আপনি কি ভারতের একজন কৃষক (Indian Farmer)? প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্প তথা PM Kisan Yojana এর মাধ্যমে নিয়মিত ভাতা পান? তবে আপনার জন্য রইল একটি সুখবর। প্রধানত পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তি দেওয়ার কথা চলছে এই মুহূর্তে। কবে টাকা ঢুকবে সেই নিয়েই চিন্তায় রয়েছেন কৃষকেরা। এই কিস্তি মারফত ২০০০ করে ৩ থেকে ৪ বার সকলের ব্যাংক একাউন্টে সরাসরি পাবেন। তবে বর্তমানে জানা যাচ্ছে, পিএম কিষান প্রকল্পে এবারের কিস্তিতে টাকা ছাড়া আরো একটি সুবিধা দেওয়া হবে কৃষকদের। যাতে বিরাট উপকৃত হবেন সুবিধায় থাকা কোটি কোটি কৃষক। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিষান যোজনার টাকা ও অতিরিক্ত সুবিধা নিয়ে অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। কি সেই সুবিধা? কবে থেকে তা চালু হচ্ছে কৃষকদের জন্য? কিভাবে পাবেন? সবকিছু জেনে নিন।
PM Kisan Yojana 17th installment date and benefits
কৃষিকাজ হল দেশের অর্থনৈতিক ব্যবস্থার ভীত। আর কৃষকরা হলেন অন্নদাতা। সমাজ ব্যবস্থা শিল্প ও আধুনিকতায় যতই গাঁ ভাসাক না কেন, খাদ্য উৎপন্ন না হলে মানুষের বেঁচে থাকা সম্ভব হবে না। তাই কৃষিকাজ তথা কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কেন্দ্রের তরফে বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্তৃক চালু হওয়া পিএম কিষান যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যাকে ইংরাজিতে PM Kisan Yojana বলা হয়।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কবে চালু হয়?
২০১৯ সালে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা হওয়ার পর কৃষকদের জন্য চালু করা হয় এই প্রকল্প। PM Kisan Yojana এর আওতায় থাকা কৃষকদের প্রতিবছর একটি নির্দিষ্ট অংকের টাকা ভাতা দেওয়া হয়। যা তাদের বিরাট উপকারে আসে। এই প্রকল্পে ইতিমধ্যেই লাখ লাখ কৃষক না নথিভুক্ত করেছেন। এবং প্রতিবছর টাকা পাচ্ছেন। এবার যারা নতুন করে নাম নথিভুক্ত করতে চান তারা এখানে ক্লিক করুন।
প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা
পিএম কিষান প্রকল্পে প্রতিবছর মোট ৬০০০ টাকা ভাতা মেলে কৃষকদের। টাকা সরাসরি রেজিস্টার্ড ব্যাংক একাউন্টে (DBT) ঢুকিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। PM Kisan Yojana তে প্রতি বছর তিনটি কিস্তি মারফত মেটানো হয় টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হয় প্রতিবছর এপ্রিল থেকে জুলাই মাসে। দ্বিতীয় কিস্তিতে ঢোকে আগস্ট থেকে নভেম্বর মাসে। আর তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় অর্থবর্ষের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। এ বছর থেকে আরো একটি কিস্তি বাড়িয়ে মোট চারটি কিস্তি করার ঘোষণা হয়েছে। আর সেক্ষেত্রে হিসাব মতো এরপর আরো ২০০০ টাকা অতিরিক্ত অর্থাৎ মোট ৮ হাজার টাকা পাবেন দেশের আবেদনকারী কৃষকেরা।
আরও পড়ুন, বেকার ছেলে মেয়েদের টাকা দিচ্ছে সরকার। টাকা পেতে এই প্রকল্পে অনলাইনে আবেদন করুন।
নতুন কি সুবিধা দেওয়া হবে?
প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্পে টাকা পেতে প্রায়ই নানা ধরনের সমস্যা পোহাতে হয় কৃষকদের। তাই তাদের সুবিধার জন্য একটি কেন্দ্রীভূত হেল্প ডেস্ক (PM Kisan Yojana HelpDesk) চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের যেকোনো সমস্যার সমাধান করার জন্য খোলা হবে নতুন কিষান সমৃদ্ধি কেন্দ্র। এইসব কেন্দ্রগুলিতে কৃষকরা কিষাণ যোজনার আবেদন, ব্যাংক একাউন্ট, ভাতা পাওয়া সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে যেতে পারবেন। সেখানে তৎক্ষণাৎ তার সমাধান করা হবে। এছাড়া কৃষকদের জন্য আর কি কি প্রকল্প ও সুবিধা রয়েছে, বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে কিনা, এই সমস্ত সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন তারা।
আরও পড়ুন, প্রতিমাসে ১০০০ টাকা পাবেন। পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন কবেন?
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেই পিএম কিষাণ প্রকল্পের ১৪ তম কিস্তি (PM Kisan 16th installment Payment) দেওয়ার সময় কৃষকদের সুবিধার জন্য এই উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেন সারা দেশে এরকম ১ লক্ষ ২৫ হাজার কিষান সমৃদ্ধি কেন্দ্র তথা সেবাকেন্দ্র খোলা হবে। বিভিন্ন প্রান্তের প্রত্যেক উপযুক্ত কৃষককে কিষাণ যোজনার সুবিধার সঠিকভাবে পৌঁছে দেওয়াই এর প্রধান লক্ষ্য।
পিএম কিষান যোজনার পরের কিস্তি কবে ঢুকবে?
পিএম কিষান যোজনার অধীনে এখনো মোট ১৬ টি কিস্তির টাকা ইতিমধ্যেই সরাসরি ব্যাংক একাউন্টে পেয়েছেন কৃষকরা। সর্বশেষ কিস্তি অর্থাৎ ১৬ তম কিস্তি দেওয়া হয়েছে এবছর ফেব্রুয়ারি মাসে। তার আগে ১৫ তম কিস্তি দেওয়া হয়েছিল ২০২৩ এর নভেম্বরে। আর প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪ তম কিস্তি ঢুকেছিল জুলাই মাসে। এখন ১৭ তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষা কৃষকদের। গত ৪ জুন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। কেন্দ্রে নতুন সরকার প্রতিষ্ঠিত হলেই এ মাস থেকে কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা ছাড়া শুরু হবে বলে শোনা যাচ্ছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পে নতুন করে নাম লেখাতে এখানে ক্লিক করুন।
কিষান যোজনার টাকা পেতে কি করতে হবে?
মনে রাখবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের কিন্তু eKYC সম্পন্ন করা আবশ্যক। যারা এই কেওয়াইসি এখনও জমা করেন নি, তাদের একাউন্টে কিন্তু আর টাকা ঢুকবে না। PM Kisan Portal এর মাধ্যমে eKYC প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। এজন্য লাগবে নিজের আধার লিংকড মোবাইল নম্বর এবং তার ওটিপি। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC-এর জন্য, নিকটতম CSC কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। যারা এখনও eKYC করেননি, শীঘ্রই করে নিন। eKYC করতে এখানে ক্লিক করুন।
এই বিষয়ে আরও তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং প্রকল্পের আরও খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা কবে ঢুকবে?
প্রধানমন্ত্রী কিষান যোজনায় আবেদনকারী যোগ্য কৃষকদের প্রতিবছর প্রথম টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। নির্বাচন বিধি চালু থাকার কারনে এতদিন টাকা পাঠানো হয়নি। এবার খুব সিঘরি সকলের একাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যাদের এখনও eKYC করা নেই, তারা অতিসত্বর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে eKYC সম্পন্ন করুন।