New Bank Fraud – এবার জালিয়াতদের হাতিয়ার প্যানকার্ড, অজান্তেই টাকা গায়েব।
প্রতিদিনের সময়ের সাথে জালিয়াতরা তাদের জালিয়াতির ছক পাল্টাচ্ছে (New Bank Fraud)। এবার তাদের হাতিয়ার প্যান কার্ড। এখন প্রায় প্রতিটি ব্যাঙ্ক থেকে তাদের কাস্টোমারদের ওটিপি ব্যাবহারের বিষয়ে সাবধান করে। প্রতারিতদের বক্তব্য, হটাতই দেখা যাচ্ছে, তাঁর প্যান কার্ড ব্যাবহার করে অজানা ব্যাক্তি লোন নিয়ে রেখেছে।
গত ফেব্রুয়ারি মাসে এই জালিয়াতির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনিও। অভিনেত্রী এ বিষয়ে অভিযোগ করে জানান, তাঁর অজান্তেই তাঁর PAN ব্যবহার করে ২ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে।
আরও পড়ুন, SBI এর ফিক্সড ডিপোজিটকে টেক্কা দিতে পোস্ট অফিসের এই নতুন স্কিম, জানুন বিস্তারিত
আপনার প্যান নম্বর দিয়ে কেউ এমন ঋণ করে রাখেনি তো? কীভাবে জানবেন সেটা (New Bank Fraud)?
Paytm এবং PolicyBazaar-এর মতো ফিনটেক অ্যাপে লগ ইন করে নিজের নামে ঋণের বিবরণ চেক করতে পারেন। এই অ্যাপগুলিতে ঋণের বিবরণ সহ তাৎক্ষণিকভাবে CIBIL স্কোর দেখা নিন তৎক্ষণাৎ ।
প্যান কার্ড সম্পূর্ণ সুরক্ষিত রাখুন। কোথাও ডকুমেন্ট হিসাবে প্যানের কপি দিলে তা সুরক্ষিত কিনা যাচাই করে নিন। অচেনা ব্যক্তি বা সংস্থার সঙ্গে প্যান নম্বর শেয়ার করবেন না কারণ যাচাই না করে ব্যাঙ্ক (New Bank Fraud) বা অন্য কোনও স্থান থেকে ফোনে এই ধরনের তথ্য কখনই চাওয়া হয়না তাই সে পরিচয় দিলে এড়িয়ে যাবেন অবশ্যই।
আপনার জানা মতে এই ধরনের জালিয়াতি হয়েছে? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং অর্থনৈতিক বিভাগের আরও তথ্য পেতে সঙ্গে থাকুন।