দীর্ঘ অতিমারীর শঙ্কা কাটিয়ে ছন্দে ফিরেছে স্কুল। মাধ্যমিক উচ্চমাধ্যমিক টেস্ট (Madhyamik HS Exam) ইতিমধ্যেই হয়ে গেছে। পরীক্ষার বাকি আর চার মাস। আর এই কিন্তু দীর্ঘ সময় পর স্কুল খোলা এবং সাথে সাথেই পরীক্ষার সূচী প্রকাশের পর পরীক্ষা শুরু হলেই দেখা যায় বড় অংশের পড়ুয়াদের অনুপস্থিতি। যার জেরে বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik HS Exam) আরেকবার সুযোগ দিলো শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সেই সমস্ত স্কুলের পড়ুয়ারা অনুপস্থিত হলেও তারা হয়তো মূল পরীক্ষায় বসতে পারবে। এমনকি কোনও পড়ুয়া অকৃতকার্য হলেও তাদের পরীক্ষায় বসার অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট স্কুল কতৃপক্ষ।
সাংবাদিকদের এদিন, সংসদ প্রধান বলেন, “অতিমারী পরিস্থিতির কারণে যদি ফাইনাল পরীক্ষা (Madhyamik HS Exam) না হয়, তখন টেস্টের নম্বরই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এখন যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তখন সেই সব পরীক্ষার্থীর মূল্যায়ন কী ভাবে হবে, তা বলা মুশকিল। তাই আমরা এ বার স্কুলে টেস্ট নেওয়ার উপরেই জোর দিয়েছি। পড়ুয়াদেরও টেস্ট দিতে বলেছি বার বার।”
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, সংসদকর্তা বলার পরেও, বার বার টেস্ট সম্পর্কে শিক্ষকেরা সচেতন করা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী টেস্টে বসেনি। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা যে হচ্ছেই, সেই বিষয়ে তিনি আশাবাদী। Madhyamik HS Exam
তবে বহু সংখ্যক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik HS Exam) টেস্ট পরীক্ষায় না বসায় প্রশ্ন উঠছে, যারা টেস্ট দিল না বা দিলেও ফেল করলো কিম্বা ভালো ফল করলো না, তাদের কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে?
এই বিষয়ে শিক্ষা দফতর এখনও পর্যন্ত যদিও কোনও বিজ্ঞপ্তি দেয়নি। তবে কোনও পড়ুয়া টেস্ট না দিলে তাকে উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে কি না, সেই বিষয়ে স্কুলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর একই পথে হাটতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদও। Madhyamik HS Exam
মাধ্যামিকের সাজেশন পেতে ক্লিক করুন
উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন
অর্থাৎ শিক্ষা দপ্তর সুত্র থেকে জা জানা যাচ্ছে, যদি কোনও পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা না দেয় কিম্বা ফেল করে তবে তাদের মূল পরীক্ষায় বসানো নিয়ে স্কুল কতৃপক্ষ সিক্ষান্ত নেবে। অতিমারী আবহে দীর্ঘকালীন স্কুল বন্ধ থাকায় অনেকেই কাজের খোজে বাড়ীর বাইরে, কিম্বা অন্য কোনও কারনে স্কুল বিমুখ হয়েছে। Madhyamik HS Exam
তাই মানবিকতার খাতিরে সকল পড়ুয়াদের মূল পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা ভাবছে স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু পরিস্থিতির কারনে যদি পরীক্ষাই না হয়, তবে তাদের রেজাল্ট এর কি হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন। Madhyamik HS Exam