রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Mahyamik HS) টেস্ট পরীক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবর উঠে আসছে। ছাত্র ছাত্রীদের মূলত যে ব্যাপারটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো এতদিন ক্লাস হয়নি, আর অনলাইন ক্লাসেও সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারেনি। আর স্কুল খোলার কয়েকদিনের মধ্যেই টেস্ট পরীক্ষার সূচী প্রকাশিত হওয়ায় কার্যত বিনা মেঘে বজ্রপাতের মতই মনে হচ্ছে পড়ুয়াদের কাছে।
তাই বেশিরভাগ পড়ুয়াদের দাবী হয় টেস্ট পরীক্ষা (Mahyamik HS) পিছিয়ে দেওয়া হোক কিম্বা কম নম্বরের পরীক্ষা হোক। কিন্তু সেই দিকেও রয়েছে সমস্যা। কারন, ভবিষ্যতে মূল পরীক্ষা না হলে, এই নম্বরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হিসাবে বিবেচ্য হবে। এবং সেই নির্দেশ ইতিমধ্যেই পর্ষদ ও সংসদ জানিয়ে দিয়েছে। তাই বেশিরভাগ স্কুলই পূর্ণমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যেই অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, কিম্বা প্রশ্নপত্র তৈরী হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার সংসদ উচ্চ মাধ্যমিকে টেস্ট বাধ্যতামূলক বলে জানিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নিতে বলে। সে ক্ষেত্রে ৪০ নম্বর লেখা পরীক্ষা হবে।
শিক্ষকদের বক্তব্য, প্রথম দিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টেস্ট নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক কোনও নির্দেশিকা জারি করেনি। কিন্তু তাঁরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য ১০০ নম্বরের টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেন। একাধিক স্কুলের শিক্ষকেরা ঠিক করেন, মধ্যে ৮০ নম্বর লেখা পরীক্ষা হবে। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার সংসদ উচ্চ মাধ্যমিকে টেস্ট (Mahyamik HS) বাধ্যতামূলক বলে জানিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নিতে বলে। যার ফলে শিক্ষকেরা কার্যত জাতাকলে পড়েছেন। কারন রুটিন দেওয়া হয়ে গেছে, প্রশ্ন ও ছাপানো হয়ে গেছে এবার কি হবে? অন্যদিকে পড়ুয়ারা তা মানতে চাইছে না।
এদিকে, রাজ্যের পর্ষদ অনুমোদিত সমস্ত স্কুলকে ১৩ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট নেওয়ার নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আবার সংসদ জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট শেষ করে ফেলতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে ১০ নম্বরের প্রজেক্ট বাদ দিয়ে ৯০ নম্বরে এবং উচ্চ মাধ্যমিকের ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি স্কুল নিজে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে।Mahyamik HS Exam 2022
আর নম্বর কমার এই খবর প্রকাশিত হওয়ার পরই উচ্চ মাধ্যমিকের টেস্ট ৮০ নম্বরের পরিবর্তে ৪০ নম্বরে নেওয়ার দাবিতে একাধিক স্কুলের সামনে বিক্ষোভ দেখালো পরীক্ষার্থীদের একাংশ। সংবাদ সূত্রে গেছে, সংসদের দেওয়া নির্দেশিকা জানাজানি হতেই বিভিন্ন স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী্রা ১০০ নম্বরের টেস্ট দিতে অস্বীকার করে। তাদের বক্তব্য, মাত্র কদিন আগে স্কুল খুলেছে। তাদের পক্ষে তেমন প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। Mahyamik HS
Mahyamik & HS Suggestion Pdf Download Click Here
একাধিক শিক্ষকদের বক্তব্য, সিলেবাস এমনিতেই অনেক কমানো হয়েছে, আর কতটা কমানো যায়? আর টেস্ট এর প্রশ্ন এবং উত্তরপত্র ও মার্কসসীট এর কপি পর্ষদকে পাঠাতে হবে। সরকারী নির্দেশের বাইরে তো আমরা কিছু করতে পারিনা। নির্দেশিকা যখন এসেছে, মানিয়ে নিতে হবে। এখন অসুবিধা থাকবে ঠিকই, তবে আসল পরীক্ষার ব্যাপারে পরীক্ষার্থীরা অভিজ্ঞ হয়ে উঠবে।