PM Kisan: আগামীকাল থেকেই কৃষকদের একাউন্টে ৪০০০ টাকা ঢুকবে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কবে পাবেন, জেনে নিন

ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কবে পাবেন তথা PM Kisan 21st Installment Date নিয়ে দেশের ১১ কোটি কৃষক (Farmers) চিন্তায় রয়েছেন। এছাড়া অনেক কৃষক বন্ধুই আগস্ট মাসে ২০ তম কিস্তির টাকা পাননি, তারা কি এবার ও টাকা পাবেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর, ও পিএম কিষান যোজনার টাকা পেতে হলে কি কি করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।

PM Kisan 21st Installmemt date and benefits

সারা দেশের ১১ কোটি কৃষক বন্ধুদের জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা শিগগিরই ছাড়া হতে চলেছে। এবং আজই কেন্দ্র সরকার তারিখ ও প্রকাশ করেছে। এই স্কিমের মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর ছয় হাজার টাকা করে দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর দু’হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। এবার এই টাকা কবে পাবেন, এটাই এখন সমস্ত কৃষকদের কাছে বড় প্রশ্ন।

পিএম কিষান যোজনা কী? কেন এটি গুরুত্বপূর্ণ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে এই যোজনা (PM Kisan Yojana) চালু করেছিলেন। ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করাই এর মূল উদ্দেশ্য। যারা দু’হেক্টরের কম জমি চাষ করেন, তারাই এই সুবিধা পান। প্রতি বছর তিনবার দু’হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা দেওয়া হয়। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে পাঠানো হয়। এতে দালালি বা দুর্নীতির সম্ভাবনা কমে যায়।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কবে পাবেন?

সরকারি সূত্রের খবর, ১৯ নভেম্বর ২০২৫ তারিখ থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা ছাড়া হবে। এদিন প্রধানমন্ত্রী নিজে ভার্চুয়ালি অনুষ্ঠান করে এই অর্থ ছাড়তে পারেন। গত কয়েকটি কিস্তির মতোই এবারও সময়মতো টাকা পৌঁছাবে। যেসব কৃষক ই-কেওয়াইসি, জমির যাচাই ও আধার লিঙ্ক করেছেন, তারাই টাকা পাবেন। যারা এখনও করেননি, তাদের তাড়াতাড়ি করতে হবে। না হলে এই কিস্তির টাকা আটকে যেতে পারে।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কত টাকা করে পাবেন?

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর ৩ কিস্তিতে ছয় হাজার টাকা করে দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু’হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের একাউন্টে দেওয়া হয়। তাই কৃষকেরা ২১তম কিস্তির মোট ২০০০ টাকা সরাসরি  তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে যে সমস্ত কৃষকেরা আধার আপডেট, KYC, ভেরিফিকেশন এর কারণে আগস্ট মাসের ২০০০ টাকা পাননি। তারা এই টাকার সাথেই মোট ৪০০০ টাকা করে পাবেন।

নতুন কৃষকরা কীভাবে নাম নথিভুক্ত করবেন?

যেসব কৃষক এখনও পিএম কিষান যোজনায় নাম নথিভুক্ত করেননি, তারা এখনও সুযোগ পাবেন। প্রথমে নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েত অফিসে যান। সেখানে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক ও জমির কাগজপত্র নিয়ে যেতে হবে। সিএসসি অপারেটর আপনার তথ্য অনলাইনে পূরণ করবেন। তারপর ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর আবেদনটি যাচাইয়ের জন্য স্থানীয় প্রশাসনের কাছে যাবে।

অনলাইনে পিএম কিষান রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • হোমপেজে ‘Farmer Corner’ সেকশনে ‘New Farmer Registration’ অপশন ক্লিক করুন।
  • আধার নম্বর দিয়ে শুরু করুন, ওটিপি যাচাই করুন।
  • এরপর ব্যক্তিগত তথ্য, জমির বিবরণ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পূরণ করুন।
  • সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট করুন।
  • রেজিস্ট্রেশন নম্বর সেভ করে রাখুন, পরে স্ট্যাটাস দেখার জন্য লাগবে।

click here red button

রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

আধার কার্ড অবশ্যই থাকতে হবে, এটি মূল পরিচয়পত্র। ব্যাঙ্ক পাসবুকের জেরক্স, যাতে IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর থাকে। জমির খতিয়ান, পর্চা বা রেকর্ড অফ রাইটসের কপি। ভোটার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র থাকলে দিতে পারেন। মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। গ্রামের ম্যাপ বা জমির সীমানা সংক্রান্ত তথ্যও লাগতে পারে।

পিএম কিষান স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন, তারা স্ট্যাটাস দেখতে পারেন অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন। আধার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিন। ওটিপি যাচাইয়ের পর পুরো তথ্য দেখতে পাবেন। কিস্তি কবে ছাড়া হয়েছে, কত টাকা এসেছে তা জানা যাবে। যদি আবেদন আটকে থাকে, তার কারণও দেখাবে।

স্ট্যাটাস দেখতে এখানে ক্লিক করুন।

ই-কেওয়াইসি না করলে কী হবে?

ই-কেওয়াইসি না করলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা পাবেন না। এটি করা খুব সহজ, ওয়েবসাইটে গিয়ে OTP বা বায়োমেট্রিক দিয়ে করা যায়। সিএসসি কেন্দ্রেও গিয়ে বায়োমেট্রিক দিয়ে সম্পূর্ণ করতে পারেন। জমির যাচাই না হলে টাকা আটকে যায়। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলেও সমস্যা হয়। তাই এখনই সমস্ত কাজ সম্পূর্ণ করুন।

কৃষকদের জন্য সরকারের বড় উপহার

প্রায় ১১ কোটি কৃষক এই যোজনার সুবিধা পাচ্ছেন। এবারের কিস্তিতে প্রায় ২২ হাজার কোটি টাকা বণ্টন হবে। কৃষকরা এই টাকা বীজ, সার বা অন্যান্য কাজে খরচ করতে পারবেন। গ্রামীণ অর্থনীতিতে এর বড় প্রভাব পড়ে। অনেক কৃষক এই টাকার জন্য অপেক্ষা করেন। সরকারের এই উদ্যোগ কৃষকদের মুখে হাসি ফোটায়।

পিএম কিষান হেল্পলাইন নম্বর ও সমাধান

কোনো সমস্যা হলে ১৫৫২৬১ বা ০১১-২৪৩০০৬০৬ নম্বরে ফোন করুন। ইমেইল করতে পারেন [email protected] ঠিকানায়। স্থানীয় কৃষি অফিসারের সাহায্য নিতে পারেন। সিএসসি কেন্দ্রেও সমাধান পাবেন। রেজিস্ট্রেশন আটকে থাকলে তারা সাহায্য করবেন। ধৈর্য ধরে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

আরও পড়ুন, এই কার্ড করলেই প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। এই কার্ড কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন?

শেষ কথা

১৯ নভেম্বরের মধ্যে ২১তম কিস্তির টাকা আসছে। নতুন কৃষকরা এখনই রেজিস্ট্রেশন করুন। পুরোনো কৃষকরা ই-কেওয়াইসি ও যাচাই সম্পূর্ণ করুন। অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন। এই স্কিম কৃষকদের জীবনে বড় সাহায্য।

শেয়ার করুন: Sharing is Caring!