Internet Service – এই মাসে আটদিন বন্ধ থাকবে ইন্টারনেট।
বর্তমানে ইন্টারনেট (Internet Service) ছাড়া ভাবাই যায়না। আর আট দিন ধরে রাজ্য জুড়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। কি কারনে বন্ধ থাকবে, কোন কোন দিন বন্ধ থাকবে এবং কতক্ষণ ধরে, আসুন জেনে নেওয়া যাক।
অতিমারী পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর, অবশেষে আজ সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর অনলাইনে পরীক্ষা হওয়ার দাবী থাকলেও অফলাইনেই হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা।
আর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে এবং পরীক্ষার নকল প্রতিরোধে শিক্ষকদের ও পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ করেছে। একেকটি পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র হল সুপার মোবাইল রাখতে পারবেন। তবে তিনি মোবাইল নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না।
শুধু তাই নয়। যতক্ষণ মাধ্যমিক পরীক্ষা চলবে, ততক্ষন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট (Internet Service) পরিষেবা। আর আটটি পরীক্ষার জন্য, মোট আট দিন চার ঘন্টা ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, রাজ্য জুড়ে।
সংবাদ সূত্রে জানা গেছে, এবার প্রশ্নফাঁস রুখতে, পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট (Internet Service) পরিষেবা। ঐ সময়ে শুধুমাত্র কেবল নেটওয়ার্ক এর ইন্টারনেট চলবে, কিন্তু মোবাইল ইন্টারনেট (Internet Service) চলবে না।
মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য গত কয়েকমাসে একাধিকবার বৈঠক হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালের পরীক্ষায় পর পর প্রশ্নফাঁস নিয়ে অস্বস্তিতে পড়েছিলো পর্ষদ। তার পর অতিমারীর জন্য পরীক্ষা হয়নি। তাই এবার আর রিস্ক নিতে চাইছে না।
পর্ষদ ঘোষণা করেছে, যে সমস্ত এলাকায় পরীক্ষা কেন্দ্র পড়বে সেই সমস্ত এলাকায় পরীক্ষার দিনগুলিতে প্রায় চার ঘন্টা করে ইন্টারনেট বন্ধ (Internet Service) থাকবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
সেই সাথে বাইরে থেকেও নকল সরবরাহ রুখতেও ব্যাবস্থা নেবে পুলিশ। আর এবার যে নির্বিঘ্নে পরীক্ষা নিতে হবে, সেই লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন পর্ষদ, প্রশাসন এবং নবান্নের। এদিকে দীর্ঘ দুই বছর পর অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত পরীক্ষার্থীরা।