বিগত বছরে ব্যাঙ্কের সুদের হার ক্রমাগত নিচের দিকে ছুটছে, তাই অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করছেন। আর জারা নতুন কেরিয়ার শুরু করেছেন, কিম্বা একটু রিস্ক নিয়ে দেখতে চান, তারা দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে, নিশ্চিত রুপে লাভবান হবেন। আর মাত্র ১৫ বছরেই আপনি কোটিপতি হতে পারবেন, যদি এই নিয়ম মেনে চলেন। আপনার টাকা আপনি কিভাবে বিনিয়োগ করবেন, সেটা একান্তই ব্যাক্তিগত ব্যাপার, তবে, মার্কেট বুঝে অর্থনৈতিক বিশেষজ্ঞেরা যা বলেন, সেটাই তুলে ধরছি।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত সূত্র হল 15 x 15 x 15 নিয়ম। এই বিশেষ নিয়মে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করলে সর্বাধিক রিটার্ন পেতে পারেন আমানতকারী।
কি এই 15 x 15 x 15 নিয়ম ?
এই সূত্র অনুযায়ী কোনও ব্যক্তি যদি মিউচুয়াল ফান্ড SIP (Systematic Investment Plan)এ ১৫ বছরের জন্য প্রতিমাসে ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন , তবে তিনি ১৫ শতাংশ হারে রিটার্ন পাবেন। যার ফলে 15 বছরের মধ্যে তিনি কোটিপতি হতে পারবেন। মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিশেষজ্ঞ রা বলেন, বার্ষিক বৃদ্ধির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে 15 বছরে 2 কোটিরও বেশি পেতে পারেন বিনিয়োগকারী।
ধরে নেওয়া যাক যদি কেউ 15 বছরের জন্য 15 হাজার টাকার মাসিক Mutual Fund SIP করে, তাহলে তাঁর বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় 27 লাখ টাকা। এমন পরিস্থিতিতে, যদি আমরা 15 শতাংশের বার্ষিক রিটার্ন ধরে নিই (এর চেয়ে বেশিই হবে), তাহলে আপনি আপনার বিনিয়োগে 74,52,946 টাকা পর্যন্ত মোট আনুমানিক রিটার্ন পেতে পারেন।
আরও পড়ুন, দেশের সেরা ৫ মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে দেখুন
এটা স্পষ্ট যে আপনার 27 লক্ষ টাকা 15 বছর পরে 1,01,52,946 টাকায় দাঁড়াবে। এভাবে 15 বছরে প্রতি মাসে 15 হাজার টাকা জমা করে আপনি খুব সহজেই কোটিপতি হতে পারেন। Mutual Fund
এবার আশাযাক এরেক্তু কম ইনভেস্টমেন্ট এর হিসাবে, কেউ যদি প্রতি মাসে ২ হাজার টাকা করে ১৫ বছর ধরে জমাতে পারেন তবে ১৫ বছরে তিনি জমালেন, ৩ লাখ ৬০ হাজার টাকা, ১৫ বছর পর ১৫% হারে শুধুমাত্র রিটার্ন পাবেন ৮ লাখ টাকার বেশী অর্থাৎ আপনি সুদ আসল মিলিয়ে কম বেশী ১১ লাখ টাকা পেতে পারেন।
(মিউচুয়াল ফান্ড বিনিয়োগগুলি বাজারের ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে সব স্কিমের নথি সাবধানে পড়ুন। আপনি বিনিয়োগের আগে আর্থিক প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ নিন।)