দেশের সমস্ত কৃষকবন্ধুদের জন্য PM Kisan বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে দারুন সংবাদ দিল কেন্দ্রীয় সরকার (Central Government). ভোটের আগে চরম লাভবান হতে চলেছেন কৃষকরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিক যদি কেউ হন তিনি পাবেন ডবল সুবিধা। কেন এই কথা বলা হচ্ছে? কারণ কেন্দ্রীয় সরকার জানিয়েছে পিএম কিষান যোজনা প্রকল্পে ১৬ তম কিস্তির (PM Kisan 16Th Installment Date) টাকা এবার ঢুকবে সকলের একাউন্টে।
PM Kisan Samman Nidhi Yojana 2024 16Th Installment Date.
আমরা জানি যে PM Kisan প্রথম কিস্তির টাকা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করেই দেওয়া হয়। আজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল। এই মুহূর্তে খুব শিগগিরই টাকা ঢুকতে পারে বলে সম্ভাবনা দিয়েছে কেন্দ্র। অনেকের দাবি ইতিমধ্যেই নাকি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা। কিভাবে জানতে পারবেন টাকা ঢুকেছে নাকি আপনার?
What Is PM Kisan Samman Nidhi Yojana?
PM Kisan Yojana হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্ব প্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষক রাই দেশের অন্নদাতা। তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। বর্তমানে মোট 12 কোটি কৃষকবন্ধু (Krishak Bandhu) পিএম কিষান যোজনার সুবিধাভোগী।
PM Kisan Yojana Benefits
পিএম কিষান যোজনার আওতায় মূলত মোট ৬০০০ টাকা ভাতা প্রদান করা হত আগে দেশের কৃষকদের। এই টাকা বছরে ৩ টি কিস্তিতে মেটানো হত। প্রতি কিস্তি মারফত ২০০০ টাকা করে। তবে গত নভেম্বরে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যেখানে আরো ২০০০ টাকা অতিরিক্ত পাবেন কৃষকরা। যা এই বছরই চালু হতে পারে বলে ধারণা অনেকের। ফলে এবার মোট ৮০০০ টাকা ভাতা পেতে পারেন তারা।
PM Kisan 16Th Installment
পিএম কিষান যোজনা বা কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৫ তম কিস্তির টাকা গত বছরের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। তার আগে আবার সেই বছরে জুলাই মাসে কৃষকরা পেয়েছিলেন ১৪ তম কিস্তিটি। এবার যে টাকা দেওয়া হবে তা ১৬ তম কিস্তির টাকা। সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই মাসের মধ্যেই এ বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ১৬ তম কিস্তিটি ছাড়বে কেন্দ্র।
দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।
PM Kisan Yojana Status Check
১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।
২. এর পর হোম পেজে Formers কর্নারে ক্লিক করুন।
৩. তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন।
৪. এর পরে, স্ট্যাটাস জানতে আপনাকে Get Report বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
Written by Nabadip Saha.
এখন থেকে 30 হাজারের বেশি টাকা রাখলেই বন্ধ হবে ব্যাংক একাউন্ট? RBI কি জানালো?