ভোট মিটতেই দেশের বেকার ছেলেমেয়েদের জন্য দারুন ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্পের PMEGP Loan স্কীমের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে বা প্রতিষ্ঠিত হতে সরকারের কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন। আর প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা ফেরত দিতে পারবেন। এমনই একটি দুর্দান্ত প্রকল্প দেশের ছেলেমেয়েদের জন্য চালু হয়েছে।
PMEGP Loan – Prime Minister Employment Generation Program
আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন এবং বহুদিন চাকরির চেষ্টা করেও কোন চাকরি না পেয়ে থাকেন তবে এবার কর্মসংস্থানের সুযোগ দেবে খোদ কেন্দ্র সরকার। এজন্য দেওয়া হচ্ছে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। এই টাকা নিয়ে তারা সহজেই নিজে কোন ব্যবসা শুরু করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এজন্য শুধু আবেদন করতে হবে এই প্রকল্পে। আর যদি আবেদন হ্রিহিত হয়, তবে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি PMEGP Loan এর টাকা ঢুকে যাবে।
এই প্রকল্পে দেশের যেকোনো প্রান্তের বেকার ছেলে মেয়ে PMEGP Loan স্কিমে আবেদন করতে পারেন। তার জন্য কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে সেইসব নিয়ে জানানো হলো। আগ্রহী থাকলে দেরি না করে দ্রুত প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
PMEGP Loan Program
পিএমইজিপি ঋণ প্রকল্প কি?
দেশের মানুষের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে। এরমধ্যে বেকারদের জন্যেও তা চালু করা প্রকল্পগুলির সংখ্যা কম নয়। এরকমই একটি প্রকল্প হল পিএমইজিপি বা প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP Loan (Prime Minister Employment Generation Program). এই প্রকল্পে আবেদন করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় বেকার যুবক-যুবতীদের। উদ্দেশ্য একটাই, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে স্বনির্ভর হতে সাহায্য করা।
পিএমইজিপি ঋণ এর সুবিধা
- এই প্রকল্পে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা মেলে।
- গ্রামাঞ্চলে এই লোন নেওয়ার ক্ষেত্রে ৩৫ শতাংশ ভর্তুকি প্রদান করে কেন্দ্র।
- শহরাঞ্চলের আবেদনকারীদের দেওয়া হয় ২৫ শতাংশ ভর্তুকি হিসেবে।
- যেকোনো ব্যাংকে এই স্কিমের সুবিধা পাওয়া যায়।
- সহজ শর্তে ঋণ শোধ করার সুযোগ দেওয়া হয়।
পিএমইজিপি ঋণের জন্য কে যোগ্য?
১. পিএমইজিপি লোনের জন্য আবেদন করতে গেলে সবার আগে দরকার উপযুক্ত বয়সসীমা যা হলো ১৮ বছরের উপরে।
২. আবেদনকারীর কোন সরকার স্বীকৃত স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
৩. অবশ্যই নিজের একটি ব্যবসা শুরু করে থাকতে হবে। সে যে ধরনের ব্যবসাই হোক।
৪. যারা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য কোন প্রকল্পের সুবিধাভোগী, তারা এই লোন পাবেন না।
আরও পড়ুন, আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক।
পিএমইজিপি ঋণের জন্য কিভাবে আবেদন করবেন?
১. পিএমইজিপি লোনে আবেদন করতে হবে খাদি কমিশনের ওয়েবাইট বা MSME Loan এর ওয়েবাসাইটে আবেদন করতে হবে।
২. এজন্য ওয়েবসাইট ওপেন করে হোমপেজে PMEGP e Portal লিঙ্ক ক্লিক করুন।
৩. স্ক্রিনে Application Form for Individual লিঙ্কের উপর ক্লিক করুন।
৪. প্রকল্পের জন্য আবেদনপত্র দেখা যাবে স্ক্রিনে। সঠিক তথ্য দিয়ে তা পূরণ করে ফেলুন।
৫. Save aplicant Data তে ক্লিক করে নিজের আবেদনের তথ্য সেভ করুন এবং পরের পেজে চলে আসুন।
৬. এখানে নিজের প্রয়োজনীয় সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন একে একে।
৭. Submit বাটান এ ক্লিক করে দিলেই আবেদনের কাজ শেষ হবে। নিজের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যা দিয়ে ভবিষ্যতে লগইন করতে পারবেন অ্যাকাউন্টে।
PMEGP Loan এর জন্য কি কি ডকুমেন্টস দরকার
১. আধার কার্ড
২. প্যান কার্ড
৩. অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট মার্কশীট
৪. রুরাল এরিয়া সার্টিফিকেট
৫. কাস্ট সার্টিফিকেট
৬. ব্যাংকের পাস বই
৭. ব্যবসার প্রমাণ পত্র।
সমস্ত তথ্য পূরণ করে ও নিজের নথিপত্র আপলোড ও ভেরিফিকেশন করে আবেদন করার পর, সংশ্লিষ্ট আধিকারিক যাচাই করে PMEGP Loan এর ছাড়পত্র দেবেন। বিষদ জানতে অফিসিয়াল ওয়েবসাইটের নিয়মাবলী পড়ে নিন। এছাড়া কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এছাড়া নিজের পায়ে দাঁড়ানো ও আর্থিক সাহায্য পাওয়ার অনেক সরকারি প্রকল্প রয়েছে, পর পর আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.