Narendra Modi – কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য।
এই মুহূর্তে বেকার সমস্যা দেশের অন্যতম বড় সমস্যা। আর এই মুহূর্তে সারা দেশবাসী যখন Narendra Modi সরকারের মুখের দিকে তাকিয়ে, তখন দেশের প্রধানমন্ত্রী কার্যত নিরাশার ইঙ্গিত দিলেন। চাকরি দেওয়ার দায় সরকারের নয়! সংসদে এমনই বুঝিয়ে দিলেন মোদি। এদিন তিনি কার্যত স্পষ্ট জানিয়ে দিলেন, দেশে বেকারত্বও নেই, মূল্যবৃদ্ধিও নেই।
প্রসঙ্গত ২০১৪ সালে তিনিই বলেছিলেন, বছরে ২ কোটি চাকরি দেওয়া হবে, আর এদিন সোমবার কার্যত সরকারের দায় ঝেড়ে ফেলে তিনি (Narendra Modi) জানিয়ে দিলেন, এখন কর্মসংস্থানের জন্য সরকারের উপর আর ভরসা করে থাকার দিন শেষ হয়েছে। সবকিছু সরকার করে দেবে এই ভাবনা আর চলবে না। এর আগে মনে করা হতো, সরকারই ভাগ্যবিধাতা, সেই জীবিকার সব দায়িত্ব নেবে। কিন্তু এই ভাবনা ভুল। যুবসমাজ নিজে নিজেকেই গড়বে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এইভাবে সরকারের দায় এড়ানো যায় কিনা প্রশ্ন উঠছে।
নরেন্দ্র মোদি (Narendra Modi) সংসদে এদিন দাঁড়িয়ে বলেন, “আমরা চাই যুবসমাজ নিজেই ব্যবসা বাণিজ্যের উদ্যোগ নিক। গত ৫ বছরে ৬০ হাজার স্টার্ট আপ হয়েছে। আরও হোক। বেকারত্ব নিয়ে বিরোধীরা বিভ্রান্ত করছে। মূল্যবৃদ্ধি আকাশ স্পর্শ করেনি বরং নিয়ন্ত্রণেই আছে। আমরা জিনিসপত্রের দাম বাড়তে দিইনি! মূল্যবৃদ্ধি যা ছিল সব অতীতে। ইউপিএ সরকারের সময় অনেক বেশি মূল্যবৃদ্ধি হয়েছিল।” বরং রাষ্ট্রপতির অভিভাষণের উপর জবাবি ভাষণে সোমবার প্রধানমন্ত্রী উল্টে কংগ্রেসকেই দায়ী করলেন।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ক্ষুদ্র শিল্প বিপুল উন্নতি করেছে। সরকার প্রচুর কর্মসংস্থান তৈরি করেছে। বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এখন ভারতের। ভারত সবকিছুতেই প্রভূত উন্নতি করছে। কিন্তু কর্মসংস্থানের ব্যাপারে তার বক্তব্য সত্যিই নিরাশ করার মতো। Narendra Modi
জিনিসপত্রের দাম বেড়েছে কিনা জনগনই ভালো জানে। আর বেকার সমস্যা ভারতে কতটা, সেটাও প্রতি ঘরে ঘরে জ্বলন্ত প্রমান রয়েছে। তাই আপনার কি মনে হয়, বেকার সমস্যা নিয়ে কি সরকারের দায় নেই? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।Narendra Modi