Madhyamik Physical Science Suggestion 2023 PDF Download Free – মাধ্যমিক ভৌত বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন ২০২৩

Last minute Madhyamik Physical Science Suggestion 2023. WBBSE Madhyamik Physical Science Suggestion 2023 PDF on Full Syllabus – ১০০% কমন মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF Free Download. মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন।
Topics : WBBSE Madhyamik Physical Science suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science suggestion 2022.

মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
(i) মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাস উৎপন্ন করে?
(ii) মিথেন হাইড্রেটের সংকেত কী?
(iii) বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো।
(iv) CFC থেকে উৎপন্ন কোন্ মুক্তমূলক, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
(v) স্প্রে-বোতলে থাকা কোন গ্যাস, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
(vi) কোন্ রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী?

(vii) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
(viii) বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
(ix) বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদেরকে কী বলে? Madhyamik Physical Science Suggestion 2023
(x) সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন্ গ্যাস ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
(xi) কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্টি জীবাশ্ম জ্বালানি?
(xii) জ্বালানির তাপনমূল্যের একক লেখো।
(xiii) সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন্ স্তরে শোষিত হয়?

3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
(i) জীবাশ্ম জ্বালানি কাকে বলে? Madhyamik Physical Science Suggestion 2023
(ii) মিথেন হাইড্রেট কী?
(iii) পরিবেশের ওপর ওজোনস্তর ধ্বংসের দুটি প্রভাব লেখো।
(iv) N, ও O, গ্রিনহাউস গ্যাস নয় কেন? Madhyamik Physical Science Suggestion 2023
(v) স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?

(vi) ওজোনস্তর ধ্বংসের আলোক-রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো।
(vii) গ্লোবাল ওয়ার্মিং-এর দুটি কুফল উল্লেখ করো।
(viii) ‘গ্রিনহাউস প্রভাব’ কমানোর দুটি উপায় লেখো।
(ix) জ্বালানির ‘তাপনমূল্য’ কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি?
(x) সৌরকোশের একটি ব্যবহার লেখো। Fire-ice বা তুষার জ্বালানি কী?
(xi) গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলের এমন দুটি গ্যাসের নাম লেখো।
(xii) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উন্নায়ন কী?

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান—2
(1) কোন অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
(ii) SI-তে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
(iii) বয়েল সূত্রের গাণিতিক রূপটি লেখো।
(iv) 30°C এবং 300 K-এর মধ্যে কোন্ উন্নতার মান বেশি?
(v) পরম শূন্য উন্নতায় গ্যাসের আয়তন কত হয়?
(vi) সত্য না মিথ্যা নির্দেশ করো: PV = কার্য বা শক্তি।

(vii) PV = WRT — এই সমীকরণে M-এর একক কী? (viii) কোন্টি হালকা—আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু?
(ix) লেখচিত্র আঁকো—আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উন্নতায় PV বনাম P
(x) চার্লস সূত্রের গাণিতিক রূপটি লেখো (উন্নতা সেলসিয়াস স্কেলে)। Madhyamik Physical Science Suggestion 2023
(xi) STP-তে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 L। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
(xii) একই উয়তা ও চাপে সমআয়তন CO, ও N, গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। (সত্য/মিথ্যা নির্ণয় করো)।
(xiii) অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করো)

(xiv) আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান
(xv) “পরম শূন্য উন্নতায় আদর্শ গ্যাসের চাপ/আয়তন কত?
(xvi) বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌতরাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো
(xvii) বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের
মধ্যে সম্পর্কটি লেখো । Madhyamik Physical Science Suggestion 2023
(xviii) স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উন্নতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন
273°C শূন্য হবে?
(xix) STP-তে কত গ্রাম N, গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার? (N=14)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান 2
(i) চার্লস সূত্রটি বিবৃত করো।
(ii) বেলুন ফোলালে, গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এটি কি বয়েল সূত্রের ব্যতিক্রম? ব্যাখ্যা করো
(iii) অ্যাভোগাড্রো সূত্রটি লেখো।
iv) আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা R-এর একক নির্ণয় করো।
(v) STP-তে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত হয়? গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব কী?

Download PDF

(vi) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?
(vii) গাণিতিক রূপ-সহ বয়েল সূত্রটি বিবৃত করো।
(viii) গ্যাসের বেগ ও চাপের ওপর উন্নতার প্রভাব লেখো।
(ix) গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? ব্যাপন, গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয়?
(x) স্থির চাপে 0°C উন্নতায় একটি গ্যাসের আয়তন 75.5mL। 40°C উন্নতায় ওই গ্যাস নমুনার
আয়তন কত হবে? Madhyamik Physical Science Suggestion 2023
(xi) বয়েলের সূত্র অনুযায়ী P—V লেখচিত্র আঁকো। লেখচিত্রের প্রকৃতি কী?
1+1

(xii) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? ।
(xiv) STP-তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m’ হলে অপরিবর্তিত উন্নতায় 104 cm Hg
চাপে গ্যাসটির আয়তন কত হবে?
(xvi) 0°C উন্নতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উন্নতায় উত্তপ্ত করা হল।
গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? Madhyamik Physical Science Suggestion 2023
(xvii) স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উন্নতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
(xviii) STP-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm আয়তন অধিকার করে। কত চাপে 27°C উন্নতায় ওই গ্যাসটি 300 cm3 আয়তন অধিকার করবে?

  1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
    প্রতিটি প্রশ্নের মান — ৩
    (i) বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি (PV=nRT) প্রতিষ্ঠা করো।
    (ii) 27°C উন্নতায় latm চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে?
    (iii) পরমশূন্য উন্নতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উন্নতার মান নির্ণয় করো। 1+2
    (iv) সমান ভরের দুটি আদর্শ গ্যাস A এবং B একই চাপ ও উন্নতায় দুটি পৃথক আয়তনের পাত্রে
    রাখা আছে। এদের মোলার ভরের অনুপাত 2:1 হলে, আয়তন অনুপাত কত? Madhyamik Physical Science Suggestion 2023
    (v) গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনামt) সাহায্যে প্রকাশ করো। [ME’17]

(vi) কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের
থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। Madhyamik Physical Science Suggestion 2023
(vii) NTP-তে 44.8LH, গ্যাস তৈরি করতে Zn-এর সঙ্গে কত গ্রাম H SO-এর বিক্রিয়া করাতে
হবে? [Zn = 65]
(viii) কোনো ধাতব কার্বনেটের 220g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22; বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়?
(ix) অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ-সহ উত্তপ্ত করে 6.8g অ্যামোনিয়া উৎপন্ন করতে
কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? [H= 1, N=14, O = 16, S= 32] [ME 2017]

(x) আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের
জন্য প্রয়োজনীয় SO, উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হল:
4FeS2 + 110, 2Fe2O3 + 8SO2 →512g SO, উৎপাদনের জন্য কত গ্রাম FeS, প্রয়োজন? (Fe = 56, S = 32, O = 16) [ME 2018 ]
(xi) উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3-কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al
প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe,O, লাগবে? [Fe= 55.8, Al = 27, O = 16] [ME 2019] Madhyamik Physical Science Suggestion 2023
(xii) 32.1g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2g NH3, 33.3g CaCl, ও 10.8g H,O পাওয়া গেল । কত গ্রাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH, এবং STP-তে কত লিটার NH, উৎপন্ন হল? [N=14, H=1] [ME/19]

Download PDF
  1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান 1
  2. (i) অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসদ্ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়?
  3. (ii) লেন্সের আলোককেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি কত হয়?
  4. (iii) প্রাকৃতিক বর্ণালির উদাহরণ হল। Madhyamik Physical Science Suggestion 2023

শূন্যস্থান পূরণ করো
(iv) সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?
(v) বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো?
(vi) সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?
(vii) আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়?
(viii) একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
(ix) X-রশ্মি, y-রশ্মি ও অতিবেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম?
(x) কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?
(xi) দৃশ্যমান আলোর মধ্যে কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয়?
(xii) অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়?
(xiii) জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে?

WBBSE Madhyamik Suggestion 2023 All Subject PDF Dowonlad - মাধ্যমিক সাজেশন ২০২৩

(xiv) একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য
(xvi) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?
(xvii) 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত?
(xix) লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? Madhyamik Physical Science Suggestion 2023
(xx) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
(xxi) কোনো বস্তুকে উত্তল লেন্স থেকে 2f দূরত্বে রাখলে লেন্সে প্রতিসরণের ফলে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন কত?
(xxii) একটি প্রিজমের আয়তাকার তল ক-টি?

(xxiii) বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
(xxiv) দুটি মাধ্যমে প্রতিসরণের সময়, লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত? Madhyamik Physical Science Suggestion 2023
(xxv) একটি অবতল দর্পণের বক্তৃতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান ——। (শূন্যস্থান পূরণ করো)
(xxvi) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহৃত হয়?
(xxvii) কোনো আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?]
(xxviii) দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন?

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের জন্য এই নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সবাই দারুন খুশি।

(xxix) একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের
কোনোদিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত?
কোনো মাধ্যমে আলোর বেগ 2×108 মিটার/সেকেন্ড হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
(xxxxi) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
(xxxii) কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়? Madhyamik Physical Science Suggestion 2023
(xxxiii) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্টি
(xiv) মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

Download PDF

Madhyamik Physical Science Suggestion 2023 – Group-C

  1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
    (i) চিত্র-সহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
    অথবা, চিত্র-সহ উত্তল লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
    (ii) একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।
    (iii) একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বস্তুকে প্রধান অক্ষের ওপর লম্বভাবে রাখলে
    ওই বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো।
    (iv) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো?
    (v) প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° এবং প্রতিসরণ কোণ 30° হলে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

(vi) y-রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো।
(vii) চিত্র-সহ উত্তল/অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। Madhyamik Physical Science Suggestion 2023
(viii) আলোকের বিচ্ছুরণ কাকে বলে? এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও।
(ix) একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না। ছাত্রটির চোখের এই জাতীয়
ত্রুটির নাম কী? এটি কীভাবে দূর করা যায়?
(x) বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র-সহ দেখাও।
(xi) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?
(xii) কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?
(xiii) একটি আলোকরশ্মি কাচের ওপর 45° কোণে আপতিত হয়ে 30° কোণে প্রতিসৃত হয়? কাচের প্রতিসরাঙ্ক কত? Madhyamik Physical Science Suggestion 2023

(xiv) লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে?
(xv) আলোর বিচ্ছুরণ কাকে বলে?
(xvi) শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
(xvii) দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
(xviii) লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে He ও p হলে, প্রমাণ করো,
(xix) গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
(xx) কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
(xxxi) উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা যায়?

Download PDF
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment