রাজ্যের কয়েক হাজার সংগঠক শিক্ষক বা অরগানাইজার টিচার নিয়োগের অপেক্ষায় আছেন। সুপ্রীম কোর্টে মামলা চলছে। কবে হবে নিয়োগ সেটাই বর প্রশ্ন। রাজ্য যেমন সঠিক কোনও বিবৃতি দিচ্ছে না ঠিক তেমনি কোর্টে ও কেসের সুনানী নিয়ে বার বার দিন পরিবর্তিত হচ্ছে। তবে এই মুহূর্তে অরগানাইজার টিচার সম্পর্কিত একটি মামলার শুনানির দিন ধার্য হয়েছে। এবং সঙ্গঠন সুত্রে জানা যাচ্ছে মামলাটি খুবি পজিটিভ অবস্থায় আছে। তাই শুনানির দিন সদর্থক কোনও বার্তা আসতে পারে। আর আদালত যদি মামলাটি নিস্পত্তি করে আর রাজ্য কে নির্দেশ দেয় তবে রাজ্যও দ্রুত নিয়োগ শেষ কোর্টে চায়। অন্যদিকে, এই বিষয়টি আদালতের বিচারাধীন বলে, শিক্ষাদপ্তরের আধিকারিকরা মুখ খুলতে চাইছেন না। আসলে মামলা বিচারাধীন থাকলে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে জাওয়া যায়। আগামী ২৭ তারিখ মামলার শুনানির দিন ঠিক হয়েছে। সেদিন কি নির্দেশ দেয়, সেটিই এখন দেখার। Ek24 Android app install link https://play.google.com/store/apps/details?id=com.ek24.info&