আপনি কি এলআইসিতে বিনিয়োগ করেন? তবে আপনার আজকে LIC Policy Status বা আপনার চালু করা পলিসির বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানার দরকার আছে। এবারে তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। দেশের সবচেয়ে বড় বীমা সংস্থা হল LIC (Life Insurance Corporation Of India). আমাদের মধ্যে অনেকেই এখানে বিনিয়োগ অরে থাকেন। কিন্তু সকলেরই মনে একটা অনিশ্চয়তা থাকে আদৌ এখান থেকে টাকা পাওয়া যাবে তো?
LIC Policy Status Check Online.
কোন ব্যক্তির মৃত্যু হলে এলআইসি ডেথ ক্লেম (LIC Death Claim) প্রদান করে সেই ব্যক্তির পরিবারের সদস্যদের। কিন্তু এই টাকা পাওয়া সম্পূর্ণ নির্ভর করে আপনি যে এজেন্টের (LIC Agent) কাছে পলিসি করিয়েছেন তার ওপর। তিনি যদি কোন ভাবে অনুপস্থিত থাকেন, আপনার টাকা পাওয়া আটকে যায়। কিন্তু এখন থেকে আর এরকম হবে না। এজেন্ট না থাকলেও পলিসির প্রিমিয়াম, বোনাস এবং ডেথ ক্লেম সবই নিতে পারবেন আপনি। কিভাবে? তা দেখে নিন (LIC Policy Status).
LIC Policy Status Death Claim
১. প্রথমে মৃত ব্যক্তি যাকে নমিনি করে রেখে গেছেন তাকে যেতে হবে স্থানীয় এলআইসি অফিসে (LIC Office).
২. ডেথ ক্লেম পাওয়ার কথা খুলে বলতে হবে সেখানে। আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য তারা NEFT এর একটি ফর্ম দেবে আপনাকে। এটিকে ফিলাপ করতে হবে।
৩. ফর্ম ফিলাপ হয়ে গেলে নমিনিকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে (LIC Policy Status).
LIC Policy Status Death Benefit Apply Documents
১. মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট (Death Certificate).
২. আধার কার্ড (Aadhaar Card).
৩. ভোটার কার্ড (Voter ID Card).
৪. পলিসি বন্ড (LIC Policy Bond).
৫. নমিনির আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স।
৬. নমিনির প্যান কার্ড (PAN Card).
৭. ব্যাংক একাউন্টের প্রমাণ (Bank Account Details).
৮. একটি বাতিল চেক (Cancel Cheque).
Death Benefit Claim Process LIC Policy Status
এরপর আপনাকে একটি লিখিত দরখাস্ত জমা দিতে হবে। এই দরখাস্তে উল্লেখ করতে হবে পলিসিকারী ব্যক্তির মৃত্যুর কারণ, মৃত্যুর তারিখ এবং স্থান সব কিছু। NEFT ফর্ম, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং দরখাস্ত এক সঙ্গে করে সাবমিট করে দিতে হবে এলআইসির অফিসে। এরপর সংস্থার তরফ থেকে প্রসেসিং শুরু করা হবে। সমস্ত নথিপত্রের যাচাই করন করা হবে।
ব্যাংক লোন নিয়েছেন বা নেবেন? CIBIL Score ঠিক রাখতে এই 4 টি কাজ অবশ্যই করুন।
যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। মোটামুটি এক মাস পর্যন্ত সময় লাগতে পারে এই টাকা পেতে। LIC Policy Status আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এবং ডেথ বেনিফিট খুবই সহজে ক্লেম (LIC Death Benefit Claim) করে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
বিনিয়োগ করলে 10 গুন রিটার্ন পাবেন। 500 টাকা জমা দিয়ে লক্ষাধিক টাকা মেয়াদ শেষে।