Online Class in Youtube – Odisa

বাধ্যতামূলক অনলাইন ক্লাস চালু হয় ওড়িশায়। কিন্তু এক পরুয়ার বারিতে নেটওয়ার্ক না মেলায়, বইপত্তর, স্মার্টফোন নিয়ে ১৩ বছরের অন্দ্রীয় জগরঙ্গা উঠে পড়েছিল পাহাড়ের চুড়োয়। আর তখনই ঝেপে বৃষ্টি নামে। দ্রুত নামতে গিয়ে পা পিছলে যায় অন্দ্রীয়র। গড়াতে গড়াতে সে পড়ে যায় একেবারে নীচে। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্দ্রীয়র এই মর্মান্তিক মৃত্যুর পর হুঁশ ফেরে ওড়িশা সরকারের। বৃহস্পতিবার অনলাইন ক্লাস বন্ধ করে ইউটিউবে ক্লাস চালুর নির্দেশ দেন ওড়িশার শিক্ষামন্ত্রী সমীরএদিন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নেটওয়ার্কের সমস্যার কারণেই ক্লাস করার ক্ষেত্রে ইউটিউবকে মাধ্যম করা হচ্ছে। শিক্ষকদের ক্লাসের ভিডিও করা হবে। সেটাই পোস্ট করে দেওয়া হবে ইউটিউবে। ছাত্রছাত্রীরা যখন খুশি সেই ক্লাস করে নিতে পারবে। তাদের আর নেটওয়ার্ক নিয়ে সমস্যায় পড়তে হবে না। আগামী ২৩ আগস্ট থেকে ইউটিউব ক্লাস শুরু হবে বলে শিক্ষাদপ্তর সূত্রে খবর। রঞ্জন দাস। রাজ্যের প্রতিটি স্কুলে ইউটিউবে ভিডিও রেকর্ডিং ক্লাসের পরিকল্পনা নেয় ওড়িশার শিক্ষা দপ্তর। 

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment