PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষক বন্ধুদের একাউন্টে টাকা দিচ্ছে সরকার। ২০ তম কিস্তির টাকা কবে পাবেন?

বর্তমানে সমগ্র ভারতবর্ষ জুড়ে ১১ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) প্রকল্পের ২০ তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন। জুন মাসের মধ্যেই এই কিষান যোজনার ২০ তম কিস্তির টাকা কৃষক বন্ধুদের (Farmers) ব্যাংক একাউন্টে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই বিশেষ কাজ না করলে আপনার ব্যাংক একাউন্টে আর ঢুকবে না এবারের কিস্তি? তাই সময়ের আগে কি কি করতে হবে জেনে নিন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ২,০০০ টাকা করে তিন কিস্তির মাধ্যমে ৬,০০০ টাকা দেওয়া হয়। এর আগের সমস্ত কিস্তি পেলেও এইবারের কিস্তি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। আগের সমস্ত কিস্তি পেলেও এই বিশেষ কাজ করা না থাকলে বন্ধ হয়ে যাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আর্থিক সহায়তা। জানুন বিস্তারিত।

PM Kisan 20th installment date

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের প্রতিটি যোগ্য কৃষককে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক ভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যসহ সমগ্র দেশের কৃষকেরা। সাধারণত বছরে তিনবার ২০০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয় ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT এর মাধ্যমে। এর অর্থ হলো, কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়ে যায় কিষান সম্মান নিধি প্রকল্পের ভাতা। এই বছরেও জুন মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে চলে আসার কথা ছিল। যারা আগে আবেদন করেছেন, অনেকেই টাকা পেয়ে গেচেন। বাকিরা কবে টাকা পাবেন, সেই অপেক্ষায় রয়েছেন সকলে।

যে কারণে কিষান যোজনার টাকা পাবেন না

কিষান সম্মান নিধি প্রকল্পের ২০ তম কিস্তি পাওয়ার জন্য বিশেষ কয়েকটি কাজ করতে হবে দেশের প্রত্যেকটি কৃষককে। এই কাজ যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না কৃষকেরা।

কিষাণ যোজনার টাকা পেতে কি করণীয়?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan) প্রকল্পের সুবিধা গুলি পাওয়ার জন্য নিম্নলিখিত চারটি কাজ অবশ্যই সেরে ফেলতে হবে দেশের প্রতিটি যোগ্য কৃষককে।

✅ আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক

যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এখনো পর্যন্ত আধার লিঙ্ক (Aadhaar Link) করানো হয়নি, তাদের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একেবারেই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আধার আপডেট করিয়ে নিন।

✅ জমির রেকর্ড যাচাই

যে সমস্ত কৃষকদের নিজের নামে জমির রেকর্ড রয়েছে তাদেরকেই PM Kisan প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে। প্রতি বছরেই নতুন করে জমির রেকর্ড সরকারের ডেটাবেসে আপডেট করতে হয়। এই কাজ যদি সম্পূর্ণ না হয় অথবা ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে সম্পূর্ণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আপনি। তাই সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপনার ভূমির রেকর্ড আপডেট করা আছে কিনা, তা চেক করে নিন।

✅ ই-কেওয়াইসি আপডেট (PM Kisan  e-KYC)

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার জন্য e-KYC বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। PM Kisan পোর্টালের মাধ্যমে অনলাইনেই এই কাজ করে নিতে পারবেন। তবে এখনো পর্যন্ত ই-কেওয়াইসি না করা থাকলে এইবারের কিস্তির টাকা ঢুকবে না ব্যাংক একাউন্টে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন। অনলাইনে ই-কেওয়াইসি কাজ করতে না পারলে নিকটবর্তী কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এটি করিয়ে নিতে পারেন।

✅ নাম ও অন্যান্য ডকুমেন্টের যাচাইকরণ

আবেদনের সময় পূরণ করা প্রত্যেকটি নথির সঙ্গে ব্যাংক একাউন্টের নাম, আধার কার্ডের নাম ইত্যাদির হুবহু মিল না থাকলে আটকে যেতে পারে কিস্তির টাকা। এই সমস্ত নদীতে সঠিক নাম ও তথ্য আপডেট করা আছে কিনা সেই বিষয়টি যাচাই করে নিশ্চিত হয়ে যান।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো

PM Kisan Status Check

  • অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in ভিজিট করুন,
  • ডান পাশে থাকা ‘Know Your Status’ বিকল্পটি বেছে নিন,
  • রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ‘Get Data’ ক্লিক করুন,
  • আপনার স্টেটাস স্ক্রিনে দেখতে পাবেন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা কবে পাবেন?

প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের অধীনে ২০তম কিস্তি পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হচ্ছে। বিগত কিস্তি ২০২৫ সালের ১৯শে ফেব্রুয়ারি সরাসরি কৃষকেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছিলেন। কুড়ি তম কৃতি জুন মাসের মাঝামাঝি সময়ে কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হবে বলে মনে করছিলেন অনেকেই। কিন্তু ইতিমধ্যেই জুন মাসের প্রায় শেষ পর্যায়ে চলে এলেও, পর্যন্ত পরবর্তী কিস্তি নিয়ে কোন সরকারি ঘোষণা হয়নি। তবে এখনো জুন মাসের শেষ সপ্তাহ বাকি রয়েছে। কৃষকদের সমস্ত ডাটা সঠিকভাবে আপডেট থাকলে আগামী সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক একাউন্টে ২০তম কিস্তির টাকা ঢুকে যাবে বলে আশা করছেন অনেকেই।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডাররের মতো, এই প্রকল্পেও ১০০০ টাকা করে দিচ্ছে।

উপসংহার

বর্তমানে বিপুল সংখ্যক কৃষক এই প্রকল্পের আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করে রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব উপরে বলে দেওয়া বিষয়গুলি ভালোভাবে মিলিয়ে যাচাই করে দেখে নিন। এই বিষয়ে কোন রকম ভুল ভ্রান্তি থাকলে এইবারের কিস্তির তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ হয়ে যেতে পারেন। তাই প্রয়োজনে নিজের স্ট্যাটাস চেক করুন এবং অন্যান্য নথিগুলি ভালোভাবে যাচাই করে দেখে নিন। জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের শুরুর দিকেই এই কিস্তির টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকে যেতে পারে।

শেয়ার করুন: Sharing is Caring!