Income Tax Slab – পুরনো নাকি নতুন আয়কর ব্যবস্থা। কোনটা বাছলে আপনার বেশি লাভ হবে?

নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই শুরু করেছেন নতুন আয়কর কাঠামো (Income Tax Slab). এখনও পর্যন্ত চালু রয়েছে পুরনো আয়কর কাঠামো। নতুন নাকি পুরোনো কোন ব্যবস্থায় ট্যাক্স জমা দিলে বেশি সুবিধা পাবেন আয়করদাতারা? জানেন? নতুন কর কাঠামো অনুযায়ী ট্যাক্স স্ল্যাবের সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশান, ফ্যামিলি পেনশন, ছুটির টাকা ও কর ছাড়ের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে একাধিক বদল এনেছে কেন্দ্রীয় সরকার।

Comparison Between New VS Old Income Tax Slab.

যদিও এরপরেও অনেকেই এমন রয়েছেন পুরনো কাঠামোয় কর (Income Tax Slab) দেওয়া সব চেয়ে বেশি লাভজনক বলেই মনে করছেন। ফলে সেই কাঠামো অনুসরণ করেই কর জমা করছেন অনেকেই। আয়করদাতাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা কর সঞ্চয়কারী স্কিমে বিনিয়োগ করে থাকেন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, এদের ক্ষেত্রে পুরনো কর কাঠামো খুবই লাভজনক এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যদিও।

যাঁরা এই ধরনের কোনও স্কিমে লগ্নি করেননি বা করছেন না, তাঁদের জন্য আবার নতুন কর কাঠামোই একদম আদর্শ বলেই দাবি সবার। পুরনো কর কাঠামোর সঙ্গে যদি তুলনা করা হয় নতুন আয়কর কাঠামোর (Income Tax Slab), তাহলে দেখা যাবে, করের হারের পরিমাণ অনেক কম। কিন্তু বেশ কিছু ছাড় তুলে দেওয়ায় নতুন ব্যবস্থায় আয়করদাতাদের বেশি টাকা ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

পুরনো কাঠামোতে আয়কর আইন (Income Tax Rule) অনুযায়ী 80C, 80D ও হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যেত। নতুন কাঠামোতে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে সেই সব। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এই বিষয়ে, যেসব মানুষেরা রয়েছেন উচ্চ ট্যাক্স স্ল্যাবের অধীনে, তাঁদের ক্ষেত্রে নতুন কর কাঠামো লাভজনক হতে পারে। কিন্তু মধ্যবিত্তদের ক্ষেত্রে পুরনো ব্যবস্থাই (Income Tax Slab) সবচেয়ে লাভ এবং সুবিধাজনক হবে।

এর কারণ, এই শ্রেণির করদাতারা যেহেতু প্রভিডেন্ট ফান্ড, PPF (Public Provident Fund) এর মতো কর সঞ্চয়কারী স্কিমে বেশি বিনিয়োগ করে থাকেন বরাবর তাই। বিশ্লেষকদের একাংশের এই প্রসঙ্গে জানিয়েছেন, আয়করের (Income Tax Slab) ক্ষেত্রে বাড়তে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণও। বর্তমানে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান (Standard Deduction) দেওয়া হয়ে থাকে।

Personal Loan (পার্সোনাল লোন)

যা এক লাখ টাকা পর্যন্ত হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। অবশ্য প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলেই জানিয়েছে কেন্দ্র। ১৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দেওয়া হিসেব অনুযায়ী দেখা গিয়েছে, প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় 18 শতাংশ। যদি কোনও ব্যক্তি নিজের ট্যাক্স (Income Tax Slab) নিজে হিসাব করে দেখতে চান তাহলে তিনি সহজেই দেখে নিতে পারেন।

টাকার প্রয়োজনে সহজে ব্যাংক লোন পেতে, রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ। RBI এর নতুন নিয়ম জেনে নিন

নতুন ট্যাক্স ক্যালকুলেটরকে (Income Tax Calculator) কাজে লাগিয়ে কোন নিয়ম তার জন্য ঠিক কতটা লাভজনক হচ্ছে তা হিসাব কষে দেখতে পারেন। আর আপনারা Income Tax Slab বা কোন ট্যাক্স ব্যবস্থা আপনার পক্ষে ভালো সেই সম্পর্কে জানার জন্য কোন আর্থিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জেনে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written By Tithi Adak.

টাকা ডবল করার স্কিম। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment