চাকরিতে সংরক্ষণ সহ বাজেট বৃদ্ধি, অনগ্রসর শ্রেণি কল্যাণ নিয়ে বড়ো ঘোষণা মমতার

আজ, বুধবার নবান্ন সভাঘরে  SC অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠকে চাকরিতে সংরক্ষণ, বাজেট বৃদ্ধি সহ অনগ্রসর শ্রেণির জন্য একাধিক বড়ো ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Mamata Banerjee ঘোষণা করলেন, অনগ্রসর শ্রেণি কল্যানের জন্য একাধিক বড়ো পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।রাজ্যে তফশিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যমের স্কুল তৈরি হচ্ছে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমেই পড়াশোনা চলছে ছাত্রছাত্রীদের।  এবার থেকে তাঁদের উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু করা হবে বলেও জানান হয়। সঙ্গেই বৈঠকে জানানো হয়েছে এবার থেকে চাকরিতে ২২ শতাংশ সরক্ষণ থাকবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। তফশিলি জাতির জন্য রাজ্যের তরফে বাড়ানো হয়েছে বাজেটও। তৃতীয় বার ক্ষমতায় ফেরার পরেই উপজাতির উন্নয়নের পৃথকভাবে Scheduled Caste Advisory Council তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠকে মমতা দাবি করেন, দেশের মধ্যে প্রথম কোনও অনগ্রসর শ্রেণির জন্য এ ধরনের বোর্ড তৈরি হয়েছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment