New Business Ideas – ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার, এই ব্যবসা একবার শুরু করলে, সাফল্য ঘরে আসবে।

New Business Ideas – লোকসান নেই এই ব‍্যবসায়, সরকার দেয় ভর্তুকি, মাসে আয় দেড় লাখ টাকা।

ব্যবসা (New Business Ideas) করার ইচ্ছা প্রায় প্রত্যেকেরই থাকে। কারন কোনো ছোটখাটো চাকরি বা কাজকর্ম করে সেই অর্থে মোটা তহবিল তৈরি গড়া সম্ভব নয়। একমাত্র ব্যবসার মাধ্যমেই আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। তাই সকলেই ব্যবসা করতে আগ্রহী।

কিন্তু আগ্রহী হলেই তো হবে না, কোন ব্যবসা করলে সঠিকভাবে বাজার থেকে লাভ তোলা যাবে, সেই বিষয়টি নিয়ে সকলেই বিভিন্নভাবে খোঁজখবর নিতে শুরু করেন। বাজারে মন্দা চললে ব্যবসার পরিস্থিতি সব সময় সমান হয় না।

কিন্তু এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসায় বাজারে বিপুল মন্দা চললেও কোনোরকম প্রভাব পড়বে না। এই ব্যবসাটি হল ডেয়ারি পণ্যের ব্যবসা (New Business Ideas) এটি এমনই এক ধরনের ব্যবসা প্রচুর মন্দা পরিস্থিতি চললেও এই ব্যবসার উপর সেরকম কোনো প্রভাব পড়ে না।

দুধ উৎপাদন করে প্রচুর পরিমাণে টাকা আয় করা যায়। সারাদেশে লকডাউন চলার ফলে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম ডেয়ারি সেক্টর। আবার সরকার এই ডেয়ারি পণ্যের ব্যবসায় বেশ ভালো পরিমাণে ভর্তুকি দেয়। এবার এই ব্যবসা (New Business Ideas) সংক্রান্ত বিশদে জেনে নেওয়া যাক।

ডেয়ারি ব্যবসা (New Business Ideas) শুরু করতে গেলেই প্রথমেই আপনাকে ভালো গরু বা মহিষ বেছে নিতে হবে। যেকোনো গরু নিলেই হবে না। ভালো জাতের গরু যেমন গির কিনে তাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে দুধের পরিমাণ বাড়বে। প্রথমদিকে সংখ্যায় কম হলেও চাহিদা অনুযায়ী গরু বা মহিষের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন।

বাজার গরম করা অফার! ফ্রিতে মিলছে LPG সিলিন্ডার, এখনই করুন অর্ডার

সরকারের তরফ থেকে দুধের ব‍্যবসায় (New Business Ideas) 25 থেকে 50 শতাংশ ভর্তুকি পাওয়া যায়। প্রতিটি রাজ‍্যেই দুগ্ধ সমবায় সমিতি রয়েছে। এই সমবায়গুলি দুধের ব‍্যবসায় আয় বাড়িয়ে দিতে পারে। দুধের ব্যবসা করতে চাইলে দুগ্ধ সমবায় সমিতির সাথে যোগাযোগ করুন। তার সাথে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে আপনাকে।

মাত্র ১০ হাজার টাকায় শুরু করা এই ব্যবসা থেকে লাভ হবে ৩টি দুর্দান্ত উপায়ে।

এই ব্যবসা থেকে ভালোই উপার্জন করতে পারবেন। 10টি গরু নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে প্রতিদিন প্রায় 100 লিটার দুধ পাবেন। সরকারি দামে দুধ বিক্রি করলে লিটার প্রতি 40 টাকা পাবেন। শহরের বড় সমিতিতে বিক্রি করলে প্রতি লিটারে 60 টাকা পাবেন। যদি গড়ে 50 টাকাও প্রতি লিটার বিক্রি করতে পারেন তাহলে 100 লিটার দুধ বিক্রি করলে আপনার 5000 টাকা আয় হবে। তাহলে সহজেই আপনি ব্যবসা (New Business Ideas)করে শুরুতেই দেড় লাখ টাকা আয় করতে পারেন।
Written by Rajib Ghosh.

 আজ থেকে 4 ব্যাংকের নিয়ম বদল, না মানলে ফাইন অনিবার্য।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment