পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB Bank) গ্রাহকরা ব্যাংকের নির্দেশ না মানলে আর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। রিজার্ভ ব্যাংক বা RBI এর নির্দেশে একাউন্ট ডরমেট বা ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কতৃপক্ষ। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই তাদের এই সমস্যা শুরু হতে চলেছে।
PNB Bank এর গ্রাহকদের জরুরী নির্দেশঃ
যাদের PNB Bank এ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, আগামী মাস থেকে অ্যাকাউন্টে লেনদেন করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। PNB এর তরফে বলা হয়েছে, যারা এখনো পর্যন্ত KYC Update করেননি, তারাই অ্যাকাউন্টের লেনদেনে অসুবিধার সম্মুখীন হবেন। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী পিএনবির গ্রাহকদের কেওয়াইসি ১২ ডিসেম্বর ২০২২ এর মধ্যে আপডেট করতে হবে।
PNB Bank এর তরফে টুইটে বলা হয়েছে, ব্যাংকের গ্রাহকদের যদি ৩০/৯/২০২২ এর মধ্যে KYC Update করা বাকি থাকে তাহলে স্থানীয় শাখায় গিয়ে ১২/১২/২০২২ এর আগে কেওয়াইসি আপডেট করার জন্য জানানো হচ্ছে। তা না হলে অ্যাকাউন্টের সমস্ত ধরনের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। RBI এর নির্দেশিকা অনুযায়ী, সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হবে।
PNB Bank এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি এখনো পর্যন্ত আপডেট বাকি রয়েছে, সেই সমস্ত গ্রাহকদের ঠিকানায় এবং মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। পিএনবির Social Media অ্যাকাউন্টে ২০ এবং ২১ নভেম্বর ২০২২-এ এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাই যদি আপনার এই কাজ করতে হয়, নিজের মোবাইলের মেসেজ চেক করুন।
প্রতিমাসে 55 টাকা জমিয়ে, সারাজীবন 36000 টাকা মাসিক পেনশন নিন। মোদী সরকারের নতুন প্রকল্প।
KYC Update করার জন্য গ্রাহকদের ঠিকানার প্রমাণ, ছবি,আধার, প্যান,মোবাইল নম্বর ব্যাঙ্কের শাখায় গিয়ে দিয়ে আসতে হবে। ইমেইলের মাধ্যমেও এই কাজটি করা যেতে পারে। কিন্তু সমস্ত গ্রাহকের এই কাজ করা বাধ্যতামুলক। তাই হয়রানি এড়াতে এটাকে এড়িয়ে যাবেন না। এই পোষ্ট টি সকলকে শেয়ার করুন।
TV দেখার খরচ কমছে, এবার কেবল টিভি চ্যানলের দাম কমালো সরকার, 100 টাকায় সমস্ত চ্যানেল দেখুন।
এদিকে অনেক পূর্ববর্তী United Bank of India এর গ্রাহক ছিলেন। এবং ব্যাংকিং মার্জ এর কারনে তাদের ও PNB ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আওতায় আসার পর আর ব্যাংকে যোগাযোগ করেন নি। তাদের ও নতুন ভাবে একাউন্টের সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। আগের চেক ইতিমধ্যেই বাতিল হয়েছে। কিন্তু ATM Card এখনও চলছে। আগামী বছর থেকে সেই কার্ড ও চলবে না। তাই অতি সত্তর ব্যাংকে যোগাযোগ করুন। এনং ব্যাংকিং ও গুরুত্বপূর্ণ খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.
সকল SBI গ্রাহকদের নম্বর বদল, আজই আপডেট করুন, তার আগে জেনে নিন কি করতে হবে।