সম্প্রতি কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরের আয়কর ফাইলকে (Income Tax File) কেন্দ্র করে বেশ কিছু নিয়মে পরিবর্তন করেছে। আয়কর (Income Tax) জমা করার আগে সকলের তা জেনে নেওয়া জরুরী। নইলে হতে পারে বিপদ। চাকুরীজীবী হোক কিংবা ব্যবসায়ী, যদি বার্ষিক আয় ৭ লক্ষ টাকার বেশি হয় তবে যে কোন বেতনভুক কর্মচারীকেই সরকারি নিয়ম অনুযায়ী ইনকাম ট্যাক্স (Income Tax File) দিতে হয়।
Old Regime VS New Regime Income Tax File.
আর ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যদি কোন ভুল ভ্রান্তি হয় সঙ্গে সঙ্গে বাড়িতে হানা দেবে আয়কর দপ্তর (Income Tax Department). সাধারণত প্রতি বছর মার্চ মাস থেকেই শুরু হয় সরকারের আয়কর জমা নেওয়া। সেই কারণে এই বছর ফেব্রুয়ারি মাসে আয়কর রিটার্ন (Income Tax File) সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল এনেছে সরকার। যদি নিজের ভালো চান তবে দেরি না করে সত্ত্বর জেনে নিন এই সব নিয়ম গুলি সম্পর্কে। নইলে আয়কর দিতে গেলে পড়বেন মহা সমস্যায়। কোন কোন নিয়মে বদল হয়েছে? (Income Tax File Latest Rule).
আয়ের উৎস হিসেবে ফর্ম বাছতে হবে
আয়কর দপ্তর আয়ের উৎস হিসেবে প্রত্যেক শ্রেণীর ব্যক্তির জন্য আলাদা আলাদা ফর্ম তৈরি করেছে। আয়কর জমা দেওয়ার সময় এই নির্দিষ্ট ফর্ম গুলিতেই ফাইল করতে হবে। ফর্ম ১ ফাইল করবেন তারা যারা কোন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী। ফর্ম ৪ ফিলাপ করবেন তারা যাদের পেশা কোন চাকরি নয় বরং নিজস্ব ব্যবসা। পড়ে রইল ফর্ম ২ ও ৩। আপনার যদি শেয়ার বাজারের কোন ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ফর্ম ২ ও ৩ ফাইল করতে হয়, অন্যথায় এড়িয়ে যান (Income Tax File Form).
নতুন ট্যাক্স কাঠামো লাগু হবে
কেন্দ্রীয় সরকার গত বছর থেকেই দেশে পুরনো আয়কর স্ট্রাকচার (Old Income Tax Regime) বদলে (New Income Tax Regime) আনার চেষ্টা করছে। যদিও একাংশের সম্মতি মিলছে না তাতে। কারণ অনেক চাকরিজীবী অথবা ব্যবসায়ী আয়কর দাতারা মনে করেন যে পুরনো ট্যাক্স নিয়মে বেশি সুবিধা পান তারা। পুরনো ট্যাক্স রেজিমে বেশ কিছু ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়া যায়। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে সেই সমস্ত সুবিধা তুলেই দিয়েছে কেন্দ্র (Income Tax File).
এদিকে বর্তমানে আয়কর নিয়ম (Income Tax Rule) বদল করে এই ঘোষণাই করা হয়েছে যে চলতি অর্থ বর্ষ থেকে কেবল নতুন কাঠামোই প্রযোজ্য হবে ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে। তবে ই ফাইলিং পোর্টালে পুরোনো ট্যাক্স কাঠামোও থাকবে। কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে নতুন ট্যাক্স স্ট্রাকচারিং। সেক্ষেত্রে যারা পুরনো ট্যাক্স ব্যবস্থায় সাচ্ছন্দ্য, তাদেরকে আলাদাভাবে তা নির্বাচন করতে হবে (Income Tax File).
ই ফাইলিং এর শেষ তারিখ
আয় করের ই ফাইলিং (Income Tax File) করা প্রতি বছর শুরু হয় এপ্রিল মাস থেকে। চলে জুলাই মাসের শেষ পর্যন্ত। তবে ডিসেম্বর মাস পর্যন্ত তা করা যায়। সে ক্ষেত্রে লেট ফাইন দিতে হয় পেনাল্টি স্বরূপ। নতুন ট্যাক্স ব্যবস্থা মারফৎ সরকার জানাচ্ছে, যারা ৩১শে জুলাই ২০২৪ তারিখের মধ্যে আয়কর জমা করবেন না, তাদেরকে কোনভাবেই পুরনো ট্যাক্স কাঠামোর সুযোগ দেওয়া হবে না অর্থাৎ আপনার যদি কোন কারনে এই নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর ফাইল (Income Tax File) করা না হয় এবং শেষ সময়সীমা পেরিয়ে যায় তখন অবশ্যই আপনি ডিসেম্বর পর্যন্ত তা করার সময় পাবেন।
কিন্তু সে ক্ষেত্রে বাধ্য হয়ে নতুন ট্যাক্স ব্যবস্থাতেই ঘর জমা করতে হবে আপনাকে। পুরনো কাঠামোর কোন ছাড় পাবেন না। সরকার আরো জানাচ্ছে, যদি কোন ট্যাক্সদাতা ট্যাক্স জমা করার সময় ভুল করে নিউ ট্যাক্স রেজিম অপশন থেকে নির্বাচন করেন এবং তারপরে এগিয়ে যান, সে ক্ষেত্রে আর কিন্তু পুরনো ব্যবস্থায় সুইচ করার কোন সুযোগ দেওয়া হবে না (Income Tax File).
80 CCH সেকশনে নতুন ডিডাকশন রুল
আয়কর দপ্তর আয়কর আইনের 80 CCH সেকশনের অধীনে Chapter 6 এ একটি নতুন ধারা যুক্ত করেছে। যে ধারা অনুযায়ী এখন থেকে কর্মীদের মোট স্যালারির ৩০ শতাংশ কেটে একটি নতুন ফান্ড তৈরি করা হবে। এর নাম দিয়েছেন তারা অগ্নিবীর কর্পস ফান্ড। সাধারণত যারা অগ্নিবীর বা এই জাতীয় চাকরি গুলির সঙ্গে নিযুক্ত তাদের এই চার্জ দিতে হবে, তবে এটি কোন কর নয়। বরং ইনভেস্টমেন্ট হিসেবে তহবিলে জমা করা হবে বলে জানিয়েছে আয়কর বিভাগ (Income Tax File).
ব্যাংক ডিটেলস জমার নতুন নিয়ম
আয়কর ফাইল (Income Tax File) করার সময়ে যে কোনো ট্যাক্সদাতাকে তার ব্যাংক একাউন্টের বিবরণ প্রদান করতে হয়। নতুন ট্যাক্স নিয়ম অনুযায়ী, এই নিয়মেও একটি পরিবর্তন এনেছে সরকার। আগে ব্যাংক একাউন্ট বিবর্তন হিসেবে কেবল ব্যাংকের নাম (Bank Name), নিজের একাউন্ট নাম্বার (Bank Account Number) এবং ব্যাংক আইএফএসসি কোড (Bank IFSC Code) এই ধরনের তথ্য গুলি দিতে হতো ই ফাইলিং পোর্টালে।
এবার থেকে এই ছোট্ট ভুল করলেও বাড়িতে Income Tax Notice পাঠাবে। আয়কর দপ্তর রেইড ও করতে পারে।
কিন্তু এখন সেখানে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। আপনার ব্যাংক একাউন্টটি কি ধরনের অর্থাৎ এটি Current Account, Savings Account, Salary Account সেই তথ্য প্রদান করতে হবে এবার থেকে। Income Tax File বা আয়কর রিটার্ন ফাইল করার জন্য সকলকে এই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত। নইলে কোন সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Nabadip Saha.
আয়করদাতাদের জন্য দারুণ খুশির খবর। ভোটের আগে বড় সিদ্ধান্ত মোদী সরকারের।