অতিমারীতে অনেকে কাজ হারিয়েছেন, এবার বাড়িতে বসেই অনলাইনে মোবাইলের মাধ্যমে সহজেই টাকা ইনকাম করতে পারবেন (Online Earning Apps)। কিন্তু অনেক ভুয়ো অ্যাপ আছে, তাই নিশ্চিত রূপে টাকা আয় করা যায় এমন কয়েকটি অ্যাপ নিলে আলোচনা করব। এটা কোনও স্পন্সরশিপ আর্টিকেল নয়, সম্পূর্ণ কাস্টোমার রিভিউ এর উপর ভিত্তি করে অ্যাপ এর তালিকা ও বিবরণ দেওয়া হলো। Money Earning Apps
স্মার্টফোন থেকে মোটা টাকা কামাতে পারেন! সেই অর্থ উপার্জনের (Online Earning Apps) সঙ্গেই আবার রয়েছে ক্যাশব্যাক থেকে আরম্ভ করে নানাবিধ পুরস্কার জেতার সুযোগ। এমনই কিছু মোবাইল অ্যাপস রয়েছে, যা থেকে বিপুল অর্থ রোজগার করা যেতে পারে। (Money Earning Apps In India)
ট্রু ব্যালেন্স (True Balance) –
কোনও ইনভেস্টমেন্ট ছাড়াই গ্রাহকদের অর্থ উপার্জনেরও সুযোগ দেয় এই অ্যাপ (Online Earning Apps)। গুরুগ্রামের মোবাইল ওয়ালেট কোম্পানি ব্যালেন্স হিরো এই অ্যাপটিকে ডেভেলপ করে। মোবাইল কল চেকিং এবং ডেটার উপলব্ধতাও জানা যায় এই True Balance অ্যাপ থেকে।
কিভাবে করবেন ব্যবহার?
প্রথমেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। (Online Earning Apps) তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে কোড এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ফোন নম্বর ভেরিফাই করা হয়ে গেলেই, আপনাকে টাস্ক দেওয়া হবে, এরপর আপনি ওয়ালেটে বোনাস পেতে শুরু করবেন। ব্যস! তারপরই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। (Money Earning apps)
রোজ ধন (Roz Dhan)
এই অ্যাপ আপনাকে ইনস্ট্যান্ট ক্যাশ দেবে।এই মুহূর্তে প্রায় 1 কোটিরও বেশি মানুষ রোজ ধন অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জন করছেন। গেম খেলা, আর্টিকল শেয়ার করা এবং খবর পড়া। (Online Earning Apps)
কিভাবে করতে হবে?
প্রথমে ডাউনলোড, তারপর ফোন নম্বর দিয়ে ভেরিফাই। তাতেই পেয়ে যাবেন 25 টাকা। এর পর প্রোফাইল আইকনে গিয়ে ইনভাইট কোডের সঙ্গে রেফারেল কোড যোগ করতে হবে। তা করতে পারলেই প্রতিদিন আপনি 20 থেকে 50 কয়েন অনায়াসে উপার্জন করতে পারবেন। (Online Earning Apps)
আরও পড়ুন, এই অ্যাপ ইন্সটল করে রেফার করলেই ২০০ টাকা
লোকো (Loco) -( Money earning apps)
লোকো অ্যাপটি সম্পূর্ণ ভাবে ফ্রিতেই ব্যবহারযোগ্য গ্রাহকদের জন্য। বাংলা, হিন্দি, তেলুগু, মরাঠি এবং তামিল – এই সব ভাষা উপলব্ধ এই অ্যাপে। লোকোতে গ্রাহকদের যেমন নানান প্রশ্নোত্তরের মাধ্যমে টাকা রোজগারের সুযোগ দেওয়া হয়, তেমনই আবার এতে রয়েছে বিভিন্ন গেমসও খেলার অপশন। Loco-তে Ghatak, IND Snax, Xyaa, Jonathan এবং আরও বেশ কিছু গেমস খেলা যায়। (Online Earning Apps)
মিশো অ্যাপ (Meesho App) (Money earning apps)
সাইড বিজনেস যাঁরা করতে চান, বিশেষ করে তাঁদের জন্যই ডিজাইন করা হয়েছে অ্যাপটি। এই মুহূর্তে অর্থ উপার্জনের নিরিখে ভারতে সবথেকে জনপ্রিয় অ্যাপ এই Meesho App। বহু মহিলা এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। আর এই Meesho App থেকে টাকা রোজগার করতে গ্রাহকদের প্রয়োজন কেবল মাত্র একটি স্মার্টফোন এবং হাই-স্পিড ইন্টারনেট কানেকশন। Facebook, Instagram, WhatsApp-এ আপনার ছবিও শেয়ার করতে সাহায্য করে এই অ্যাপ। কমপক্ষে 25 হাজার টাকা রোজগার করতে পারেন এই অ্যাপের সাহায্যে। (Online Earning Apps)
ডেটা জেনি অ্যাপ (Data Genie App) (Money earning apps)
এই ডেটা জেনি অ্যাপের সাহায্যে প্রত্যহ আপনি 25% করে 2G, 3G এবং 4G ডেটা বাঁচাতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে প্রত্যেক বার আপনি 28 টাকা করে ক্যাশ পেয়ে যেতে পারেন।
কিভাবে করবেন ব্যবহার?
এখান থেকে টাকা রোজগার করতে প্রথমেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করার পর Paytm নম্বর দিতে হবে। এর পর আপনার ফোনে OTP আসবে। তারপর থেকেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল পে তেজ (Google Pay Tez)
টাকা ট্রান্সফারে এই মুহূর্তে Google Pay-র সেরা বিকল্প কিছু নেই। এছাড়াও মোটা টাকা পুরস্কারও পেয়ে যেতে পারেন।
কী ভাবে?
প্রথমেই আপনাকে অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। সেই মোবাইল নম্বর দেবেন, যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত। এর পর যে কোনও ইউজারকে আপনি টাকা পাঠাতে পারেন (1 টাকা হলেও চলবে)। তাতে পেয়ে যাবেন 51 টাকা এবং 1000 টাকার স্ক্র্যাচ কার্ড।
ফোন পে (Phone Pay) -(Money earning apps)
2015 সালে প্রতিষ্ঠিত হয় Phone Pay। দেশের আর এক জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম, যাদের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। 11টি দেশীয় ভাষা উপলব্ধ এতে। বিল পে করা থেকে শুরু করে, শপিং, গোল্ড, যাতায়াতের পেমেন্ট, ফ্লাইট টিকিট বুকিং এবং আরও নানাবিধ পেমেন্ট করা যায় এর সাহায্যে। প্রতি ট্রান্সফার এ ক্যাশ ব্যাক পাবার সুযোগ।
পেটিএম (Paytm) -( Money earning apps)
উত্তরপ্রদেশের নয়ডায় কোম্পানির হেড অফিস। মোট 11টি ভাষায় উপলব্ধ এই অ্যাপও। বেড়াতে যাওয়া থেকে শুরু করে সিনেমা, মোবাইল রিচার্জ, বিল পে করা, মুদির দোকানে টাকা দেওয়া, রেস্তোরাঁর বিল পে করা, পার্কিং, শপিং – সব কিছুরই পেমেন্ট Paytm-এর সাহায্যে করা যেতে পারে।
তবে পরিশেষে একটি কথা, সমস্ত Terms & Conditions জেনে তারপর নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করবেন। নিজের নিরাপত্তা নিজের কাছে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন।
Register করতে এখানে Click করুন