অতিমারী আবহে দেশের স্কুল কলেজ বন্ধ থাকায় স্কুল খোলার প্রাক্কালে পড়ুয়াদের এই মুহূর্তে কি অবস্থা, তা যাচাই করতে বোধমুলক প্রশ্ন নিয়ে সারা দেশব্যাপী ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 এর আয়োজন করা হয়েছে। শিক্ষক ও পড়ুয়াদের কি কি করতে হবে, সহজ ভাষায় রইলো বিস্তারিত বিবরণ।
NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 আগামী ১২ নভেম্বর সারা দেশ ব্যাপী অনুষ্ঠিত হবে।এবং তার জন্য আগে থেকে প্রস্তুত হতে হবে সমস্ত স্কুলের CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X শ্রেণীর পড়ুয়াদের। মোট ৩১৬৫ টি স্কুল এতে অংশগ্রহণ করবে, তবে তার আগে প্রতিটি স্কুল কে প্রস্তুত হতে হবে এবং প্রতিটি স্টুডেন্ট যাতে সফল হতে পারে তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। এই ৩১৬৫ টি স্কুল র্যান্ডমলি সিলেক্ট হবে, অর্থাৎ যেকোনো স্কুলের সেই লিস্টে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই প্রত্যেক স্কুল বাংলার শিক্ষা পোর্টাল থেকে MCQ MODEL QUESTION PAPER ডাউনলোড করে হবে, সেটি 4 ও 5 ই অক্টোবর অভিভাবকদের মধ্যে বিতরণ করেছেন। এবং ওই টাস্ক গুলি 25 ও 26 এ অক্টোবর অভিভাবক দের কাছ থেকে ফেরত নিয়ে 27 ও 28 এ অক্টোবর অভিভাবকদের ফেরত দেওয়া টাস্ক গুলি শিক্ষক, শিক্ষিকা রা মূল্যায়ন করবেন।NATIONAL ACHIEVEMENT SURVEY 2021
এবং এই মুহূর্তে সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য, যদিও সারা দেশের ৩১৬৫ টি স্কুল অংশগ্রহণ করবে, তবে এখনো যেহেতু জানা যায়নি কোন কোন স্কুল সিলেক্ট হবে তাই সকলের জন্যই এই গাইডলাইন প্রকাশ করেছে।NATIONAL ACHIEVEMENT SURVEY 2021
প্রথমেই বলা হয়েছে আগামী ১২ নভেম্বর স্কুলে কোনও প্রকার অন্য প্রোগ্রাম যেমন স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি রাখা যাবে না। যে সমস্ত স্কুল সিলেক্ট হবে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের উপস্থিত থাকতে হবে। স্কুলে নির্দিষ্ট সার্ভে টিম ভিজিট করবে, এবং সকাল সাড়ে সাতটার মধ্যে স্কুলে রিপোর্ট করতে হবে এবং সাড়ে আটটার মধ্যে সার্ভে টিম নির্দেশ দেবেন। নির্বাচিত স্কুল গুলোকে গ্রাউন্ড ফ্লোরের কমপক্ষে ৩০ জন বসা যায় এইরকম শ্রেণীকক্ষ নির্বাচন করতে হবে।
ব্রেকিং নিউজ NAS 2021 এ কোন কোন স্কুল সিলেক্ট হলো ক্লিক করুন
তৃতীয় ও পঞ্চম শ্রেণির জন্য ৯০ মিনিটের পরীক্ষা হবে ১২ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। এবং অষ্টম ও দশম শ্রেনীর জন্য দুই ঘণ্টার পরীক্ষা সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। এছাড়া পিউপিল কোশ্চেনার প্রশ্নপত্র ওএমআর সীটে ফিলাপ করার জন্য তাদের অপেক্ষা করতে হবে এবং সার্ভে টিম ও শিক্ষকেরা তাদের এই ব্যাপারে সাহায্য করবেন।
পড়ুয়াদের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই মডেল প্রশ্ন দেওয়া হয়েছে, এবং শিক্ষকেরা পড়ুয়াদের প্রস্তুত হতে সাহায্য করবেন। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল পড়ুয়াদের WhatsApp Group কিম্বা Google Meet এর মাধ্যমে পড়ুয়াদের NAS 2021 এর বিষয়ে ক্লাস নিচ্ছেন।
ব্রেকিং নিউজ, স্কুল খোলা নিয়ে এইমাত্র নবান্নের ঘোষণা
এছাড়াও শিক্ষকদের জন্যও নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেটি প্রত্যেক শিক্ষক বিষয়ভিত্তিক উত্তর দেবেন। এবং সেই ফরমে শিক্ষকের স্কুলের ডাইস কোড, শিক্ষক কোন কোন বিষয় পড়ান, শিক্ষাগত যোগ্যতা, সর্বাধিক যোগ্যতা, পড়ানোর সময়ে কোন কোন সমস্যা মনে হয়, তিনি কোন কোন শিক্ষক প্রশিক্ষণ এবং রুটিন মাফিক প্রত্যেক বছর যে ট্রেনিং হয় সেগুলোতে অংশগ্রহণ করেন কিনা প্রভৃতি বিষয়ে উত্তর দিতে হবে।
তবে সংবাদ সূত্রে জানা যাচ্ছে এখনই জানানো হবে না কোন কোন স্কুল অংশগ্রহণ করবে, যাতে সমস্ত পড়ুয়ারাই প্রস্তুত থাকে এবং সেই মতো তাদের পড়াশোনা ও প্রস্তুতি চালিয়ে যেতে পারে।