Airtel Recharge Plans – আগামীকাল থেকে বেড়ে যাচ্ছে মোবাইল রিচার্জের দাম, ঝটপট আজই অগ্রীম রিচার্জ করে নিন।

এয়ারটেল গ্রাহকদের কপালে আবার চিন্তার ভাঁজ। ফের বাড়লো Airtel Recharge Plans রিচার্জের দাম। নতুন দাম চালু হওয়ার আগেই লম্বা সময়ের জন্য রিচার্জ করে নিন। নতুন নতুন কি প্লান আসছে, এবং বর্তমানে কম দামে কোন রিচার্জ করবেন। এবং বিশেষ করে যারা সেকেন্ড সিম হিসেবে AirTel সিম ব্যবহার করেন, তাদের ভ্যালিডিটি চালু রাখতে মিনিমাম কত রিচার্জ করবেন, পুরো প্রতিবেদন পড়ে জেনে নিন।

Airtel Recharge Plans 2023:

আসতে চলেছে New Airtel Recharge Plans! নতুন বছরে এই প্রথম দাম বাড়াতে চলেছে এয়ারটেল। বাজারে ইতিমধ্যেই রিলায়েন্স Jio 5G লঞ্চ করেছে। আর এবার সারা দেশে AirTel 5G চালুর পালা। এয়ারটেল থকে আশা করা হচ্ছে খুব শীঘ্রই তারাসারা দেশে 5G চালু করবে, তার আগে আপাতত ফ্রিতেই এই পরিষেবা পাওয়া যাবে। মানুষের অনেক ইচ্ছা থাকলেও পকেটের টানকেও মাথায় রাখতে হয়।

তাই প্রতিদিনের Airtel Recharge Plans আনলিমিটেড ডাটা যাদের লাগেনা তারা শুধুমাত্র এয়ারটেলের ৯৯ টাকা রিচার্জ করতো। বিশেষ করে যাদের বাড়িতে WiFi আছে অথবা Jio কে মেইন সিম হিসেবে ব্যবহার করেন, বং AirTel সেকেন্ড সিম হিসেবে শুধু ভ্যালিডিট চালু রাখার Airtel Recharge Plans রিচার্জ করেন। তাদের কাছে প্রথমে ৩৯ টাকা রিচার্জের অপশন ছিলো, কিন্তু সেই মিনিমাম রিচার্জ এবার বাড়তে বাড়তে ৯৯ তে গিয়ে পৌঁছেছিলো। এবার এই ৯৯ টাকার প্ল্যানকে ১৫৫ টাকা করতে চলেছে Airtel Recharge Plans। আর অন্যান্য ডাটা ছাড়া কল বা কল এবং ডাটার প্যাকের দাম বাড়ছেনা। বরং কয়েটি প্ল্যানে একই দামে ২৮ দিনের বদলে ৩০ দিন বৈধতা দিচ্ছে।

টেলিকম জগতে এর বিপ্লব এবং এই টেলিকম ব্রডব্যান্ড যুগে ইতিহাস সৃষ্টি করেছিল জিও ফ্রীতে পরিষেবা দিয়ে। তখন অন্যান্য কোম্পানি বেশ সমস্যায় পড়ে। তারপরই উত্তোরত্তর দাম বাড়াতে থাকে জিও পাল্লা দিয়ে। এয়ারটেলের মতো কোম্পানিও পাল্লা দিয়ে Airtel Recharge Plans দাম বাড়িয়েছে। তবে জানেন কী ভারতের মতো সস্তায় ডাটা পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যায়না। তবে বর্তমান সময়ে মাসে ৩০০ টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব নয়।

WhatsApp Calling Feature

তবে আপাতত বঙ্গবাসীর জন্য এই ক্ষেত্রে সুখবর! ওড়িশা, হরিয়ানা, বিহার অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান (উত্তর-পূর্ব) এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ এ এই ৯৯ টাকায প্ল্যানটি বন্ধ হতে চলেছে। এই রাজ্যের ক্ষেত্রে আপাতত আগের ৯৯ টাকার প্ল্যানটি থাকছে অবশ্য। শোনা যাচ্ছে ৩১শে মার্চের পর সমস্ত প্ল্যানের দাম ১৫% বৃদ্ধি পাবে।

এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর, একটি দামের রিচার্জে পাবেন বেশি ভ্যালিডিটি।

তবে ৯৯ টাকার প্ল্যানটি ১৫৫ টাকা হলে আনলিমিটেড কল এবং একজিবি, ৩০০টি এস এম এস পাওয়া যাবে। যার বৈধতা হবে ২৮ দিন। আগে শুধুমাত্র ঐ ৯৯ টাকায় টকটাইম পাওয়া যেত। যদি এই অফার পাওয়া যায়, তবে হয়তো খরচ কিছুটা বাড়বে কিন্তু যারা বেশি ডেটা চান না, তাদের জন্য কলিং অফার ফ্রিতেই মিলবে।
Written By Soumee Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment