বাইডেন প্রসাশন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকায় (PM Modi US Visit) সফর করলেন। আর তারপরই পাঁচটি আলাদা আলাদা সেক্টরের প্রথম সারির সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালিকায় ছিল অ্যাডোবে, কোয়ালকম, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স এবং ব্ল্যাক স্টোন। এই পাঁচ সংস্থার মধ্যে অ্যাডোবে ও জেনারেল অ্যাটমিক্সের সিইও ভারতীয় বংশোদ্ভূত। অ্যাডোবে সিইও শান্তনু নারায়ণের সঙ্গে মোদির আলোচনায় ভারতের ডিজিটাল কর্মসূচির প্রসঙ্গ উঠে আসে। স্বাস্থ্য, শিক্ষা এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট সেক্টরে প্রযুক্তির ব্যবহার নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। ভারতের অ্যাডোবের বিনিয়োগ নিয়েও আলোচনা করেন মোদি। কোভিড প্রতিরোধে ভারতের ভূমিকার প্রশংসা করেন অ্যাডোবের সিইও।
এরপর ভারতের টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক্স সেক্টরে বিনিয়োগের জন্য কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো ই আমনকে আহ্বান জানান মোদি। ভারতে এখন ফাইভ জি (5G), ওয়াইফাই (wifi) সহ টেলিকমিউনিকেশনে বিনিয়োগের কতটা সুযোগ রয়েছে, তা কোয়ালকমের শীর্ষ কর্তার কাছে তুলে ধরেন মোদি। সূত্রের খবর, ভারতের ডিজিটাল কর্মসূচিতে লগ্নির ব্যাপারে উৎসাহ দেখিয়েছে কোয়ালকম। সোলার পাওয়ারের ক্ষেত্রে এখন দ্রুত কাজ চালাচ্ছে ভারত। সূত্রের খবর, ফার্স্ট সোলারের সিইও মার্ক উইডমারের সঙ্গে আলোচনায় ভারতের একটি বিশ্ব, একটি সূর্য ও একটি গ্রিড উদ্যোগের কথা তুলে ধরেন মোদি। ভারতের গ্নি হাইড্রজেন মিশন ও পুনর্নবীকরণ শক্তির ব্যবহারের প্রসঙ্গও আলোচনায় আসে। জেনারেল অ্যাটমিক্সের ভারতীয় বংশোদ্ভূত সিইও বিবেক লালের সঙ্গে আলোচনায় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে মজবুত করার কথা বলেন মোদি (Modi in usa)।
তিন দিনের আমেরিকা সফরের (Modi in USA) দ্বিতীয় দিনে আজ, শুক্রবার কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । সেখানে তাঁর সঙ্গে বৈঠক শুরু হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই বাইডেনের সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎকার। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দ্বিপাক্ষিক ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হবে। ওই আলোচনায় স্থান পাবে জলবায়ু পরিবর্তন, আফগানিস্তানে তালিবান পরিস্থিতির মতো বিষয়গুলি। কি কি বিষয়ে আলোচনা হল, সেই সম্পর্কে আপডেট আসছে। সঙ্গে থাকুন।