মাস্ক ছাড়া পুজোর কেনাকাটা করা যাবে না, পাশাপাশি শহরের সমস্ত জোনে যে হকার বা দোকানদার মাস্কহীন ক্রেতাকে সামগ্রী বিক্রি করবেন তাঁর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, শহরের সমস্ত সরকারি ও বেসরকারি বাসে মাস্কহীন যাত্রীদের উঠতে দেবেন না কন্ডাক্টররাও। এমনই নিষেধাজ্ঞা জারির কথা জানান পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি রাজ্যের পরিবহণমন্ত্রীর কথায়, সমস্ত বাসের গেটে ও বাজার বা দোকানের প্রবেশ পথে নো এন্ট্রি উইদাউট মাস্ক লেখা স্টিকার দেওয়া হচ্ছে। আর যে সমস্ত হকাররা নিজেরা মাস্ক পরবেন না বা মাস্কহীনদের মালপত্র বিক্রি করবেন তাঁদের রাস্তা থেকেই তুলে দেবে পুলিশ। বাসের দরজায় স্টিকার চালু নিয়ে এদিনই নিজের দপ্তরের শীর্ষকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। মাস্ক ছাড়া পুজোর কেনাকাটা করা যাবে না, কোভিডের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ শুরুর আশঙ্কায় কলকাতাবাসী। বিশেষ করে পুজোর বাজারের ভিড় থেকে যাতে করোনা নতুন করে ছড়িয়ে না পড়ে তা রুখতেই এখন পুলিশ ও পুরসভা এই ব্যবস্থা নিয়েছে।