্ষেত্রে আবারও চিন্তায় ফেলতে পারে। বিশেষ করে সারা জীবন আয় করে বৃদ্ধ বয়সে যারা সুদের উপর ভর করেই সংসারের খরচ চালান।
তাই মূল্যবৃদ্ধির সময়ে ব্যাংকের এই সুদের হার কমানো (PNB Interest rates) এবং সমস্ত রকম চার্জ বাড়িয়ে দেওয়া ভালো চোখে দেখছেন না কেউই। আপনিও কি এর সাথে একমত? নিজস্ব কোনও মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবর জানতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written By Manika Basak
ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পোস্ট অফিসের সেরা স্কীম, অল্প করে জমিয়ে বড় রিটার্ন পান।