দেশের মহিলাদের সুবিধার্থে বিশেষ প্রকল্প (Mahila Samman Savings Certificate) চালু করেছিল কেন্দ্র সরকার। এবার সেই প্রকল্প (Investment Scheme) বন্ধ করতে চলেছেন তারা। সঙ্গে বন্ধ হতে চলেছে একডজন সুযোগ সুবিধা। যাতে কার্যতই মাথায় হাত পড়েছে মহিলাদের।
Mahila Samman Savings Certificate Scheme
২০২৩ অর্থবছরের বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পটি মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্যে প্রণীত হয়েছিল। মেয়াদ দু’বছর এবং ২ লক্ষ টাকা পর্যন্ত লগ্নির সুযোগ দিয়ে এই প্রকল্পটি ৭.৫% বার্ষিক সুদের হারের সুবিধা প্রদান করেছিল। করছাড়ের সুবিধাও যুক্ত ছিল।
কিন্তু, প্রকল্পটি প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আগামী বছরের মার্চে মেয়াদ সম্পূর্ণ করার পর এটি বন্ধ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মহিলা সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে প্রত্যাশিত লগ্নি সরকারের ঘরে আসেনি। এই কারণে চলতি বছরের বাজেটে স্বল্প সঞ্চয় খাতে তহবিল তোলার লক্ষ্যমাত্রা প্রায় ৫০ হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই খাতে সরকারের লক্ষ্যমাত্রা ২০ হাজার কোটি টাকা কম ছিল।
লগ্নি উপদেষ্টা নীলাঞ্জন দে এর মতে, বর্তমানে মহিলারা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বেশি বিনিয়োগ করছেন। ঝুঁকি থাকলেও বেশি রিটার্নের সম্ভাবনা তাদেরকে এসব বিনিয়োগে আকৃষ্ট করছে। মহিলাদের অনেকে এখন আর ঝুঁকিবিমুখ নন এবং ২ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করে আরও বেশি রিটার্নের চেষ্টা করছেন, যদিও সেই আয়ে নিশ্চয়তা না থাকার ঝুঁকি রয়েছে। খোদ মোদী সরকারের নেতা-মন্ত্রীদের একাংশও শেয়ার-ফান্ডে লগ্নির পক্ষে বক্তব্য রেখেছেন।
এছাড়া সাম্প্রতিককালে ব্যাঙ্কের আমানতে সুদ কিছুটা বেড়েছে এবং কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পেও মেয়াদ শেষে একসঙ্গে বেশি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে, মহিলা সেভিংস সার্টিফিকেট প্রকল্পটি (Mahila Samman Savings Certificate) মহিলাদের কাছে তেমন আকর্ষণীয় হয়ে ওঠেনি। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, প্রকল্প চালুর পর প্রথম ১১ মাসে প্রায় ২৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং লগ্নি হয়েছে ২০,০০০ কোটি টাকা। লগ্নির নিরিখে মহারাষ্ট্র প্রথম, দ্বিতীয় তামিলনাড়ু এবং তৃতীয় কর্নাটক।
অর্থনৈতিক নিসেসজ্ঞদের মতে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে মহিলাদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। বরং রেকারিং ডিপোজিটে লগ্নি করলে দীর্ঘ মেয়াদে একসঙ্গে বেশি টাকা পাওয়া যায়। এছাড়া এজেন্টদের ভূমিকা প্রকল্প জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ হলেও, বিভিন্ন কারণে এজেন্টরাও প্রকল্পের প্রচারে সঠিক ভূমিকা রাখতে পারেননি। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের এই ব্যর্থতা এবং অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মহিলাদের আর্থিক সুরক্ষা ও স্বাধীনতার জন্য নতুন ও আরও কার্যকরী প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন, স্টেট ব্যাংক গ্রাহকদের নতুন সঞ্চয় পত্র। 444 দিনে পাবেন সর্বোচ্চ সুদ
এটি শুধু মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করতে নয়, বরং তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে মহিলাদের সঞ্চয় ও বিনিয়োগের ধারণা পুনর্মূল্যায়ন করে তাদের জন্য আরও আকর্ষণীয় ও লাভজনক সঞ্চয় পরিকল্পনা তৈরি করা জরুরি। কেন্দ্রীয় সরকারের উচিত মহিলাদের আর্থিক সুরক্ষা ও স্বাধীনতার লক্ষ্যে নতুন প্রকল্প প্রণয়ন করা এবং সেই সঙ্গে প্রচার ও এজেন্টদের ভূমিকা আরও কার্যকর করে তোলা।